
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শার্ট খোলা ছবি নিয়ে জি–৭ নেতাদের করা ব্যঙ্গের কড়া জবাব দিয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন, জি–৭ ভুক্ত দেশগুলোর নেতারা যদি গায়ের শার্ট খুলে ফেলেন তবে তাঁদের খুবই বিশ্রী দেখাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন তাঁকে নিয়ে করা জবাব দেওয়ার পাশাপাশি তাঁদের পরামর্শও দিয়েছেন। তিনি বলেছেন, ‘তাঁরা যদি আমার মতো ফিট হতে চায় তবে তাঁদের উচিত হবে মদ ছেড়ে দেওয়া এবং প্রচুর খেলাধুলা করা।’
সংবাদ সম্মেলনে পুতিন বরিস জনসনের দাবি—‘পুতিন নারী হলে ইউক্রেন আক্রমণ করতেন না’ এই বক্তব্যও প্রত্যাখ্যান করেন। পুতিন বলেন, ‘বিষয়টি ঠিক নয়।’ এ সময় তিনি ব্রিটিশ নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের নেতৃত্বে ব্রিটেনের ফকল্যান্ড যুদ্ধে জড়িয়ে পড়ার উদাহরণও দেন।
এর আগে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলোতে প্রেসিডেন্ট পুতিনের বেশ কিছু শার্ট খোলা ছবি প্রকাশ পায়। সেগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা–সমালোচনাও হয়। সর্বশেষ গত সপ্তাহে জার্মানিতে হয়ে যাওয়া জি–৭ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পুতিনের শার্ট খোলা ছবি নিয়ে খোঁচা দিয়ে ব্যঙ্গ করেন। সে সময় বরিস জনসন বলেন, আমাদের উচিত শার্ট খুলে তাঁদের দেখিয়ে দেওয়া যে আমরা তাদের চেয়ে শক্তিশালী।
ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং জি–৭ ভুক্ত দেশগুলোর নেতাদের পরিপ্রেক্ষিতেই পুতিন এমন কড়া জবাব দিলেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শার্ট খোলা ছবি নিয়ে জি–৭ নেতাদের করা ব্যঙ্গের কড়া জবাব দিয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন, জি–৭ ভুক্ত দেশগুলোর নেতারা যদি গায়ের শার্ট খুলে ফেলেন তবে তাঁদের খুবই বিশ্রী দেখাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন তাঁকে নিয়ে করা জবাব দেওয়ার পাশাপাশি তাঁদের পরামর্শও দিয়েছেন। তিনি বলেছেন, ‘তাঁরা যদি আমার মতো ফিট হতে চায় তবে তাঁদের উচিত হবে মদ ছেড়ে দেওয়া এবং প্রচুর খেলাধুলা করা।’
সংবাদ সম্মেলনে পুতিন বরিস জনসনের দাবি—‘পুতিন নারী হলে ইউক্রেন আক্রমণ করতেন না’ এই বক্তব্যও প্রত্যাখ্যান করেন। পুতিন বলেন, ‘বিষয়টি ঠিক নয়।’ এ সময় তিনি ব্রিটিশ নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের নেতৃত্বে ব্রিটেনের ফকল্যান্ড যুদ্ধে জড়িয়ে পড়ার উদাহরণও দেন।
এর আগে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলোতে প্রেসিডেন্ট পুতিনের বেশ কিছু শার্ট খোলা ছবি প্রকাশ পায়। সেগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা–সমালোচনাও হয়। সর্বশেষ গত সপ্তাহে জার্মানিতে হয়ে যাওয়া জি–৭ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পুতিনের শার্ট খোলা ছবি নিয়ে খোঁচা দিয়ে ব্যঙ্গ করেন। সে সময় বরিস জনসন বলেন, আমাদের উচিত শার্ট খুলে তাঁদের দেখিয়ে দেওয়া যে আমরা তাদের চেয়ে শক্তিশালী।
ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং জি–৭ ভুক্ত দেশগুলোর নেতাদের পরিপ্রেক্ষিতেই পুতিন এমন কড়া জবাব দিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
২ ঘণ্টা আগে
গাজায় প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য গঠিত নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি শান্তি, অর্থনৈতিক উন্নয়ন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এমনটি বলা হয়েছে কমিটির শীর্ষ কর্মকর্তা ড. আলী শাথ প্রকাশিত এক মিশন স্টেটমেন্টে।
৩ ঘণ্টা আগে
হোয়াইট হাউস গাজা শাসনে প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদের সদস্যদের নাম প্রকাশ করেছে। একই সঙ্গে গাজার শাসনের জন্য জাতীয় কমিটি ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার (এনসিএজি) সদস্যদের নামও ঘোষণা করেছে।
৩ ঘণ্টা আগে