
অধিকৃত খেরসন থেকে রাশিয়ার সেনারা চলে যাওয়ার পর শহরটির দখল এখন ইউক্রেনীয় বাহিনীর হাতে। স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার পরিস্থিতি। রুশ সেনাদের চলে যাওয়াকে নিজেদের বিজয় হিসেবে দেখছে কিয়েভ। কিন্তু যুদ্ধবিধ্বস্ত শহরের সবখানে এখনো লড়াইয়ের ক্ষত। পানি নেই, বিদ্যুৎ সরবরাহ বন্ধ, এমনকি পাওয়া যাচ্ছে না ইন্টারনেট সংযোগও।
আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, রাশিয়ার বিরুদ্ধে খেরসনের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো ধ্বংসের অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ বাহিনী খেরসন ছাড়ার আগে শহরটির যোগাযোগব্যবস্থা, পানি ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন তিনি।
শনিবার (১২ নভেম্বর) এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘পালিয়ে যাওয়ার আগে রুশ বাহিনী খেরসনের যোগাযোগ, পানি, তাপ ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার ব্যাপক ক্ষতি করে গেছে। তবে বিশ্বাস করুন, আমরা সবকিছু দ্রুত সামলে নিতে পারব।’
এর আগে শুক্রবার (১১ নভেম্বর) ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিশেষ ইউনিট খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে বলে নিশ্চিত করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সামরিক অভিযান শুরুর কিছুদিন পরই খেরসন দখলে নেয় রাশিয়ার সেনারা। শুক্রবার রুশ সেনারা শহরটি ছেড়ে যাওয়ার পর বাসিন্দাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পেরে আনন্দে উচ্ছ্বসিত বাসিন্দারা শহরটির কেন্দ্রে জাতীয় সংগীত গেয়ে ও জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করেন। এ ছাড়া শহরে ফিরে আসা ইউক্রেনীয় সৈন্যদের আলিঙ্গন করে অভিনন্দন জানাচ্ছেন অনেকে।

অধিকৃত খেরসন থেকে রাশিয়ার সেনারা চলে যাওয়ার পর শহরটির দখল এখন ইউক্রেনীয় বাহিনীর হাতে। স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার পরিস্থিতি। রুশ সেনাদের চলে যাওয়াকে নিজেদের বিজয় হিসেবে দেখছে কিয়েভ। কিন্তু যুদ্ধবিধ্বস্ত শহরের সবখানে এখনো লড়াইয়ের ক্ষত। পানি নেই, বিদ্যুৎ সরবরাহ বন্ধ, এমনকি পাওয়া যাচ্ছে না ইন্টারনেট সংযোগও।
আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, রাশিয়ার বিরুদ্ধে খেরসনের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো ধ্বংসের অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ বাহিনী খেরসন ছাড়ার আগে শহরটির যোগাযোগব্যবস্থা, পানি ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন তিনি।
শনিবার (১২ নভেম্বর) এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘পালিয়ে যাওয়ার আগে রুশ বাহিনী খেরসনের যোগাযোগ, পানি, তাপ ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার ব্যাপক ক্ষতি করে গেছে। তবে বিশ্বাস করুন, আমরা সবকিছু দ্রুত সামলে নিতে পারব।’
এর আগে শুক্রবার (১১ নভেম্বর) ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিশেষ ইউনিট খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে বলে নিশ্চিত করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সামরিক অভিযান শুরুর কিছুদিন পরই খেরসন দখলে নেয় রাশিয়ার সেনারা। শুক্রবার রুশ সেনারা শহরটি ছেড়ে যাওয়ার পর বাসিন্দাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পেরে আনন্দে উচ্ছ্বসিত বাসিন্দারা শহরটির কেন্দ্রে জাতীয় সংগীত গেয়ে ও জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করেন। এ ছাড়া শহরে ফিরে আসা ইউক্রেনীয় সৈন্যদের আলিঙ্গন করে অভিনন্দন জানাচ্ছেন অনেকে।

২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
১৯ মিনিট আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
১ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৩ ঘণ্টা আগে
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সং
৩ ঘণ্টা আগে