
ইউক্রেনে নতুন বছর শুরু হয়েছে রুশ বাহিনীর হামলার মাধ্যমে। নববর্ষ উদ্যাপন শুরুর আধা ঘণ্টা পরেই বেশ কয়েকবার কিয়েভে হামলা করেছে রাশিয়ার সেনাবাহিনী। এ ছাড়া নতুন বছর উদ্যাপনের আগের দিনেও ইউক্রেনের রাজধানী ও অন্যান্য শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেছেন, নতুন বছরের প্রথম হামলাটি হয়েছে কিয়েভে রাত সাড়ে ১২টার দিকে। এ ছাড়া মাইকোলিভ ও খমেলনিতস্কি জেলায়ও হামলা করেছে রুশ বাহিনী। তবে প্রাথমিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে গতকাল শনিবারের হামলায় একজন মারা গেছেন এবং ২২ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন ভিটালি ক্লিটসকো।
এএফপির একজন সাংবাদিক বলেছেন, ‘গতকাল রাতে একটি বিস্ফোরণ হয়েছে কিয়েভের চার তারকা হোটেল আলফাভিতোয়। ফলে এর কোনার একটি অংশ ভেঙে রাস্তায় পড়েছে।’
২৩ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা ইয়ারোস্লাভ মুতেনকো জানিয়েছেন, তিনি ওই হোটেলের কাছাকাছি একটি ভবনে বাস করেন। নতুন বছরের পার্টিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, সেই সময়ে বিস্ফোরণের শব্দ শুনেছেন।
একজন স্থানীয় কর্মকর্তা বলেছেন, দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলিভের হামলায় সাতজন আহত হয়েছেন। মাইকোলিভের মেয়র ওলেক্সান্ডার সিয়েনকিভিচ এর আগে বলেছিলেন, হামলার কারণে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের পশ্চিমে খমেলনিতস্কি অঞ্চলেও রুশ বাহিনী হামলা করেছে বলে জানিয়েছেন গভর্নর সের্গি গামালি। তিনি বলেছেন, ‘হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। এ ছাড়া হামলার কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো শহর।’
এর আগে শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ‘আমরা বিজয়ী না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব। একটি দল হিসেবে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাচ্ছি।’
এদিকে নতুন বছরের শুরুতে মধ্যরাতে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি রাশিয়ার নাগরিকদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধ ঐতিহাসিকভাবে সঠিক সিদ্ধান্ত। নৈতিকতা ও ন্যায্যতা আমাদের পক্ষে রয়েছে।’

ইউক্রেনে নতুন বছর শুরু হয়েছে রুশ বাহিনীর হামলার মাধ্যমে। নববর্ষ উদ্যাপন শুরুর আধা ঘণ্টা পরেই বেশ কয়েকবার কিয়েভে হামলা করেছে রাশিয়ার সেনাবাহিনী। এ ছাড়া নতুন বছর উদ্যাপনের আগের দিনেও ইউক্রেনের রাজধানী ও অন্যান্য শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেছেন, নতুন বছরের প্রথম হামলাটি হয়েছে কিয়েভে রাত সাড়ে ১২টার দিকে। এ ছাড়া মাইকোলিভ ও খমেলনিতস্কি জেলায়ও হামলা করেছে রুশ বাহিনী। তবে প্রাথমিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে গতকাল শনিবারের হামলায় একজন মারা গেছেন এবং ২২ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন ভিটালি ক্লিটসকো।
এএফপির একজন সাংবাদিক বলেছেন, ‘গতকাল রাতে একটি বিস্ফোরণ হয়েছে কিয়েভের চার তারকা হোটেল আলফাভিতোয়। ফলে এর কোনার একটি অংশ ভেঙে রাস্তায় পড়েছে।’
২৩ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা ইয়ারোস্লাভ মুতেনকো জানিয়েছেন, তিনি ওই হোটেলের কাছাকাছি একটি ভবনে বাস করেন। নতুন বছরের পার্টিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, সেই সময়ে বিস্ফোরণের শব্দ শুনেছেন।
একজন স্থানীয় কর্মকর্তা বলেছেন, দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলিভের হামলায় সাতজন আহত হয়েছেন। মাইকোলিভের মেয়র ওলেক্সান্ডার সিয়েনকিভিচ এর আগে বলেছিলেন, হামলার কারণে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের পশ্চিমে খমেলনিতস্কি অঞ্চলেও রুশ বাহিনী হামলা করেছে বলে জানিয়েছেন গভর্নর সের্গি গামালি। তিনি বলেছেন, ‘হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। এ ছাড়া হামলার কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো শহর।’
এর আগে শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ‘আমরা বিজয়ী না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব। একটি দল হিসেবে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাচ্ছি।’
এদিকে নতুন বছরের শুরুতে মধ্যরাতে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি রাশিয়ার নাগরিকদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধ ঐতিহাসিকভাবে সঠিক সিদ্ধান্ত। নৈতিকতা ও ন্যায্যতা আমাদের পক্ষে রয়েছে।’

ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসীর জন্য সবটুকু আশার আলো যেন নিভে যেতে বসেছে। উপত্যকার কয়েক ডজন আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা ওই অঞ্চলে জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রমকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বুধবার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তির লক্ষ্যমাত্রা থেকে তাঁর দেশ আর মাত্র ‘১০ শতাংশ’ দূরে। তবে তিনি সতর্ক করে বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত এবং মস্কোকে পুরস্কৃত করার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
১৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
১৫ ঘণ্টা আগে