
ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করায় জার্মানির রাজধানী বার্লিনে অন্তত ১০ হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বিশৃঙ্খলা ঠেকাতে হাজার হাজার পুলিশ মোতায়েন করেছে জার্মান সরকার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটেছে।
জার্মানির বামপন্থী ডাই লিংক পার্টির সদস্য সাহরা ওয়াগেনকনেখ্ট এ বিক্ষোভের ডাক দিয়েছেন। বিক্ষোভ আয়োজনকারীরা তাদের ওয়েবসাইটে বলেছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে ক্রমবর্ধমান অস্ত্র সরবরাহ বন্ধ করতে আমরা জার্মান চ্যান্সেলরকে আহ্বান জানাচ্ছি। কারণ প্রতিদিন সেখানে অন্তত ১ হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। পরিস্থিতি ক্রমশ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাচ্ছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর পূর্তি হয়েছে। এ যুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে জার্মানি ও যুক্তরাষ্ট্র।
বিক্ষোভকারীরা অসংখ্য ব্যানার নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। একটি ব্যানারে লেখা ছিল—‘আপনার আলোচনা করুন। যুদ্ধকে দীর্ঘায়িত করবেন না। এটা আমাদের যুদ্ধ নয়।’
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, মধ্য বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের চারপাশে অন্তত ১০ হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। পরিস্থিতি শান্ত রাখতে ১ হাজার ৪০০ পুলিশ মোতায়েন করা হয়েছিল।
বিক্ষোভে যারা অংশ নিয়েছিলেন তারা সবাই বামপন্থী বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র। জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনার বলেছেন, বিক্ষোভটি শান্তিপূর্ণ ছিল। তারপরও এ ধরনের বিক্ষোভের বিরোধিতা করা উচিত। কারণ এই মুহূর্তে কেউ যদি ইউক্রেনের পাশে না দাঁড়ায়, তিনি নিশ্চিতভাবেই ইতিহাস ভুলে আছেন।
গত মাসে ইউক্রেনকে লেপার্ড ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস অন্তত ১৪টি ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
অন্যদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ৩০ থেকে ৫০টি আব্রাম ট্যাংক পাঠাতে পারে। যদিও ঠিক কবে নাগাদ এই ট্যাংক পাঠানো হবে, সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো খবর পাওয়া যায়নি।

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করায় জার্মানির রাজধানী বার্লিনে অন্তত ১০ হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বিশৃঙ্খলা ঠেকাতে হাজার হাজার পুলিশ মোতায়েন করেছে জার্মান সরকার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটেছে।
জার্মানির বামপন্থী ডাই লিংক পার্টির সদস্য সাহরা ওয়াগেনকনেখ্ট এ বিক্ষোভের ডাক দিয়েছেন। বিক্ষোভ আয়োজনকারীরা তাদের ওয়েবসাইটে বলেছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে ক্রমবর্ধমান অস্ত্র সরবরাহ বন্ধ করতে আমরা জার্মান চ্যান্সেলরকে আহ্বান জানাচ্ছি। কারণ প্রতিদিন সেখানে অন্তত ১ হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। পরিস্থিতি ক্রমশ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাচ্ছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর পূর্তি হয়েছে। এ যুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে জার্মানি ও যুক্তরাষ্ট্র।
বিক্ষোভকারীরা অসংখ্য ব্যানার নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। একটি ব্যানারে লেখা ছিল—‘আপনার আলোচনা করুন। যুদ্ধকে দীর্ঘায়িত করবেন না। এটা আমাদের যুদ্ধ নয়।’
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, মধ্য বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের চারপাশে অন্তত ১০ হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। পরিস্থিতি শান্ত রাখতে ১ হাজার ৪০০ পুলিশ মোতায়েন করা হয়েছিল।
বিক্ষোভে যারা অংশ নিয়েছিলেন তারা সবাই বামপন্থী বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র। জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনার বলেছেন, বিক্ষোভটি শান্তিপূর্ণ ছিল। তারপরও এ ধরনের বিক্ষোভের বিরোধিতা করা উচিত। কারণ এই মুহূর্তে কেউ যদি ইউক্রেনের পাশে না দাঁড়ায়, তিনি নিশ্চিতভাবেই ইতিহাস ভুলে আছেন।
গত মাসে ইউক্রেনকে লেপার্ড ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস অন্তত ১৪টি ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
অন্যদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ৩০ থেকে ৫০টি আব্রাম ট্যাংক পাঠাতে পারে। যদিও ঠিক কবে নাগাদ এই ট্যাংক পাঠানো হবে, সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো খবর পাওয়া যায়নি।

গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
১ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৩ ঘণ্টা আগে
দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৫ ঘণ্টা আগে