
ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের কাছে যুদ্ধ করার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ‘পরমাণুকেন্দ্রটি ধ্বংস হলে, তা হবে আত্মহত্যার শামিল।’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে লভিভে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
গত এপ্রিলের পর প্রথমবারের মতো গুতেরেস ও জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবারের এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনিও জাতিসংঘের প্রধানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলেছেন, পরমাণুকেন্দ্র ধ্বংস হলে আরেকটি চেরনোবিল বিপর্যয় দেখা দিতে পারে।
গত মার্চে জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের আশপাশের অঞ্চল দখল করে নিয়েছে রুশ বাহিনী। এরপর থেকে এই এলাকায় যুদ্ধের তীব্রতা বেড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিদ্যুৎকেন্দ্রের আশপাশে কামানের ভারী গোলার বিস্ফোরণ বেড়েছে। এসব হামলার জন্য কিয়েভ ও মস্কো পরস্পরকে দায়ী করছে।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়া ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎকেন্দ্রের আশপাশে হামলা করছে। বিশ্ব এখন পরমাণু বিপর্যয়ের দ্বারপ্রান্তে। রাশিয়া দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে।’
লভিভের বৈঠকে তিন নেতাই (গুতেরেস, জেলেনস্কি ও এরদোয়ান) এই অঞ্চলকে নিরস্ত্রীকরণ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের তথ্য সুরক্ষা কেন্দ্র এক টুইটার পোস্টে বলেছে, রুশ বাহিনী ক্রমাগত উসকানি দিয়ে যাচ্ছে। তারা যেভাবে গোলাবর্ষণ করছে, তাতে মনে হচ্ছে পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে তারা সত্যি সত্যি হামলা চালাতে পারে।
তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধটি আলোচনার টেবিলে শেষ হবে বলে তিনি বিশ্বাস করেন।

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের কাছে যুদ্ধ করার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ‘পরমাণুকেন্দ্রটি ধ্বংস হলে, তা হবে আত্মহত্যার শামিল।’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে লভিভে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
গত এপ্রিলের পর প্রথমবারের মতো গুতেরেস ও জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবারের এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনিও জাতিসংঘের প্রধানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলেছেন, পরমাণুকেন্দ্র ধ্বংস হলে আরেকটি চেরনোবিল বিপর্যয় দেখা দিতে পারে।
গত মার্চে জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের আশপাশের অঞ্চল দখল করে নিয়েছে রুশ বাহিনী। এরপর থেকে এই এলাকায় যুদ্ধের তীব্রতা বেড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিদ্যুৎকেন্দ্রের আশপাশে কামানের ভারী গোলার বিস্ফোরণ বেড়েছে। এসব হামলার জন্য কিয়েভ ও মস্কো পরস্পরকে দায়ী করছে।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়া ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎকেন্দ্রের আশপাশে হামলা করছে। বিশ্ব এখন পরমাণু বিপর্যয়ের দ্বারপ্রান্তে। রাশিয়া দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে।’
লভিভের বৈঠকে তিন নেতাই (গুতেরেস, জেলেনস্কি ও এরদোয়ান) এই অঞ্চলকে নিরস্ত্রীকরণ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের তথ্য সুরক্ষা কেন্দ্র এক টুইটার পোস্টে বলেছে, রুশ বাহিনী ক্রমাগত উসকানি দিয়ে যাচ্ছে। তারা যেভাবে গোলাবর্ষণ করছে, তাতে মনে হচ্ছে পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে তারা সত্যি সত্যি হামলা চালাতে পারে।
তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধটি আলোচনার টেবিলে শেষ হবে বলে তিনি বিশ্বাস করেন।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৪ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৫ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৬ ঘণ্টা আগে