
রাশিয়ার ভূখণ্ডে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার পর ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের প্রতি নতুন হুঁশিয়ারি দিয়েছে মস্কো। বলেছে, ইউক্রেন দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার তাদের ভূখণ্ডে আঘাত হানার মাধ্যমে ‘পশ্চিমা বিশ্ব আরোপিত যুদ্ধের নতুন পর্যায়’ সূচনা করেছে। মস্কো জানিয়েছে, তারা এই হামলার ‘উপযুক্ত প্রতিক্রিয়া’ জানাবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি রুশ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন। ওয়াশিংটন ইউক্রেনকে তাদের সরবরাহ করা দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমতি দেওয়ার কয়েক দিন পর এই ঘটনা ঘটল।
মস্কো জানিয়েছে, ইউক্রেন মোট ৬টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে পাঁচটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র স্থাপনার আংশিক ক্ষতি করেছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল মঙ্গলবার ব্রাজিলে জি-২০ সম্মেলনে বলেন, ‘এটি স্পষ্ট যে তারা (ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো) উত্তেজনা আরও বাড়াতে চায়। আমরা এটিকে পশ্চিমা যুদ্ধের নতুন এক পর্যায় হিসেবে দেখছি। আমরা এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেব।’
লাভরভ ওয়াশিংটনকে অভিযুক্ত করে বলেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র পরিচালনায় সহায়তা করছে।’ রাশিয়ার দীর্ঘদিনের দাবি, এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের মাধ্যমে পরিচালিত হয় এবং এতে মার্কিন স্যাটেলাইটের সহায়তা প্রয়োজন।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, তাঁর দেশ দীর্ঘ পাল্লার আক্রমণ চালানোর জন্য বিভিন্ন অংশীদারের সমর্থন পেতে কাজ করছে। ব্রায়ানস্ক অঞ্চলে হামলা প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন এখন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র এবং নিজেদের দীর্ঘ পাল্লার অস্ত্র উভয়ই ব্যবহার করছে। আমাদের যা কিছু আছে, তা পুরোপুরি ব্যবহার করব।’
রাশিয়া দাবি করলেও এই হামলার বিষয়ে ইউক্রেনের সামরিক বাহিনী সরাসরি এখনো কোনো তথ্য জানায়নি। তবে, এক ইউক্রেনীয় ও একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইউক্রেন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

রাশিয়ার ভূখণ্ডে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার পর ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের প্রতি নতুন হুঁশিয়ারি দিয়েছে মস্কো। বলেছে, ইউক্রেন দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার তাদের ভূখণ্ডে আঘাত হানার মাধ্যমে ‘পশ্চিমা বিশ্ব আরোপিত যুদ্ধের নতুন পর্যায়’ সূচনা করেছে। মস্কো জানিয়েছে, তারা এই হামলার ‘উপযুক্ত প্রতিক্রিয়া’ জানাবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি রুশ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন। ওয়াশিংটন ইউক্রেনকে তাদের সরবরাহ করা দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমতি দেওয়ার কয়েক দিন পর এই ঘটনা ঘটল।
মস্কো জানিয়েছে, ইউক্রেন মোট ৬টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে পাঁচটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র স্থাপনার আংশিক ক্ষতি করেছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল মঙ্গলবার ব্রাজিলে জি-২০ সম্মেলনে বলেন, ‘এটি স্পষ্ট যে তারা (ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো) উত্তেজনা আরও বাড়াতে চায়। আমরা এটিকে পশ্চিমা যুদ্ধের নতুন এক পর্যায় হিসেবে দেখছি। আমরা এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেব।’
লাভরভ ওয়াশিংটনকে অভিযুক্ত করে বলেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র পরিচালনায় সহায়তা করছে।’ রাশিয়ার দীর্ঘদিনের দাবি, এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের মাধ্যমে পরিচালিত হয় এবং এতে মার্কিন স্যাটেলাইটের সহায়তা প্রয়োজন।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, তাঁর দেশ দীর্ঘ পাল্লার আক্রমণ চালানোর জন্য বিভিন্ন অংশীদারের সমর্থন পেতে কাজ করছে। ব্রায়ানস্ক অঞ্চলে হামলা প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন এখন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র এবং নিজেদের দীর্ঘ পাল্লার অস্ত্র উভয়ই ব্যবহার করছে। আমাদের যা কিছু আছে, তা পুরোপুরি ব্যবহার করব।’
রাশিয়া দাবি করলেও এই হামলার বিষয়ে ইউক্রেনের সামরিক বাহিনী সরাসরি এখনো কোনো তথ্য জানায়নি। তবে, এক ইউক্রেনীয় ও একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইউক্রেন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৪ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৬ ঘণ্টা আগে
কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
৭ ঘণ্টা আগে