
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিচারের মুখোমুখি করতে চায় ইউক্রেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, যুদ্ধ শুরুর জন্য পুতিন ও তাঁর শীর্ষ সামরিক কমান্ডারদের বিচারের পরিকল্পনা করছে কিয়েভ।
ইউক্রেনের প্রেসিডেন্টের প্রশাসনের উপপ্রধান আন্দ্রি মিরনভের নেতৃত্বে একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা করা হচ্ছে, যেটি রাশিয়ার ‘আগ্রাসনের অপরাধ’ তদন্ত করবে।
‘আগ্রাসনমূলক অপরাধের’ ব্যাখ্যায় ২০১০ সালে গ্রহণ করা রোম আইনের কথা বলা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ ও টোকিও বিচারের ক্ষেত্রে ব্যবহৃত ‘শান্তিবিরোধী অপরাধের’ বিষয়ে একই ধারণার কথা উল্লেখ করা হয়।
বিশেষ এই ট্রাইব্যুনালের মাধ্যমে ইউক্রেনে রাশিয়ার ‘আগ্রাসন অপরাধের’ তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার করা হবে। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত ইউক্রেনে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার তদন্ত করছে।
আন্দ্রি মিরনভ এএফপিকে বলেন, ‘এই আদালত ইউক্রেন যুদ্ধ যিনি শুরু করেছেন, তাঁর ও অন্য অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার একমাত্র উপায়। বিশ্ব অনেক কিছু দ্রুত ভুলে যায়। তাই আগামী বছরই এই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘ইউক্রেন কর্তৃপক্ষ জানে, অভিযুক্তরা ট্রাইব্যুনালে উপস্থিত থাকবেন না। তবে ট্রাইব্যুনাল তাঁদের অপরাধী হিসেবে চিহ্নিত করতে কাজ করবে। তাঁরা সভ্য বিশ্বে ভ্রমণ করতে পারবেন না।’
ইউক্রেনীয় কৌঁসুলিরা আগ্রাসনের জন্য এখন পর্যন্ত প্রায় ৬০০ সন্দেহভাজনকে চিহ্নিত করেছেন। তাঁদের মধ্যে জ্যেষ্ঠ রুশ সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ ও ভাষ্যকার রয়েছেন। ট্রাইব্যুনাল গঠনের জন্য একটি আন্তর্জাতিক চুক্তির খসড়া তৈরি করা হয়েছে, যা সরকার কর্তৃক স্বাক্ষরের জন্য প্রস্তুত।
রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের নামে চলমান এই আগ্রাসনে কয়েক হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইউক্রেনের প্রায় দেড় কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু শহর।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিচারের মুখোমুখি করতে চায় ইউক্রেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, যুদ্ধ শুরুর জন্য পুতিন ও তাঁর শীর্ষ সামরিক কমান্ডারদের বিচারের পরিকল্পনা করছে কিয়েভ।
ইউক্রেনের প্রেসিডেন্টের প্রশাসনের উপপ্রধান আন্দ্রি মিরনভের নেতৃত্বে একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা করা হচ্ছে, যেটি রাশিয়ার ‘আগ্রাসনের অপরাধ’ তদন্ত করবে।
‘আগ্রাসনমূলক অপরাধের’ ব্যাখ্যায় ২০১০ সালে গ্রহণ করা রোম আইনের কথা বলা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ ও টোকিও বিচারের ক্ষেত্রে ব্যবহৃত ‘শান্তিবিরোধী অপরাধের’ বিষয়ে একই ধারণার কথা উল্লেখ করা হয়।
বিশেষ এই ট্রাইব্যুনালের মাধ্যমে ইউক্রেনে রাশিয়ার ‘আগ্রাসন অপরাধের’ তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার করা হবে। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত ইউক্রেনে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার তদন্ত করছে।
আন্দ্রি মিরনভ এএফপিকে বলেন, ‘এই আদালত ইউক্রেন যুদ্ধ যিনি শুরু করেছেন, তাঁর ও অন্য অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার একমাত্র উপায়। বিশ্ব অনেক কিছু দ্রুত ভুলে যায়। তাই আগামী বছরই এই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘ইউক্রেন কর্তৃপক্ষ জানে, অভিযুক্তরা ট্রাইব্যুনালে উপস্থিত থাকবেন না। তবে ট্রাইব্যুনাল তাঁদের অপরাধী হিসেবে চিহ্নিত করতে কাজ করবে। তাঁরা সভ্য বিশ্বে ভ্রমণ করতে পারবেন না।’
ইউক্রেনীয় কৌঁসুলিরা আগ্রাসনের জন্য এখন পর্যন্ত প্রায় ৬০০ সন্দেহভাজনকে চিহ্নিত করেছেন। তাঁদের মধ্যে জ্যেষ্ঠ রুশ সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ ও ভাষ্যকার রয়েছেন। ট্রাইব্যুনাল গঠনের জন্য একটি আন্তর্জাতিক চুক্তির খসড়া তৈরি করা হয়েছে, যা সরকার কর্তৃক স্বাক্ষরের জন্য প্রস্তুত।
রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের নামে চলমান এই আগ্রাসনে কয়েক হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইউক্রেনের প্রায় দেড় কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু শহর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
২ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৪ ঘণ্টা আগে
দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৫ ঘণ্টা আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৬ ঘণ্টা আগে