
তাইওয়ান ইস্যুতে বলপ্রয়োগ থেকে চীন সরে আসবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। একই সঙ্গে তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা তিনি নেবেন বলেও জানিয়েছেন। আজ রোববার চীনের ঐতিহাসিক কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০তম কংগ্রেসে দেওয়া বক্তব্যে সি এসব বলেছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
সি তাঁর বক্তব্যে হংকং ইস্যু ও কোভিড নীতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গে কথা বলেছেন।
সি চিনপিং বলেছেন, ‘আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে এবং শান্তিপূর্ণ উপায়ে তাইওয়ানকে একীভূত করার চেষ্টা চালিয়ে যাব। এই ইস্যুতে আমরা কখনোই শক্তি প্রয়োগ থেকে সরে আসার প্রতিশ্রুতি দেব না।’
সি আরও বলেছেন, ‘হংকংয়ের পরিস্থিতির ওপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আর তাইওয়ানে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ও তৃতীয় শক্তির হস্তক্ষেপ চীন কখনো মেনে নেবে না।’
তাইওয়ান সমস্যা চীনা জনগণের নিজস্ব বিষয় বলেও জানান তিনি। সি বলেন, তাইওয়ান সমস্যার সমাধান করা চীনের জনগণ নিজেরাই করবে। এ সময় তিনি আরও বলেন, আমাদের সম্পূর্ণ পুনরেকত্রীকরণকে বাস্তবায়িত করতেই হবে।
বিগত ১০ বছর ধরে চীনের রাষ্ট্রক্ষমতায় রয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। দেশটির সর্বোচ্চ পদে রয়েছেন সি চিনপিং। তিন দশকের নিয়ম ভেঙে তিনি আবারও দল ও দেশের সর্বোচ্চে অধিষ্ঠিত হতে যাচ্ছেন।
চীন সব সময় তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। যদিও তাইওয়ান সব সময় চীনের নিয়ন্ত্রণের বাইরে। তাইওয়ান সরকার নিজেদের স্বায়ত্বশাসিত ভূখণ্ড বলে দাবি করে আসছে।

তাইওয়ান ইস্যুতে বলপ্রয়োগ থেকে চীন সরে আসবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। একই সঙ্গে তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা তিনি নেবেন বলেও জানিয়েছেন। আজ রোববার চীনের ঐতিহাসিক কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০তম কংগ্রেসে দেওয়া বক্তব্যে সি এসব বলেছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
সি তাঁর বক্তব্যে হংকং ইস্যু ও কোভিড নীতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গে কথা বলেছেন।
সি চিনপিং বলেছেন, ‘আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে এবং শান্তিপূর্ণ উপায়ে তাইওয়ানকে একীভূত করার চেষ্টা চালিয়ে যাব। এই ইস্যুতে আমরা কখনোই শক্তি প্রয়োগ থেকে সরে আসার প্রতিশ্রুতি দেব না।’
সি আরও বলেছেন, ‘হংকংয়ের পরিস্থিতির ওপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আর তাইওয়ানে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ও তৃতীয় শক্তির হস্তক্ষেপ চীন কখনো মেনে নেবে না।’
তাইওয়ান সমস্যা চীনা জনগণের নিজস্ব বিষয় বলেও জানান তিনি। সি বলেন, তাইওয়ান সমস্যার সমাধান করা চীনের জনগণ নিজেরাই করবে। এ সময় তিনি আরও বলেন, আমাদের সম্পূর্ণ পুনরেকত্রীকরণকে বাস্তবায়িত করতেই হবে।
বিগত ১০ বছর ধরে চীনের রাষ্ট্রক্ষমতায় রয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। দেশটির সর্বোচ্চ পদে রয়েছেন সি চিনপিং। তিন দশকের নিয়ম ভেঙে তিনি আবারও দল ও দেশের সর্বোচ্চে অধিষ্ঠিত হতে যাচ্ছেন।
চীন সব সময় তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। যদিও তাইওয়ান সব সময় চীনের নিয়ন্ত্রণের বাইরে। তাইওয়ান সরকার নিজেদের স্বায়ত্বশাসিত ভূখণ্ড বলে দাবি করে আসছে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৪ ঘণ্টা আগে