আজকের পত্রিকা ডেস্ক

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কিরগিজস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর ওশ থেকে সরিয়ে ফেলা হয়েছে বিপ্লবী সোভিয়েত নেতা ভ্লাদিমির লেনিনের একটি বিশাল ভাস্কর্য। মধ্য এশিয়ার মধ্যে লেনিনের এই ভাস্কর্যটি সর্বোচ্চ উচ্চতার মূর্তি হিসেবে পরিচিত ছিল।
রোববার সিএনএন জানিয়েছে, ১৯৭৫ সালে কিরগিজস্তান যখন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, তখন ২৩ মিটার (৭৫ ফুট) উচ্চতার এই মূর্তিটি স্থাপন করা হয়। গতকাল শনিবার অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি ক্রেনের সাহায্যে মূর্তিটি নামিয়ে মাটিতে শুইয়ে রাখা হয়েছে।
অতীতে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এমন অনেক দেশ বর্তমানে তাদের জাতীয় পরিচয় পুনর্গঠনের চেষ্টা করছে। এর ফলে এসব দেশ রাশিয়ার সঙ্গে আগের সম্পর্ককে মুছে ফেলার চেষ্টা করছে। তবে ওশ শহরের মূর্তিটি অনেকটা নীরবেই সরিয়ে ফেলা হয়েছে। কিরগিজ কর্তৃপক্ষ এটিকে স্বাভাবিক শহর পরিকল্পনার অংশ হিসেবে উপস্থাপন করেছে।
এক বিবৃতিতে ওশ সিটি হল জানিয়েছে, মূর্তি অপসারণ একটি সাধারণ প্রক্রিয়া, এলাকার স্থাপত্য ও নান্দনিক রূপ উন্নত করাই এর উদ্দেশ্য।
কর্মকর্তারা আরও জানান, শুধু কিরগিজস্তান নয়, রাশিয়ারও সেন্ট পিটার্সবার্গ ও বেলগোরদসহ বিভিন্ন শহর থেকে লেনিনের মূর্তি সরানো হয়েছে কিংবা স্থানান্তর করা হয়েছে। তাই মূর্তি সরানোর বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা উচিত নয়।
তারা জানিয়েছেন, ইতিপূর্বে কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে লেনিনের আরেকটি মূর্তি সরিয়ে তার স্থানে যে পতাকাদণ্ড স্থাপন করা হয়েছিল, ঠিক তেমনি ওশ শহরেও একটি পতাকাদণ্ড স্থাপন করা হবে।
এই ঘটনা এমন এক সময় ঘটল যখন কিরগিজস্তানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া সম্প্রতি মস্কোর একটি ব্যস্ততম মেট্রো স্টেশনে নৃশংস সোভিয়েত একনায়ক জোসেফ স্তালিনের একটি মূর্তি উন্মোচন করেছে।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কিরগিজস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর ওশ থেকে সরিয়ে ফেলা হয়েছে বিপ্লবী সোভিয়েত নেতা ভ্লাদিমির লেনিনের একটি বিশাল ভাস্কর্য। মধ্য এশিয়ার মধ্যে লেনিনের এই ভাস্কর্যটি সর্বোচ্চ উচ্চতার মূর্তি হিসেবে পরিচিত ছিল।
রোববার সিএনএন জানিয়েছে, ১৯৭৫ সালে কিরগিজস্তান যখন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, তখন ২৩ মিটার (৭৫ ফুট) উচ্চতার এই মূর্তিটি স্থাপন করা হয়। গতকাল শনিবার অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি ক্রেনের সাহায্যে মূর্তিটি নামিয়ে মাটিতে শুইয়ে রাখা হয়েছে।
অতীতে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এমন অনেক দেশ বর্তমানে তাদের জাতীয় পরিচয় পুনর্গঠনের চেষ্টা করছে। এর ফলে এসব দেশ রাশিয়ার সঙ্গে আগের সম্পর্ককে মুছে ফেলার চেষ্টা করছে। তবে ওশ শহরের মূর্তিটি অনেকটা নীরবেই সরিয়ে ফেলা হয়েছে। কিরগিজ কর্তৃপক্ষ এটিকে স্বাভাবিক শহর পরিকল্পনার অংশ হিসেবে উপস্থাপন করেছে।
এক বিবৃতিতে ওশ সিটি হল জানিয়েছে, মূর্তি অপসারণ একটি সাধারণ প্রক্রিয়া, এলাকার স্থাপত্য ও নান্দনিক রূপ উন্নত করাই এর উদ্দেশ্য।
কর্মকর্তারা আরও জানান, শুধু কিরগিজস্তান নয়, রাশিয়ারও সেন্ট পিটার্সবার্গ ও বেলগোরদসহ বিভিন্ন শহর থেকে লেনিনের মূর্তি সরানো হয়েছে কিংবা স্থানান্তর করা হয়েছে। তাই মূর্তি সরানোর বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা উচিত নয়।
তারা জানিয়েছেন, ইতিপূর্বে কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে লেনিনের আরেকটি মূর্তি সরিয়ে তার স্থানে যে পতাকাদণ্ড স্থাপন করা হয়েছিল, ঠিক তেমনি ওশ শহরেও একটি পতাকাদণ্ড স্থাপন করা হবে।
এই ঘটনা এমন এক সময় ঘটল যখন কিরগিজস্তানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া সম্প্রতি মস্কোর একটি ব্যস্ততম মেট্রো স্টেশনে নৃশংস সোভিয়েত একনায়ক জোসেফ স্তালিনের একটি মূর্তি উন্মোচন করেছে।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
১১ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
১১ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদিবিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদিবিদ্বেষী ঘি ঢালার সমান।
১২ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
১৪ ঘণ্টা আগে