
ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘাতপূর্ণ আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পর বন্দিবিনিময় ও দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণে সম্মত হয়েছে। গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দেশ দুটি এ কথা জানিয়েছে। বিরোধপূর্ণ ভূখণ্ড নিয়ে তিন দশকের সংঘাতের পর এ সমঝোতায় পৌঁছাল দুই দেশ। খবর এএফপির।
বিবদমান নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে প্রতিবেশী দুই রাষ্ট্র দীর্ঘদিন ধরে লড়াই করছে, যা গত সেপ্টেম্বরে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের পর আজারবাইজান পুনরুদ্ধার করে।
উভয় দেশই জানিয়েছিল, চলতি বছরের শেষ নাগাদ একটি শান্তিচুক্তি সই হতে পারে। তবে আলাদাভাবে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় হওয়া শান্তি আলোচনায় অগ্রগতি দেখা গেছে খুব সামান্যই।
দুপক্ষই বৃহস্পতিবারের যৌথ বিবৃতিতে বলেছে, ওই অঞ্চলে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ কাজে লাগাতে তারা সম্মত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশ দুটি আবারও দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে নিজেদের ইচ্ছার কথা নিশ্চিত করেছে।
যৌথ বিবৃতি অনুযায়ী, বাকু ৩২ আর্মেনীয় যুদ্ধবন্দীকে আর ইয়েরেভান আজারবাইজানের দুই সেনাকে মুক্তি দেবে। এ ছাড়া উভয় দেশ আরও আস্থা তৈরির ব্যবস্থা গ্রহণ, অদূর-ভবিষ্যতে কার্যকর আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।
কপ সম্মেলন নামে পরিচিত বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিবছরই কোনো না কোনো দেশে এই সম্মেলনের আয়োজন হয়। এবার এই সম্মেলন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে। আগামী বছর এটি পূর্ব ইউরোপের কোনো দেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ভালো সম্পর্কের সংকেত হিসেবে আগামী বছর আর্মেনিয়া জলবায়ু সম্মেলন আয়োজনে আজারবাইজানকে সমর্থন দিচ্ছে এবং নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছে। বিবৃতিতে আরও বলা হয়, উভয় দেশই আশা করে পূর্ব ইউরোপীয় অন্য দেশগুলোও আজারবাইজানকে সমর্থন দেবে।

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘাতপূর্ণ আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পর বন্দিবিনিময় ও দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণে সম্মত হয়েছে। গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দেশ দুটি এ কথা জানিয়েছে। বিরোধপূর্ণ ভূখণ্ড নিয়ে তিন দশকের সংঘাতের পর এ সমঝোতায় পৌঁছাল দুই দেশ। খবর এএফপির।
বিবদমান নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে প্রতিবেশী দুই রাষ্ট্র দীর্ঘদিন ধরে লড়াই করছে, যা গত সেপ্টেম্বরে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের পর আজারবাইজান পুনরুদ্ধার করে।
উভয় দেশই জানিয়েছিল, চলতি বছরের শেষ নাগাদ একটি শান্তিচুক্তি সই হতে পারে। তবে আলাদাভাবে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় হওয়া শান্তি আলোচনায় অগ্রগতি দেখা গেছে খুব সামান্যই।
দুপক্ষই বৃহস্পতিবারের যৌথ বিবৃতিতে বলেছে, ওই অঞ্চলে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ কাজে লাগাতে তারা সম্মত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশ দুটি আবারও দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে নিজেদের ইচ্ছার কথা নিশ্চিত করেছে।
যৌথ বিবৃতি অনুযায়ী, বাকু ৩২ আর্মেনীয় যুদ্ধবন্দীকে আর ইয়েরেভান আজারবাইজানের দুই সেনাকে মুক্তি দেবে। এ ছাড়া উভয় দেশ আরও আস্থা তৈরির ব্যবস্থা গ্রহণ, অদূর-ভবিষ্যতে কার্যকর আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।
কপ সম্মেলন নামে পরিচিত বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিবছরই কোনো না কোনো দেশে এই সম্মেলনের আয়োজন হয়। এবার এই সম্মেলন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে। আগামী বছর এটি পূর্ব ইউরোপের কোনো দেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ভালো সম্পর্কের সংকেত হিসেবে আগামী বছর আর্মেনিয়া জলবায়ু সম্মেলন আয়োজনে আজারবাইজানকে সমর্থন দিচ্ছে এবং নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছে। বিবৃতিতে আরও বলা হয়, উভয় দেশই আশা করে পূর্ব ইউরোপীয় অন্য দেশগুলোও আজারবাইজানকে সমর্থন দেবে।

দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
৩১ মিনিট আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই কর্মকর্তারাই দেশটিতে চলমান বিক্ষোভ দমনের মূল পরিকল্পনাকারী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের শীর্ষ নেতারা বিদেশি ব্যাংকে যে অর্থ পাঠাচ্ছেন, তা–ও তারা নজরদারিতে রেখেছে।
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
৫ ঘণ্টা আগে