আজকের পত্রিকা ডেস্ক

দক্ষিণ কোরিয়ার ২১ তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণে এক অভূতপূর্ব চিত্র দেখা যাচ্ছে। দেশটির বিভিন্ন অঞ্চলে চিরাচরিত ভোটকেন্দ্রের বাইরেও বেসবল স্টেডিয়াম, বারবিকিউ রেস্তোরাঁ এবং গাড়ি বিক্রির শোরুমের মতো বিচিত্র স্থানে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল ১১ টা) ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে, যা গত ২০২২ সালের নির্বাচনের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। যদিও বিশেষজ্ঞরা বলছেন, আগাম ভোটের হার কম হওয়ায় চূড়ান্ত ভোটদানের শতাংশ কিছুটা কম হতে পারে। তবে, বিকেল ৪টা পর্যন্ত ভোটদানের হার ৭১ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতির ইঙ্গিত মিলেছে। ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশনের (এনইসি) তথ্য অনুযায়ী, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যক—৪ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৮৭১ জন—ভোটার নিবন্ধিত হয়েছেন, যার মধ্যে ২ লাখ ৫৮ হাজার ২৫৪ জন প্রবাসী ভোটার। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের চেয়ে এবার ১ লাখ ৯৪ হাজার ১৭৯ জন বেশি যোগ্য ভোটার রয়েছেন।

দেশের জনসংখ্যা কমলেও, বয়স্ক জনগোষ্ঠীর কারণে যোগ্য ভোটারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবারের নির্বাচনে ৫০-এর কোঠায় থাকা ভোটারদের সংখ্যা সর্বাধিক–৮৬ লাখ ৮৩ হাজার ৩৬৯ জন, যা মোট ভোটারের ১৯ দশমিক ৬ শতাংশ। এরপরে রয়েছে ৬০-এর কোঠায় থাকা ভোটাররা (১৭.৭ শতাংশ), ৪০-এর কোঠায় থাকা ভোটাররা (১৭.২ শতাংশ) এবং ৭০ বা তার বেশি বয়সের ভোটাররা (১৫.৪ শতাংশ)।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম ইউনহাপ জানিয়েছে, দেশজুড়ে হাজার হাজার ভোটকেন্দ্রে প্রায় ৩০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কোরীয় ন্যাশনাল পুলিশ এজেন্সি (কেএনপিএ) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টায় ভোটগ্রহণ শুরুর পর থেকে ২৮ হাজার ৯৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সর্বোচ্চ জরুরি নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখবে, যার অর্থ সব পুলিশ কর্মীকে প্রয়োজনে প্রস্তুত রাখা হবে।
উল্লেখ্য, ২০২২ সালের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে মোট ভোটদানের হার ছিল ৭৭ শতাংশ।

দক্ষিণ কোরিয়ার ২১ তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণে এক অভূতপূর্ব চিত্র দেখা যাচ্ছে। দেশটির বিভিন্ন অঞ্চলে চিরাচরিত ভোটকেন্দ্রের বাইরেও বেসবল স্টেডিয়াম, বারবিকিউ রেস্তোরাঁ এবং গাড়ি বিক্রির শোরুমের মতো বিচিত্র স্থানে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল ১১ টা) ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে, যা গত ২০২২ সালের নির্বাচনের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। যদিও বিশেষজ্ঞরা বলছেন, আগাম ভোটের হার কম হওয়ায় চূড়ান্ত ভোটদানের শতাংশ কিছুটা কম হতে পারে। তবে, বিকেল ৪টা পর্যন্ত ভোটদানের হার ৭১ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতির ইঙ্গিত মিলেছে। ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশনের (এনইসি) তথ্য অনুযায়ী, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যক—৪ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৮৭১ জন—ভোটার নিবন্ধিত হয়েছেন, যার মধ্যে ২ লাখ ৫৮ হাজার ২৫৪ জন প্রবাসী ভোটার। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের চেয়ে এবার ১ লাখ ৯৪ হাজার ১৭৯ জন বেশি যোগ্য ভোটার রয়েছেন।

দেশের জনসংখ্যা কমলেও, বয়স্ক জনগোষ্ঠীর কারণে যোগ্য ভোটারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবারের নির্বাচনে ৫০-এর কোঠায় থাকা ভোটারদের সংখ্যা সর্বাধিক–৮৬ লাখ ৮৩ হাজার ৩৬৯ জন, যা মোট ভোটারের ১৯ দশমিক ৬ শতাংশ। এরপরে রয়েছে ৬০-এর কোঠায় থাকা ভোটাররা (১৭.৭ শতাংশ), ৪০-এর কোঠায় থাকা ভোটাররা (১৭.২ শতাংশ) এবং ৭০ বা তার বেশি বয়সের ভোটাররা (১৫.৪ শতাংশ)।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম ইউনহাপ জানিয়েছে, দেশজুড়ে হাজার হাজার ভোটকেন্দ্রে প্রায় ৩০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কোরীয় ন্যাশনাল পুলিশ এজেন্সি (কেএনপিএ) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টায় ভোটগ্রহণ শুরুর পর থেকে ২৮ হাজার ৯৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সর্বোচ্চ জরুরি নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখবে, যার অর্থ সব পুলিশ কর্মীকে প্রয়োজনে প্রস্তুত রাখা হবে।
উল্লেখ্য, ২০২২ সালের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে মোট ভোটদানের হার ছিল ৭৭ শতাংশ।

যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
২ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
২ ঘণ্টা আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
৩ ঘণ্টা আগে