
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে এক ফোনকলে আলাপ করেছেন। প্রেসিডেন্ট রাইসির রাজনৈতিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ জামশিদির বরাত দিয়ে ইরানের সরকারি সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ওই প্রতিবেদন অনুসারে, ফোনকলে হামাস–ইসরায়েল যুদ্ধের কারণে ফিলিস্তিনে যুদ্ধাপরাধের পরিমাণ বাড়ছে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি।
আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) জামশিদি এক পোস্টে বলেন, ‘প্রেসিডেন্ট রাইসি এবং প্রেসিডেন্ট পুতিনের ফোনকল আলোচনায় রাইসি চলমান যুদ্ধে ইহুদিবাদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের সম্পর্কে সচেতন করেছেন।’
জামশিদি ওই পোস্টে আরও বলেন, ‘চলমান অবরোধ, নারী ও শিশুদের নির্বিচারে হত্যা এবং গাজার বৈধ ও নির্বাচিত সরকারের ওপর হামলা এক দীর্ঘ এবং বহুমাত্রিক যুদ্ধে রূপ নেবে বলেও জানিয়েছেন।’
দুই প্রেসিডেন্ট ককেশাসে চলমান সংঘাত নিয়েও আলোচনা করেছেন বলে জানিয়েছেন জামশিদি।
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলের ওপর ২০ মিনিটের মধ্যে অন্তত ৫ হাজার রকেট ছোড়ে হামাস। এরপর ইসরায়েলও যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। দুই পক্ষের চলমান এ যুদ্ধে গাজায় এ পর্যন্ত ২ হাজার ৬৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ। এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের প্রতিরক্ষা বাহিনী।
অপরদিকে আইডিএফের কর্মকর্তারা জানিয়েছেন, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে এক ফোনকলে আলাপ করেছেন। প্রেসিডেন্ট রাইসির রাজনৈতিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ জামশিদির বরাত দিয়ে ইরানের সরকারি সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ওই প্রতিবেদন অনুসারে, ফোনকলে হামাস–ইসরায়েল যুদ্ধের কারণে ফিলিস্তিনে যুদ্ধাপরাধের পরিমাণ বাড়ছে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি।
আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) জামশিদি এক পোস্টে বলেন, ‘প্রেসিডেন্ট রাইসি এবং প্রেসিডেন্ট পুতিনের ফোনকল আলোচনায় রাইসি চলমান যুদ্ধে ইহুদিবাদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের সম্পর্কে সচেতন করেছেন।’
জামশিদি ওই পোস্টে আরও বলেন, ‘চলমান অবরোধ, নারী ও শিশুদের নির্বিচারে হত্যা এবং গাজার বৈধ ও নির্বাচিত সরকারের ওপর হামলা এক দীর্ঘ এবং বহুমাত্রিক যুদ্ধে রূপ নেবে বলেও জানিয়েছেন।’
দুই প্রেসিডেন্ট ককেশাসে চলমান সংঘাত নিয়েও আলোচনা করেছেন বলে জানিয়েছেন জামশিদি।
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলের ওপর ২০ মিনিটের মধ্যে অন্তত ৫ হাজার রকেট ছোড়ে হামাস। এরপর ইসরায়েলও যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। দুই পক্ষের চলমান এ যুদ্ধে গাজায় এ পর্যন্ত ২ হাজার ৬৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ। এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের প্রতিরক্ষা বাহিনী।
অপরদিকে আইডিএফের কর্মকর্তারা জানিয়েছেন, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৬ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৭ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৯ ঘণ্টা আগে