
মিয়ানমারে ৯ হাজারের বেশি বন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে জান্তা সরকার। মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহ্যগতভাবেই বন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে খবরটি বলা হয়।
মিয়ানমারে স্বাধীনতা দিবসে এর আগে রাজধানী নেপিডোতে আয়োজিত কুচকাওয়াজে জান্তা প্রধান মিন অং হ্লাই বক্তব্য দিয়েছিলেন। তবে এবারের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তিনি। দেশটির উত্তরে বিদ্রোহী গ্রুপগুলোর আক্রমণে কোণঠাসা অবস্থায় আছে সরকার। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর সরকার এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন।
আজ বৃহস্পতিবার স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের বিবৃতিতে দেশের ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারের ৯ হাজার ৬৫২ বন্দীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে রাজনৈতিক বন্দী ছিলেন কিনা, সে সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়নি।
পৃথক এক বিবৃতিতে জান্তা বলেছে যে, সাধারণ ঘোষণার আওতায় ১১৪ জন বিদেশি বন্দী ছিলেন। দ্বিপক্ষীয় সম্পর্ক এবং মানবিক ভিত্তিতে তাদের নিজ নিজ দেশে পাঠানো হবে।
বন্দীদের ক্ষমা ঘোষণার ব্যাপারে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে আজ জড়ো হয়েছিলেন মুক্তিপ্রাপ্তদের আত্মীয়স্বজনরা।
মিয়ানমারের স্বাধীনতা দিবসে সাধারণত রাস্তায় বিভিন্ন খেলা এবং গণজমায়েত হয়ে থাকে। তবে এবারের চিত্র ছিল একবারেই ভিন্ন। রাজধানী নেপিডোতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং সাঁজোয়াযানের কুচকাওয়াজের মতো উদ্যাপন এ বছর দেখা যায়নি।
চলতি সপ্তাহের মধ্যেই মিয়ানমারের চিন রাজ্যের দক্ষিণাঞ্চল থেকে জান্তাবাহিনীকে বিতাড়িত করার ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বেশির ভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ নিলেও জান্তা বাহিনীর বিরুদ্ধে ম্রউক উ, পাকতাও ও মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে এই বিদ্রোহী গোষ্ঠী।
কেবল রাখাইনেই নয়, জান্তাবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলো মিয়ানমার জুড়েই জান্তা বাহিনীর বিরুদ্ধে বেশ সাফল্য লাভ করছে। শান প্রদেশের একটি বাণিজ্যকেন্দ্র দখল করে নিয়েছে জান্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত জাতিগত সংখ্যালঘু যোদ্ধারা। কয়েক দিন আগে চীন অস্থায়ী যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার আশ্বাস দেওয়ার পর গত শনিবার এ ঘোষণা দেয় সংখ্যালঘু যোদ্ধারা।

মিয়ানমারে ৯ হাজারের বেশি বন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে জান্তা সরকার। মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহ্যগতভাবেই বন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে খবরটি বলা হয়।
মিয়ানমারে স্বাধীনতা দিবসে এর আগে রাজধানী নেপিডোতে আয়োজিত কুচকাওয়াজে জান্তা প্রধান মিন অং হ্লাই বক্তব্য দিয়েছিলেন। তবে এবারের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তিনি। দেশটির উত্তরে বিদ্রোহী গ্রুপগুলোর আক্রমণে কোণঠাসা অবস্থায় আছে সরকার। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর সরকার এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন।
আজ বৃহস্পতিবার স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের বিবৃতিতে দেশের ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারের ৯ হাজার ৬৫২ বন্দীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে রাজনৈতিক বন্দী ছিলেন কিনা, সে সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়নি।
পৃথক এক বিবৃতিতে জান্তা বলেছে যে, সাধারণ ঘোষণার আওতায় ১১৪ জন বিদেশি বন্দী ছিলেন। দ্বিপক্ষীয় সম্পর্ক এবং মানবিক ভিত্তিতে তাদের নিজ নিজ দেশে পাঠানো হবে।
বন্দীদের ক্ষমা ঘোষণার ব্যাপারে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে আজ জড়ো হয়েছিলেন মুক্তিপ্রাপ্তদের আত্মীয়স্বজনরা।
মিয়ানমারের স্বাধীনতা দিবসে সাধারণত রাস্তায় বিভিন্ন খেলা এবং গণজমায়েত হয়ে থাকে। তবে এবারের চিত্র ছিল একবারেই ভিন্ন। রাজধানী নেপিডোতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং সাঁজোয়াযানের কুচকাওয়াজের মতো উদ্যাপন এ বছর দেখা যায়নি।
চলতি সপ্তাহের মধ্যেই মিয়ানমারের চিন রাজ্যের দক্ষিণাঞ্চল থেকে জান্তাবাহিনীকে বিতাড়িত করার ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বেশির ভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ নিলেও জান্তা বাহিনীর বিরুদ্ধে ম্রউক উ, পাকতাও ও মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে এই বিদ্রোহী গোষ্ঠী।
কেবল রাখাইনেই নয়, জান্তাবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলো মিয়ানমার জুড়েই জান্তা বাহিনীর বিরুদ্ধে বেশ সাফল্য লাভ করছে। শান প্রদেশের একটি বাণিজ্যকেন্দ্র দখল করে নিয়েছে জান্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত জাতিগত সংখ্যালঘু যোদ্ধারা। কয়েক দিন আগে চীন অস্থায়ী যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার আশ্বাস দেওয়ার পর গত শনিবার এ ঘোষণা দেয় সংখ্যালঘু যোদ্ধারা।

গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
১ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৩ ঘণ্টা আগে
দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৫ ঘণ্টা আগে