
দুই সপ্তাহ আগে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের লাখ লাখ বাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ৪০ হাজারেরও বেশি মানুষ। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল সোমবার ক্ষতিগ্রস্ত হাতায় প্রদেশ পরিদর্শনকালে বলেছেন, ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলে দুই লাখ বাড়ি নির্মাণ করা হবে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে এরদোয়ানের এমন মন্তব্যের পর রাতেই আবার দুই দফা ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় গতকাল রাত ৮টা ৪ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে এ ভূমিকম্প হয়। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। এর ঠিক ৩ মিনিট পরেই ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ছয়জনের নিহতের খবর পাওয়া গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালাচ্ছেন।
গতকাল রাতে নতুন করে ভূমিকম্প আঘাত হানার পরে এরদোয়ানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে তিনি বলেছেন, স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ১ লাখ ১৮ হাজার ভবন ধসে পড়েছে। সবচেয়ে বেশি ভবন ধসের ঘটনা ঘটেছে হাতায়, কাহরামানমারাস ও মালটিয়া প্রদেশে। নতুন করে এসব অঞ্চলে ১ লাখ ৯৯ হাজার ৭৩৯টি ভবন নির্মাণ করা হবে। এসব নির্মাণকাজ মার্চেই শুরু হবে।
বিশেষজ্ঞরা বলছেন, তুরস্কে ভবন নির্মাণের সময় বিল্ডিং কোড মানার আইন থাকলেও বেশির ভাগ ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান আইন মানে না। ফলে বেশির ভাগ ভবন ভূমিকম্প সহ্য করতে পারে না। তবে এরদোয়ান প্রতিশ্রুতি দিয়েছেন, এখন থেকে ভবন নির্মাণ আইনকে আরও কঠোর করা হবে।
নতুন বাড়িগুলো ফন্ট লাইন থেকে দূরে পাহাড়ের কাছাকাছি তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, ‘আশা করি আমরা এক বছরের মধ্যেই ঘরহারা মানুষকে নতুন বাড়িতে নিয়ে যেতে পারব।’
এরদোয়ান আরও জানান, উদ্ধারকারীরা এ পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৮৩৪ জনকে উদ্ধার করেছে। ৯টি প্রদেশে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে হাতায় ও কাহরামানমারাসে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দুই সপ্তাহ আগে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের লাখ লাখ বাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ৪০ হাজারেরও বেশি মানুষ। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল সোমবার ক্ষতিগ্রস্ত হাতায় প্রদেশ পরিদর্শনকালে বলেছেন, ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলে দুই লাখ বাড়ি নির্মাণ করা হবে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে এরদোয়ানের এমন মন্তব্যের পর রাতেই আবার দুই দফা ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় গতকাল রাত ৮টা ৪ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে এ ভূমিকম্প হয়। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। এর ঠিক ৩ মিনিট পরেই ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ছয়জনের নিহতের খবর পাওয়া গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালাচ্ছেন।
গতকাল রাতে নতুন করে ভূমিকম্প আঘাত হানার পরে এরদোয়ানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে তিনি বলেছেন, স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ১ লাখ ১৮ হাজার ভবন ধসে পড়েছে। সবচেয়ে বেশি ভবন ধসের ঘটনা ঘটেছে হাতায়, কাহরামানমারাস ও মালটিয়া প্রদেশে। নতুন করে এসব অঞ্চলে ১ লাখ ৯৯ হাজার ৭৩৯টি ভবন নির্মাণ করা হবে। এসব নির্মাণকাজ মার্চেই শুরু হবে।
বিশেষজ্ঞরা বলছেন, তুরস্কে ভবন নির্মাণের সময় বিল্ডিং কোড মানার আইন থাকলেও বেশির ভাগ ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান আইন মানে না। ফলে বেশির ভাগ ভবন ভূমিকম্প সহ্য করতে পারে না। তবে এরদোয়ান প্রতিশ্রুতি দিয়েছেন, এখন থেকে ভবন নির্মাণ আইনকে আরও কঠোর করা হবে।
নতুন বাড়িগুলো ফন্ট লাইন থেকে দূরে পাহাড়ের কাছাকাছি তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, ‘আশা করি আমরা এক বছরের মধ্যেই ঘরহারা মানুষকে নতুন বাড়িতে নিয়ে যেতে পারব।’
এরদোয়ান আরও জানান, উদ্ধারকারীরা এ পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৮৩৪ জনকে উদ্ধার করেছে। ৯টি প্রদেশে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে হাতায় ও কাহরামানমারাসে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৮ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৯ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১০ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১২ ঘণ্টা আগে