
ইসরায়েল: ইসরায়েলে করোনার সংক্রমণ, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর বিরুদ্ধে ফাইজার/বায়োএনটেক টিকার দুটি ডোজ ৯৫ শতাংশেরও বেশি সুরক্ষা দিতে সক্ষম। দেশটির এক গবেষণায় এমন তথ্য পাওয়া যায়। এই গবেষণা প্রভাবশালী চিকিৎসা সাময়িকী ল্যানচেটে প্রকাশ করা হয়েছে।
গবেষণায় বলা হয়, বিশ্বে টিকাদানে এগিয়ে রয়েছে ইসরায়েল। এই দেশে সবচাইতে বেশি মানুষ টিকা গ্রহণ করেছে বলেও গবেষণায় বলা হয়েছে।
গবেষণায় আরও বলা হয়, ফাইজারের ভ্যাকসিনের একটি ডোজ সংক্রমণের বিরুদ্ধে ৫৮ শতাংশ, হাসপাতালে ভর্তি ঠেকাতে ৭৬ শতাংশ এবং মৃত্যু ঠেকাতে ৭৭ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম। আর দ্বিতীয় ডোজ নিলে এটি ৯৫ শতাংশের বেশি সুরক্ষা দিতে সক্ষম। ল্যানচেট মেডিকেল জার্নালে গবেষকেরা মূলত ফাইজারের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের গুরুত্ব তুলে ধরেছেন।
গবেষকেরা বলেন, ভ্যাকসিনের দুটি ডোজ কার্যকরভাবে মহামারিটির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে। এটির মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনার প্রাদুর্ভাবে চূড়ান্ত নিয়ন্ত্রণ আনা সম্ভব বলেও আশা প্রকাশ করেন গবেষকেরা।
এ নিয়ে গবেষণাটির মূল লেখক ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ডা. শ্যারন অ্যালরয় প্রেইস বলেন, এখন পর্যন্ত বিশ্বব্যাপী কোনো দেশই জাতীয় জনস্বাস্থ্যের ওপর কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের প্রভাব বর্ণনা করতে পারেনি। এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখনো চলমান কিছু চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে হবে। কোভিড-১৯–এর টিকাদান শেষ পর্যন্ত আমাদের মহামারি নিয়ন্ত্রণ করতে সক্ষম বলে প্রত্যাশা করছি।
ইসরায়েলে খুব কম যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার করোনা ধরন পাওয়া গেছে। গত ৩ এপ্রিলের মধ্যে ১৬ বছরের বেশি বয়সী ৭২ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ৬৫ বছরের বেশি বয়সী ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক ইসরায়েলি জনগণ ফাইজারের করোনা ভ্যাকসিনের দুটি ডোজ পান।
দ্বিতীয় ডোজ দেওয়ার সাত দিন পর দেখা গেছে, ভ্যাকসিন ৯৫ শতাংশ সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে এবং মৃত্যুর বিরুদ্ধে ৯৬ দশমিক ৭ শতাংশ সুরক্ষা দিতে পারে। ফাইজারের ভ্যাকসিনের দুটি ডোজ উপসর্গ ও উপসর্গহীন সংক্রমণের বিরুদ্ধে যথাক্রমে ৯৭ শতাংশ এবং ৯১ দশমিক ৫ শতাংশ সুরক্ষা দিতে পারে। এছাড়া ভ্যাকসিনটি হাসপাতালে ভর্তি ঠেকাতে ৯৭ দশমিক ২ শতাংশ কার্যকর। ভ্যাকসিনটির দ্বিতীয় ডোজ দেওয়ার ১৪ দিন পর সুরক্ষার হার আরও বেড়েছে।
তবে বিশ্বের অন্য অনেক দেশই ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে ইসরায়েলের অনুকরণ করতে পারবে না বলে জার্নালে মন্তব্যকারীরা বলেন। ইসরায়েল শুধু ফাইজার/বায়োএনটেকের টিকা ব্যবহার করছে। ফাইজার কোম্পানি ভ্যাকসিনের বাস্তব ও বিশ্ব কার্যকারিতা দেখার জন্য ইসরায়েলে ভ্যাকসিন সরবরাহ করেছে। ইসরায়েলে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ২০২০ সালের ২৭ ডিসেম্বর থেকে ৭ মার্চ ২০২১ সাল পর্যন্ত জাতীয় লকডাউন রাখা হয়। দেশটিতে গত জানুয়ারিতে করোনার সর্বোচ্চ সংক্রমণ ছিল।

ইসরায়েল: ইসরায়েলে করোনার সংক্রমণ, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর বিরুদ্ধে ফাইজার/বায়োএনটেক টিকার দুটি ডোজ ৯৫ শতাংশেরও বেশি সুরক্ষা দিতে সক্ষম। দেশটির এক গবেষণায় এমন তথ্য পাওয়া যায়। এই গবেষণা প্রভাবশালী চিকিৎসা সাময়িকী ল্যানচেটে প্রকাশ করা হয়েছে।
গবেষণায় বলা হয়, বিশ্বে টিকাদানে এগিয়ে রয়েছে ইসরায়েল। এই দেশে সবচাইতে বেশি মানুষ টিকা গ্রহণ করেছে বলেও গবেষণায় বলা হয়েছে।
গবেষণায় আরও বলা হয়, ফাইজারের ভ্যাকসিনের একটি ডোজ সংক্রমণের বিরুদ্ধে ৫৮ শতাংশ, হাসপাতালে ভর্তি ঠেকাতে ৭৬ শতাংশ এবং মৃত্যু ঠেকাতে ৭৭ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম। আর দ্বিতীয় ডোজ নিলে এটি ৯৫ শতাংশের বেশি সুরক্ষা দিতে সক্ষম। ল্যানচেট মেডিকেল জার্নালে গবেষকেরা মূলত ফাইজারের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের গুরুত্ব তুলে ধরেছেন।
গবেষকেরা বলেন, ভ্যাকসিনের দুটি ডোজ কার্যকরভাবে মহামারিটির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে। এটির মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনার প্রাদুর্ভাবে চূড়ান্ত নিয়ন্ত্রণ আনা সম্ভব বলেও আশা প্রকাশ করেন গবেষকেরা।
এ নিয়ে গবেষণাটির মূল লেখক ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ডা. শ্যারন অ্যালরয় প্রেইস বলেন, এখন পর্যন্ত বিশ্বব্যাপী কোনো দেশই জাতীয় জনস্বাস্থ্যের ওপর কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের প্রভাব বর্ণনা করতে পারেনি। এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখনো চলমান কিছু চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে হবে। কোভিড-১৯–এর টিকাদান শেষ পর্যন্ত আমাদের মহামারি নিয়ন্ত্রণ করতে সক্ষম বলে প্রত্যাশা করছি।
ইসরায়েলে খুব কম যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার করোনা ধরন পাওয়া গেছে। গত ৩ এপ্রিলের মধ্যে ১৬ বছরের বেশি বয়সী ৭২ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ৬৫ বছরের বেশি বয়সী ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক ইসরায়েলি জনগণ ফাইজারের করোনা ভ্যাকসিনের দুটি ডোজ পান।
দ্বিতীয় ডোজ দেওয়ার সাত দিন পর দেখা গেছে, ভ্যাকসিন ৯৫ শতাংশ সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে এবং মৃত্যুর বিরুদ্ধে ৯৬ দশমিক ৭ শতাংশ সুরক্ষা দিতে পারে। ফাইজারের ভ্যাকসিনের দুটি ডোজ উপসর্গ ও উপসর্গহীন সংক্রমণের বিরুদ্ধে যথাক্রমে ৯৭ শতাংশ এবং ৯১ দশমিক ৫ শতাংশ সুরক্ষা দিতে পারে। এছাড়া ভ্যাকসিনটি হাসপাতালে ভর্তি ঠেকাতে ৯৭ দশমিক ২ শতাংশ কার্যকর। ভ্যাকসিনটির দ্বিতীয় ডোজ দেওয়ার ১৪ দিন পর সুরক্ষার হার আরও বেড়েছে।
তবে বিশ্বের অন্য অনেক দেশই ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে ইসরায়েলের অনুকরণ করতে পারবে না বলে জার্নালে মন্তব্যকারীরা বলেন। ইসরায়েল শুধু ফাইজার/বায়োএনটেকের টিকা ব্যবহার করছে। ফাইজার কোম্পানি ভ্যাকসিনের বাস্তব ও বিশ্ব কার্যকারিতা দেখার জন্য ইসরায়েলে ভ্যাকসিন সরবরাহ করেছে। ইসরায়েলে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ২০২০ সালের ২৭ ডিসেম্বর থেকে ৭ মার্চ ২০২১ সাল পর্যন্ত জাতীয় লকডাউন রাখা হয়। দেশটিতে গত জানুয়ারিতে করোনার সর্বোচ্চ সংক্রমণ ছিল।

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
৪ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য একটি বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন। এটি ইসরায়েলের হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি গ্লোবালের প্রতিবেদন থেকে এ
১ ঘণ্টা আগে
ট্রাম্প প্রশাসন মনে করছে—ইরানে আরেক দফা হামলার ক্ষেত্রে সময় তাদের অনুকূলে রয়েছে। ইরানের বিরুদ্ধে পরিস্থিতির উত্তেজনার পারদ কখনো বাড়িয়ে আবার কখনো কমিয়ে ‘এসক্যালেশন ল্যাডারে’ উত্তেজনার সিঁড়িতে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ, ধীরে ধীরে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী গাজা সংঘাত নিরসনে হামাসের সঙ্গে ২০ দফার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অগ্রগতির মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় গত বুধবার মধ্যপ্রাচ্যের মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেন।
২ ঘণ্টা আগে