
গেল মাসে উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে দেশটির একাধিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন জন ইল হো, ইউ জিন এবং কিম সু গিল। এর আগে গত এপ্রিলে তাদের নিষেধাজ্ঞার আওতায় আনার জন্য মনোনীত করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার ওই কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে মার্কিন নাগরিক বা ব্যবসা প্রতিষ্ঠান তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেন করতে পারবে না।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, একজন তাইওয়ান ও একজন সিঙ্গাপুরের নাগরিকসহ আটজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাঁরা সবাই উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত এবং ইতিমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞায় রয়েছেন।
এদিকে উত্তর কোরিয়ার ‘উসকানিমূলক’ কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় দেশটির তিনটি প্রতিষ্ঠান—কোরিয়া হেইগুমগাং ট্রেডিং, কোরিয়া নামগাং ট্রেডিং এবং লাজারাস গ্রুপের ও কিম সু ইল নামের এক ব্যক্তির সম্পদ জব্দ করছে জাপান। বিষয়টি জানিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানার মতো ক্ষমতাসম্পন্ন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। চলতি বছর সব মিলিয়ে অর্ধশতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটি।

গেল মাসে উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে দেশটির একাধিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন জন ইল হো, ইউ জিন এবং কিম সু গিল। এর আগে গত এপ্রিলে তাদের নিষেধাজ্ঞার আওতায় আনার জন্য মনোনীত করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার ওই কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে মার্কিন নাগরিক বা ব্যবসা প্রতিষ্ঠান তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেন করতে পারবে না।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, একজন তাইওয়ান ও একজন সিঙ্গাপুরের নাগরিকসহ আটজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাঁরা সবাই উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত এবং ইতিমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞায় রয়েছেন।
এদিকে উত্তর কোরিয়ার ‘উসকানিমূলক’ কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় দেশটির তিনটি প্রতিষ্ঠান—কোরিয়া হেইগুমগাং ট্রেডিং, কোরিয়া নামগাং ট্রেডিং এবং লাজারাস গ্রুপের ও কিম সু ইল নামের এক ব্যক্তির সম্পদ জব্দ করছে জাপান। বিষয়টি জানিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানার মতো ক্ষমতাসম্পন্ন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। চলতি বছর সব মিলিয়ে অর্ধশতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটি।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
৮ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৮ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
৯ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
১০ ঘণ্টা আগে