
ইয়েমেনে জাতিসংঘের পাঁচ কর্মীকে অপহরণ করেছে অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর লোকেরা। শুক্রবার একটি মাঠ পর্যায়ের একটি মিশন থেকে এডেনে ফেরার পথে দক্ষিণ ইয়েমেনে তাঁদের অপহরণ করা হয়। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ বিষয়টি ওঠে এসেছে।
এডেনে জাতিসংঘ কার্যালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, অপহৃতদের মধ্যে চারজন ইয়েমেনের নাগরিক।
ইয়েমেনে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গিকি শনিবার বলেছেন, ‘আবিয়ান অঞ্চল থেকে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়। তাঁদের মুক্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে জাতিসংঘ।’
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে কোনো ধরনের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, ‘আমরা বিষয়টি নিয়ে অবগত কিন্তু কিছু নির্দিষ্ট কারণে এখনই কোনো মন্তব্য করছি না।’
ইয়েমেন সরকার (আন্তর্জাতিকভাবে স্বীকৃত), শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছে, তাঁরা জাতিসংঘের নিরাপত্তা বিভাগের সঙ্গে কর্মীদের নিরাপদে মুক্ত করার জন্য কাজ করছে।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের অধিকাংশ অংশ নিয়ন্ত্রণকারী, সরকারবিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল, এই অপহরণের ঘটনাকে একটি ‘সন্ত্রাসী অভিযান’ আখ্যা দিয়ে এর নিন্দা করেছে।
ইয়েমেনে প্রায়ই এমন অপহরণের ঘটনা ঘটে। যেখানে সশস্ত্র উপজাতি, আল-কায়েদা-সংশ্লিষ্ট সশস্ত্র যোদ্ধারা বন্দী বিনিময় বা নগদ অর্থের জন্য অনেককে জিম্মি করে।
উল্লেখ্য, ২০১৪ সালের শেষ দিকে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী দেশটির রাজধানী সানা থেকে তৎকালীন সরকারকে উৎখাতের পর থেকে ইয়েমেনে সহিংসতা শুরু হয়। এর কয়েক মাস পর সৌদি নেতৃত্বে একটি সামরিক জোট দেশটি থেকে হুতিদের বিতাড়িত করতে ইয়েমেন হামলা চালায়। ইয়েমেনে চলমান এই যুদ্ধের কারণে এরই মধ্যে কয়েক হাজার হাজার মানুষ মারা গেছেন এবং দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। দেশটির বেশির ভাগ এলাকাই দুর্ভিক্ষের মুখোমুখি এবং অন্তত ৮০ ভাগ মানুষ বিদেশি সাহায্যে ওপর নির্ভরশীল।

ইয়েমেনে জাতিসংঘের পাঁচ কর্মীকে অপহরণ করেছে অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর লোকেরা। শুক্রবার একটি মাঠ পর্যায়ের একটি মিশন থেকে এডেনে ফেরার পথে দক্ষিণ ইয়েমেনে তাঁদের অপহরণ করা হয়। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ বিষয়টি ওঠে এসেছে।
এডেনে জাতিসংঘ কার্যালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, অপহৃতদের মধ্যে চারজন ইয়েমেনের নাগরিক।
ইয়েমেনে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গিকি শনিবার বলেছেন, ‘আবিয়ান অঞ্চল থেকে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়। তাঁদের মুক্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে জাতিসংঘ।’
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে কোনো ধরনের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, ‘আমরা বিষয়টি নিয়ে অবগত কিন্তু কিছু নির্দিষ্ট কারণে এখনই কোনো মন্তব্য করছি না।’
ইয়েমেন সরকার (আন্তর্জাতিকভাবে স্বীকৃত), শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছে, তাঁরা জাতিসংঘের নিরাপত্তা বিভাগের সঙ্গে কর্মীদের নিরাপদে মুক্ত করার জন্য কাজ করছে।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের অধিকাংশ অংশ নিয়ন্ত্রণকারী, সরকারবিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল, এই অপহরণের ঘটনাকে একটি ‘সন্ত্রাসী অভিযান’ আখ্যা দিয়ে এর নিন্দা করেছে।
ইয়েমেনে প্রায়ই এমন অপহরণের ঘটনা ঘটে। যেখানে সশস্ত্র উপজাতি, আল-কায়েদা-সংশ্লিষ্ট সশস্ত্র যোদ্ধারা বন্দী বিনিময় বা নগদ অর্থের জন্য অনেককে জিম্মি করে।
উল্লেখ্য, ২০১৪ সালের শেষ দিকে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী দেশটির রাজধানী সানা থেকে তৎকালীন সরকারকে উৎখাতের পর থেকে ইয়েমেনে সহিংসতা শুরু হয়। এর কয়েক মাস পর সৌদি নেতৃত্বে একটি সামরিক জোট দেশটি থেকে হুতিদের বিতাড়িত করতে ইয়েমেন হামলা চালায়। ইয়েমেনে চলমান এই যুদ্ধের কারণে এরই মধ্যে কয়েক হাজার হাজার মানুষ মারা গেছেন এবং দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। দেশটির বেশির ভাগ এলাকাই দুর্ভিক্ষের মুখোমুখি এবং অন্তত ৮০ ভাগ মানুষ বিদেশি সাহায্যে ওপর নির্ভরশীল।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
৪ ঘণ্টা আগে