
ইয়েমেনে জাতিসংঘের পাঁচ কর্মীকে অপহরণ করেছে অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর লোকেরা। শুক্রবার একটি মাঠ পর্যায়ের একটি মিশন থেকে এডেনে ফেরার পথে দক্ষিণ ইয়েমেনে তাঁদের অপহরণ করা হয়। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ বিষয়টি ওঠে এসেছে।
এডেনে জাতিসংঘ কার্যালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, অপহৃতদের মধ্যে চারজন ইয়েমেনের নাগরিক।
ইয়েমেনে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গিকি শনিবার বলেছেন, ‘আবিয়ান অঞ্চল থেকে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়। তাঁদের মুক্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে জাতিসংঘ।’
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে কোনো ধরনের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, ‘আমরা বিষয়টি নিয়ে অবগত কিন্তু কিছু নির্দিষ্ট কারণে এখনই কোনো মন্তব্য করছি না।’
ইয়েমেন সরকার (আন্তর্জাতিকভাবে স্বীকৃত), শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছে, তাঁরা জাতিসংঘের নিরাপত্তা বিভাগের সঙ্গে কর্মীদের নিরাপদে মুক্ত করার জন্য কাজ করছে।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের অধিকাংশ অংশ নিয়ন্ত্রণকারী, সরকারবিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল, এই অপহরণের ঘটনাকে একটি ‘সন্ত্রাসী অভিযান’ আখ্যা দিয়ে এর নিন্দা করেছে।
ইয়েমেনে প্রায়ই এমন অপহরণের ঘটনা ঘটে। যেখানে সশস্ত্র উপজাতি, আল-কায়েদা-সংশ্লিষ্ট সশস্ত্র যোদ্ধারা বন্দী বিনিময় বা নগদ অর্থের জন্য অনেককে জিম্মি করে।
উল্লেখ্য, ২০১৪ সালের শেষ দিকে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী দেশটির রাজধানী সানা থেকে তৎকালীন সরকারকে উৎখাতের পর থেকে ইয়েমেনে সহিংসতা শুরু হয়। এর কয়েক মাস পর সৌদি নেতৃত্বে একটি সামরিক জোট দেশটি থেকে হুতিদের বিতাড়িত করতে ইয়েমেন হামলা চালায়। ইয়েমেনে চলমান এই যুদ্ধের কারণে এরই মধ্যে কয়েক হাজার হাজার মানুষ মারা গেছেন এবং দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। দেশটির বেশির ভাগ এলাকাই দুর্ভিক্ষের মুখোমুখি এবং অন্তত ৮০ ভাগ মানুষ বিদেশি সাহায্যে ওপর নির্ভরশীল।

ইয়েমেনে জাতিসংঘের পাঁচ কর্মীকে অপহরণ করেছে অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর লোকেরা। শুক্রবার একটি মাঠ পর্যায়ের একটি মিশন থেকে এডেনে ফেরার পথে দক্ষিণ ইয়েমেনে তাঁদের অপহরণ করা হয়। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ বিষয়টি ওঠে এসেছে।
এডেনে জাতিসংঘ কার্যালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, অপহৃতদের মধ্যে চারজন ইয়েমেনের নাগরিক।
ইয়েমেনে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গিকি শনিবার বলেছেন, ‘আবিয়ান অঞ্চল থেকে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়। তাঁদের মুক্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে জাতিসংঘ।’
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে কোনো ধরনের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, ‘আমরা বিষয়টি নিয়ে অবগত কিন্তু কিছু নির্দিষ্ট কারণে এখনই কোনো মন্তব্য করছি না।’
ইয়েমেন সরকার (আন্তর্জাতিকভাবে স্বীকৃত), শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছে, তাঁরা জাতিসংঘের নিরাপত্তা বিভাগের সঙ্গে কর্মীদের নিরাপদে মুক্ত করার জন্য কাজ করছে।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের অধিকাংশ অংশ নিয়ন্ত্রণকারী, সরকারবিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল, এই অপহরণের ঘটনাকে একটি ‘সন্ত্রাসী অভিযান’ আখ্যা দিয়ে এর নিন্দা করেছে।
ইয়েমেনে প্রায়ই এমন অপহরণের ঘটনা ঘটে। যেখানে সশস্ত্র উপজাতি, আল-কায়েদা-সংশ্লিষ্ট সশস্ত্র যোদ্ধারা বন্দী বিনিময় বা নগদ অর্থের জন্য অনেককে জিম্মি করে।
উল্লেখ্য, ২০১৪ সালের শেষ দিকে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী দেশটির রাজধানী সানা থেকে তৎকালীন সরকারকে উৎখাতের পর থেকে ইয়েমেনে সহিংসতা শুরু হয়। এর কয়েক মাস পর সৌদি নেতৃত্বে একটি সামরিক জোট দেশটি থেকে হুতিদের বিতাড়িত করতে ইয়েমেন হামলা চালায়। ইয়েমেনে চলমান এই যুদ্ধের কারণে এরই মধ্যে কয়েক হাজার হাজার মানুষ মারা গেছেন এবং দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। দেশটির বেশির ভাগ এলাকাই দুর্ভিক্ষের মুখোমুখি এবং অন্তত ৮০ ভাগ মানুষ বিদেশি সাহায্যে ওপর নির্ভরশীল।

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৪০ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
১ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে