
আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। আফগানিস্তানের সামরিক শক্তির কেন্দ্রে পরিণত হওয়া এই বিমানঘাঁটি থেকে আজ শুক্রবার এই সেনাদের প্রত্যাহার করা হয়। এর মধ্য দিয়ে অবশ্য আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শেষ হয়েছে বলা যাবে না; তবে এটি যে শেষের পথে, তা অনায়াসেই বলা যায়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ৯/১১–এর হামলার পর আফগানিস্তানের এই বিমানঘাঁটিতে মার্কিন সেনা উপস্থিতি শুরু হয়েছিল আজ থেকে দুই দশক আগে। সেনা মোতায়েনের মধ্য দিয়ে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হয়। একই সঙ্গে মার্কিন সেনাদের উপস্থিতি বাগরাম বিমানঘাঁটি ও এর আশপাশের অবকাঠামোই বদলে দেয়। আগে যে বিমানঘাঁটির রানওয়েতে এমনকি বৈদ্যুতিক বাতিই ছিল না, ছিল বিধ্বস্ত, সেই বিমানঘাঁটি ও এর আশপাশ এখন চকচকে। রয়েছে দোকানপাট, জিমনেসিয়ামসহ নানা অবকাঠামো। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প নিজ নিজ মেয়াদের সময় এই বাগরাম বিমানঘাঁটি পরিদর্শন করেছেন। সে সময় তাঁদের সবাই জয় ও আফগানিস্তানের উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে প্রতিশ্রুতি দেন।
আফগানিস্তান যদিও সেই উজ্জ্বল ভবিষ্যতের দেখা এখনো পায়নি; আগের মতো না হলেও এখনো সেখান থেকে বোমা বিস্ফোরণের খবর আসে। গোটা বিশ্ব সেই খবর শুনে আগের মতো উচাটনও হয় না।
এ বিষয়ে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রুহুল্লাহ আহমাদজাই সিএনএনকে বলেন, আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে বাগরাম বিমানঘাঁটি আফগান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এটি অনেক বড় ঘটনা। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার যে শুধু মুখের কথা নয়, তা এই ঘাঁটি থেকে সর্বশেষ মার্কিন সেনাটি সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে এখন প্রমাণিত হলো। এই ঘাঁটি লক্ষ্য করে বহু হামলা চালিয়েছে তালেবানরা। মার্কিন ও যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারি বাহিনীর শক্তির কেন্দ্র ছিল এই ঘাঁটি। ফলে এই ঘাঁটি থেকে নিজেদের সরিয়ে নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় একটি সিদ্ধান্ত। এত বড় একটি ঘটনা অবশ্য কোনো ধরনের উদ্যাপন বা অনুষ্ঠান ছাড়াই হলো।
এটিকে তালেবানরা অবশ্য বিজয় হিসেবে দেখছেন। তাদের এক মুখপাত্র এ ঘটনাকে ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন। এ সম্পর্কিত বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মোজাহিদ বলেন, ‘আফগানিস্তানে সংঘাত অব্যাহত থাকার মূল কারণ বিদেশি বাহিনীর উপস্থিতি। বিদেশি বাহিনী চলে গেলে আফগানরা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করতে পারবে। আমরা তখন নিরাপত্তা ও শান্তির পথে এগোতে পারব।’

আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। আফগানিস্তানের সামরিক শক্তির কেন্দ্রে পরিণত হওয়া এই বিমানঘাঁটি থেকে আজ শুক্রবার এই সেনাদের প্রত্যাহার করা হয়। এর মধ্য দিয়ে অবশ্য আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শেষ হয়েছে বলা যাবে না; তবে এটি যে শেষের পথে, তা অনায়াসেই বলা যায়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ৯/১১–এর হামলার পর আফগানিস্তানের এই বিমানঘাঁটিতে মার্কিন সেনা উপস্থিতি শুরু হয়েছিল আজ থেকে দুই দশক আগে। সেনা মোতায়েনের মধ্য দিয়ে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হয়। একই সঙ্গে মার্কিন সেনাদের উপস্থিতি বাগরাম বিমানঘাঁটি ও এর আশপাশের অবকাঠামোই বদলে দেয়। আগে যে বিমানঘাঁটির রানওয়েতে এমনকি বৈদ্যুতিক বাতিই ছিল না, ছিল বিধ্বস্ত, সেই বিমানঘাঁটি ও এর আশপাশ এখন চকচকে। রয়েছে দোকানপাট, জিমনেসিয়ামসহ নানা অবকাঠামো। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প নিজ নিজ মেয়াদের সময় এই বাগরাম বিমানঘাঁটি পরিদর্শন করেছেন। সে সময় তাঁদের সবাই জয় ও আফগানিস্তানের উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে প্রতিশ্রুতি দেন।
আফগানিস্তান যদিও সেই উজ্জ্বল ভবিষ্যতের দেখা এখনো পায়নি; আগের মতো না হলেও এখনো সেখান থেকে বোমা বিস্ফোরণের খবর আসে। গোটা বিশ্ব সেই খবর শুনে আগের মতো উচাটনও হয় না।
এ বিষয়ে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রুহুল্লাহ আহমাদজাই সিএনএনকে বলেন, আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে বাগরাম বিমানঘাঁটি আফগান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এটি অনেক বড় ঘটনা। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার যে শুধু মুখের কথা নয়, তা এই ঘাঁটি থেকে সর্বশেষ মার্কিন সেনাটি সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে এখন প্রমাণিত হলো। এই ঘাঁটি লক্ষ্য করে বহু হামলা চালিয়েছে তালেবানরা। মার্কিন ও যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারি বাহিনীর শক্তির কেন্দ্র ছিল এই ঘাঁটি। ফলে এই ঘাঁটি থেকে নিজেদের সরিয়ে নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় একটি সিদ্ধান্ত। এত বড় একটি ঘটনা অবশ্য কোনো ধরনের উদ্যাপন বা অনুষ্ঠান ছাড়াই হলো।
এটিকে তালেবানরা অবশ্য বিজয় হিসেবে দেখছেন। তাদের এক মুখপাত্র এ ঘটনাকে ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন। এ সম্পর্কিত বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মোজাহিদ বলেন, ‘আফগানিস্তানে সংঘাত অব্যাহত থাকার মূল কারণ বিদেশি বাহিনীর উপস্থিতি। বিদেশি বাহিনী চলে গেলে আফগানরা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করতে পারবে। আমরা তখন নিরাপত্তা ও শান্তির পথে এগোতে পারব।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহের চীন সফর করবেন। এই সময়ে ব্রিটেন ও চীন ব্যবসায়িক সংলাপে এক ‘সোনালি যুগ’ পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছে। এ উদ্যোগ সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে। উভয় দেশের শীর্ষ নির্বাহীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
৩৯ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
৩ ঘণ্টা আগে