
শ্রীলঙ্কান এয়ারলাইনসকে আগামী ছয় মাসের মধ্যে পরিচালনা এবং আর্থিক অগ্রগতি দেখাতে হবে। এ নির্দেশ দিয়েছেন দেশটির বিমান পরিবহন মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা। এক প্রতিবেদনে খবরটি দিয়েছে সংবাদ সংস্থা নিউজওয়্যার।
মন্ত্রী নিমল সিরিপালা বলেন, সরকার জাতীয় এয়ারলাইনসের ৫১ কোটি ডলার বকেয়া ঋণ শোধ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। তাই এখন শ্রীলঙ্কান এয়ারলাইনসের অগ্রগতি দেখান উচিত।
সাম্প্রতিক অতীতে পরিচালনাগত সমস্যায় সৃষ্ট যাত্রীদের গুরুতর অসুবিধার কারণে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে শ্রীলঙ্কান এয়ারলাইনস। এরপর দেশটির প্রেসিডেন্টের প্রস্তাবের ভিত্তিতে সরকার ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছে এয়ারলাইনসটির মোট ১২০ কোটি ডলার ঋণ থেকে ৫১ কোটি ডলার শোধ করার জন্য তহবিল বরাদ্দ করেছে বলে জানান মন্ত্রী।
বিমান পরিবহন মন্ত্রী বলেছেন যে, একটি আকর্ষণীয় আর্থিক ব্যালেন্স শিটসহ শ্রীলঙ্কান এয়ারলাইনসকে আগামী ছয় মাসের মধ্যে পুনর্গঠন করার পরিকল্পনা করছে সরকার।
মন্ত্রী নিমল সিরিপালা আরও বলেছেন যে, এয়ারলাইনসের অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। পাশাপাশি আগামী ছয় মাসে কোম্পানিতে উল্লেখযোগ্য আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এ কারণে সংশ্লিষ্ট ইস্যুতে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রশাসনিক কর্মকর্তা এবং ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
লক্ষ্যমাত্রা অর্জিত না হলে প্রায় ৬০০০ কর্মচারীর চাকরিতে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম অনুসারে, মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা আজ সোমবার শ্রীলঙ্কান এয়ারলাইনসের প্রশাসন ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বিশেষ আলোচনায় এসব কথা বলেন।

শ্রীলঙ্কান এয়ারলাইনসকে আগামী ছয় মাসের মধ্যে পরিচালনা এবং আর্থিক অগ্রগতি দেখাতে হবে। এ নির্দেশ দিয়েছেন দেশটির বিমান পরিবহন মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা। এক প্রতিবেদনে খবরটি দিয়েছে সংবাদ সংস্থা নিউজওয়্যার।
মন্ত্রী নিমল সিরিপালা বলেন, সরকার জাতীয় এয়ারলাইনসের ৫১ কোটি ডলার বকেয়া ঋণ শোধ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। তাই এখন শ্রীলঙ্কান এয়ারলাইনসের অগ্রগতি দেখান উচিত।
সাম্প্রতিক অতীতে পরিচালনাগত সমস্যায় সৃষ্ট যাত্রীদের গুরুতর অসুবিধার কারণে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে শ্রীলঙ্কান এয়ারলাইনস। এরপর দেশটির প্রেসিডেন্টের প্রস্তাবের ভিত্তিতে সরকার ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছে এয়ারলাইনসটির মোট ১২০ কোটি ডলার ঋণ থেকে ৫১ কোটি ডলার শোধ করার জন্য তহবিল বরাদ্দ করেছে বলে জানান মন্ত্রী।
বিমান পরিবহন মন্ত্রী বলেছেন যে, একটি আকর্ষণীয় আর্থিক ব্যালেন্স শিটসহ শ্রীলঙ্কান এয়ারলাইনসকে আগামী ছয় মাসের মধ্যে পুনর্গঠন করার পরিকল্পনা করছে সরকার।
মন্ত্রী নিমল সিরিপালা আরও বলেছেন যে, এয়ারলাইনসের অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। পাশাপাশি আগামী ছয় মাসে কোম্পানিতে উল্লেখযোগ্য আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এ কারণে সংশ্লিষ্ট ইস্যুতে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রশাসনিক কর্মকর্তা এবং ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
লক্ষ্যমাত্রা অর্জিত না হলে প্রায় ৬০০০ কর্মচারীর চাকরিতে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম অনুসারে, মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা আজ সোমবার শ্রীলঙ্কান এয়ারলাইনসের প্রশাসন ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বিশেষ আলোচনায় এসব কথা বলেন।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৩ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৪ ঘণ্টা আগে