
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে। দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কন্যা তিনি। ফিলিপিনো প্রেসিডেন্টের প্রাসাদ থেকে এক বিবৃতির মাধ্যমে সারার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সারার পদত্যাগের বিষয়ে প্রেসিডেন্ট প্রাসাদের মুখপাত্র শেলয় গ্যারাফিল বলেছেন, তিনি শুধু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। শিক্ষামন্ত্রী হিসেবে তিনি আর দায়িত্ব পালন করবেন না। তবে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে থেকে যাবেন।
ফিলিপিনো গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সারা দুতার্তে দেশটির ন্যাশনাল টাস্কফোর্সের ভাইস চেয়ারপারসন হিসেবেও আর দায়িত্ব পালন করবেন না। এই টাস্কফোর্স দেশটির অস্ত্রধারী সমাজতান্ত্রিক সংগঠনগুলোর সংঘাত শেষ করতে কাজ করছে। সারার পদত্যাগপত্র ১৯ জুলাই থেকে কার্যকর হয়েছে বলেও জানা গেছে।
প্রেসিডেন্ট প্রাসাদের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, কী কারণে নিজের দায়-দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন—সেই বিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করেছেন সারা।
একটি পৃথক সংবাদ সম্মেলনে সারা অবশ্য মত দিয়েছেন—নিজের দুর্বলতার কারণে নয় বরং শিক্ষক এবং তরুণদের জন্য সত্যিকারের উদ্বেগের কারণেই তিনি পদত্যাগ করেছেন।
সারার পদত্যাগের পর তাঁর দায়িত্বে কে আসছেন, সেই বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি প্রেসিডেন্টের প্রাসাদ।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সারার আকস্মিক পদত্যাগ প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি এবং তাঁদের জোট ভেঙে যাওয়ার ইঙ্গিত দেয়।
দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের আমল শেষ হওয়ার পর ২০২২ সালে দুতার্তে ও মার্কোস পরিবার একটি কৌশলগত জোট গঠন করেছিল। সেই অনুযায়ী, সারা দুতার্তে ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাঁদের এই জোট নির্বচনে বড় সাফল্য দেখেছিল এবং তাঁরা বড় ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। ফার্দিনান্দ মার্কোস জুনিয়রও দেশটির সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের ছেলে। সিনিয়র মার্কোস ১৯৬৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন।
বিশ্লেষকেরা বলছেন, সারা এবং মার্কোসের জোটে ভাঙন ধরবে তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। তবে এটি এত তাড়াতাড়ি ঘটবে তা কেউ ভাবেনি।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে। দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কন্যা তিনি। ফিলিপিনো প্রেসিডেন্টের প্রাসাদ থেকে এক বিবৃতির মাধ্যমে সারার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সারার পদত্যাগের বিষয়ে প্রেসিডেন্ট প্রাসাদের মুখপাত্র শেলয় গ্যারাফিল বলেছেন, তিনি শুধু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। শিক্ষামন্ত্রী হিসেবে তিনি আর দায়িত্ব পালন করবেন না। তবে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে থেকে যাবেন।
ফিলিপিনো গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সারা দুতার্তে দেশটির ন্যাশনাল টাস্কফোর্সের ভাইস চেয়ারপারসন হিসেবেও আর দায়িত্ব পালন করবেন না। এই টাস্কফোর্স দেশটির অস্ত্রধারী সমাজতান্ত্রিক সংগঠনগুলোর সংঘাত শেষ করতে কাজ করছে। সারার পদত্যাগপত্র ১৯ জুলাই থেকে কার্যকর হয়েছে বলেও জানা গেছে।
প্রেসিডেন্ট প্রাসাদের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, কী কারণে নিজের দায়-দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন—সেই বিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করেছেন সারা।
একটি পৃথক সংবাদ সম্মেলনে সারা অবশ্য মত দিয়েছেন—নিজের দুর্বলতার কারণে নয় বরং শিক্ষক এবং তরুণদের জন্য সত্যিকারের উদ্বেগের কারণেই তিনি পদত্যাগ করেছেন।
সারার পদত্যাগের পর তাঁর দায়িত্বে কে আসছেন, সেই বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি প্রেসিডেন্টের প্রাসাদ।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সারার আকস্মিক পদত্যাগ প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি এবং তাঁদের জোট ভেঙে যাওয়ার ইঙ্গিত দেয়।
দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের আমল শেষ হওয়ার পর ২০২২ সালে দুতার্তে ও মার্কোস পরিবার একটি কৌশলগত জোট গঠন করেছিল। সেই অনুযায়ী, সারা দুতার্তে ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাঁদের এই জোট নির্বচনে বড় সাফল্য দেখেছিল এবং তাঁরা বড় ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। ফার্দিনান্দ মার্কোস জুনিয়রও দেশটির সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের ছেলে। সিনিয়র মার্কোস ১৯৬৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন।
বিশ্লেষকেরা বলছেন, সারা এবং মার্কোসের জোটে ভাঙন ধরবে তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। তবে এটি এত তাড়াতাড়ি ঘটবে তা কেউ ভাবেনি।

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর আটলান্টিকের দুই তীরের সম্পর্কের ফাটল এখন প্রকাশ্যে। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটনের বর্তমান আচরণ বিশ্বব্যবস্থাকে একটি ‘ডাকাতের আস্তানায়’ পরিণত...
৮ ঘণ্টা আগে
ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির শাসকগোষ্ঠী সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতির জন্য বিদেশে বিকল্প পরিকল্পনা (কনটিনজেন্সি প্ল্যান) প্রস্তুত করছে কি না—এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা তীব্র হয়েছে। একাধিক পশ্চিমা গণমাধ্যম ও রাজনৈতিক সূত্রে উঠে আসা প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের নেতৃত্ব সম্পদ...
৮ ঘণ্টা আগে
জাহাজটি আগে ‘বেলা-১’ নামে পরিচিত ছিল এবং গায়ানার পতাকাবাহী হিসেবে চলাচল করত। মার্কিন কোস্ট গার্ডের নজরদারি এড়াতে কয়েক সপ্তাহ ধরে জাহাজটি সাগরে লুকোচুরি খেলছিল। এমনকি নজরদারি এড়াতে জাহাজটির গায়ে নতুন রং মাখিয়ে ‘মেরিনেরা’ নাম দেওয়া হয় এবং রাশিয়ার পতাকা ব্যবহার শুরু করা হয়।
৯ ঘণ্টা আগে
রেনি নিকোল গুড ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালে ‘একাডেমি অব আমেরিকান পোয়েটস’ থেকে তিনি একটি আন্ডারগ্র্যাজুয়েট পুরস্কারও জিতেছিলেন।
১০ ঘণ্টা আগে