
আফগানিস্তানে ২০২১ সালে মার্কিন মদদপুষ্ট হামিদ কারজাই সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে তালেবান সরকার। আন্তর্জাতিক ঐকমত্যের সঙ্গে সংহতি প্রকাশ করে ভারত এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।
তবে এতদিন পর আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন ভারত সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এই প্রথম এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হলো। সেই সঙ্গে আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও বৈঠক করেছেন এই ভারতীয় কর্মকর্তা।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন আজ শনিবার এক প্রতিবেদনে দ্য ওয়্যারের বরাতে এ তথ্য জানায়।
শুক্রবার প্রকাশিত দ্য ওয়্যারের প্রতিবেদনে জানানো হয়, গত ৫ নভেম্বর কাবুলে তালেবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মৌলভি মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানিস্তান, পাকিস্তান ও ইরান বিষয়ক যুগ্ম সচিব জে পি সিংয়ের মধ্যে বৈঠক হয়েছে।
এ ছাড়া জে পি সিং তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও বৈঠক করেন।
এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো কাবুল সফর করলেন জে পি সিং।
দ্য ওয়্যারের প্রতিবেদনে আরও জানা যায়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বিশেষ করে মানবিক সহযোগিতা এবং আফগানিস্তান ও ভারতের মধ্যে যোগাযোগ জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দুই পক্ষ।
২০২৩ সালের মে মাসে দ্য ওয়্যারই প্রথম প্রকাশ করে, ভারতে তৎকালীন ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রদূতকে সরিয়ে কূটনীতিক কাদির শাহকে শার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব দেওয়ার চেষ্টা করেছিল তালেবান সরকার।
গত বছর আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজাই ও বেশির ভাগ আফগান কূটনীতিকের ভারত ত্যাগের পর সেখানে থাকা শিক্ষার্থীসহ আফগান সম্প্রদায় অনিশ্চিত অবস্থায় পড়ে।

আফগানিস্তানে ২০২১ সালে মার্কিন মদদপুষ্ট হামিদ কারজাই সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে তালেবান সরকার। আন্তর্জাতিক ঐকমত্যের সঙ্গে সংহতি প্রকাশ করে ভারত এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।
তবে এতদিন পর আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন ভারত সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এই প্রথম এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হলো। সেই সঙ্গে আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও বৈঠক করেছেন এই ভারতীয় কর্মকর্তা।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন আজ শনিবার এক প্রতিবেদনে দ্য ওয়্যারের বরাতে এ তথ্য জানায়।
শুক্রবার প্রকাশিত দ্য ওয়্যারের প্রতিবেদনে জানানো হয়, গত ৫ নভেম্বর কাবুলে তালেবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মৌলভি মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানিস্তান, পাকিস্তান ও ইরান বিষয়ক যুগ্ম সচিব জে পি সিংয়ের মধ্যে বৈঠক হয়েছে।
এ ছাড়া জে পি সিং তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও বৈঠক করেন।
এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো কাবুল সফর করলেন জে পি সিং।
দ্য ওয়্যারের প্রতিবেদনে আরও জানা যায়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বিশেষ করে মানবিক সহযোগিতা এবং আফগানিস্তান ও ভারতের মধ্যে যোগাযোগ জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দুই পক্ষ।
২০২৩ সালের মে মাসে দ্য ওয়্যারই প্রথম প্রকাশ করে, ভারতে তৎকালীন ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রদূতকে সরিয়ে কূটনীতিক কাদির শাহকে শার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব দেওয়ার চেষ্টা করেছিল তালেবান সরকার।
গত বছর আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজাই ও বেশির ভাগ আফগান কূটনীতিকের ভারত ত্যাগের পর সেখানে থাকা শিক্ষার্থীসহ আফগান সম্প্রদায় অনিশ্চিত অবস্থায় পড়ে।

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর আটলান্টিকের দুই তীরের সম্পর্কের ফাটল এখন প্রকাশ্যে। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটনের বর্তমান আচরণ বিশ্বব্যবস্থাকে একটি ‘ডাকাতের আস্তানায়’ পরিণত...
৬ ঘণ্টা আগে
ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির শাসকগোষ্ঠী সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতির জন্য বিদেশে বিকল্প পরিকল্পনা (কনটিনজেন্সি প্ল্যান) প্রস্তুত করছে কি না—এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা তীব্র হয়েছে। একাধিক পশ্চিমা গণমাধ্যম ও রাজনৈতিক সূত্রে উঠে আসা প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের নেতৃত্ব সম্পদ...
৬ ঘণ্টা আগে
জাহাজটি আগে ‘বেলা-১’ নামে পরিচিত ছিল এবং গায়ানার পতাকাবাহী হিসেবে চলাচল করত। মার্কিন কোস্ট গার্ডের নজরদারি এড়াতে কয়েক সপ্তাহ ধরে জাহাজটি সাগরে লুকোচুরি খেলছিল। এমনকি নজরদারি এড়াতে জাহাজটির গায়ে নতুন রং মাখিয়ে ‘মেরিনেরা’ নাম দেওয়া হয় এবং রাশিয়ার পতাকা ব্যবহার শুরু করা হয়।
৭ ঘণ্টা আগে
রেনি নিকোল গুড ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালে ‘একাডেমি অব আমেরিকান পোয়েটস’ থেকে তিনি একটি আন্ডারগ্র্যাজুয়েট পুরস্কারও জিতেছিলেন।
৮ ঘণ্টা আগে