
চলতি সপ্তাহে চতুর্থবারের মতো পরীক্ষামূলকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, পিয়ংইয়ংকে প্রতিহত করতে সিউল, টোকিও ও ওয়াশিংটনের যৌথ সামরিক মহড়ার জেরে আজ শনিবার ভোরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী কোরীয় উপদ্বীপের জলসীমায় বড় আকারের মহড়া চালানোর কয়েক দিন পরে গতকাল শুক্রবার পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্র সাবমেরিন প্রতিহত করার যৌথ মহড়ায় অংশ নেয় বলে জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আরও জানিয়েছে, পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে ভোর ৬টা ৪৫ মিনিট থেকে সকাল ৭টা ৩ মিনিটের মধ্যে পূর্ব সাগরের দিকে ছোড়া দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। উল্লেখ্য, ওই জলসীমা জাপান সাগর নামেও পরিচিত।
এই ঘটনাকে ‘চরম উসকানিমূলক’ দাবি করে সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ঘণ্টায় প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার বেগে প্রায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত উড্ডয়ন করতে সক্ষম।
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করে টোকিও জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে অবতরণ করেছে। জাপানের উপ-প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলো অনিয়মিত গতিপথে উড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের দক্ষিণ কোরিয়া সফর শেষে সিউল ছাড়ার কয়েক ঘণ্টা পরই দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।

চলতি সপ্তাহে চতুর্থবারের মতো পরীক্ষামূলকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, পিয়ংইয়ংকে প্রতিহত করতে সিউল, টোকিও ও ওয়াশিংটনের যৌথ সামরিক মহড়ার জেরে আজ শনিবার ভোরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী কোরীয় উপদ্বীপের জলসীমায় বড় আকারের মহড়া চালানোর কয়েক দিন পরে গতকাল শুক্রবার পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্র সাবমেরিন প্রতিহত করার যৌথ মহড়ায় অংশ নেয় বলে জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আরও জানিয়েছে, পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে ভোর ৬টা ৪৫ মিনিট থেকে সকাল ৭টা ৩ মিনিটের মধ্যে পূর্ব সাগরের দিকে ছোড়া দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। উল্লেখ্য, ওই জলসীমা জাপান সাগর নামেও পরিচিত।
এই ঘটনাকে ‘চরম উসকানিমূলক’ দাবি করে সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ঘণ্টায় প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার বেগে প্রায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত উড্ডয়ন করতে সক্ষম।
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করে টোকিও জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে অবতরণ করেছে। জাপানের উপ-প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলো অনিয়মিত গতিপথে উড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের দক্ষিণ কোরিয়া সফর শেষে সিউল ছাড়ার কয়েক ঘণ্টা পরই দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।

২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
২০ মিনিট আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
১ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৩ ঘণ্টা আগে
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সং
৩ ঘণ্টা আগে