
মিয়ানমারের জান্তা সরকারকে রাশিয়ার তৈরি অস্ত্র সরবরাহের অভিযোগে দেশটির একটি ব্যবসায়ী গ্রুপ ও তাদের প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ (রাজস্ব বিভাগ) জানিয়েছে, ডাইনেস্টি ইন্টারন্যাশনালের মালিক অং মো মিন্ট ও হ্লাইং মো মিন্ট এবং কোম্পানির পরিচালক মায়ো থিসারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই ব্যবসায়ীরা জান্তা সরকারের জন্য বেলারুশ থেকে অস্ত্র ও উড়োজাহাজ কিনতে চান। তাঁরা যাতে অস্ত্র কিনতে না পারেন, এ জন্য তাঁদের নিষেধাজ্ঞার কালো তালিকায় রাখা হয়েছে। কারণ, এসব অস্ত্র মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নমূলক কাজে সহযোগিতা করবে।
ট্রেজারি বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা মিয়ানমারের জনগণের ওপর দেওয়া হয়নি, যারা দীর্ঘদিন ধরে জান্তা শাসকদের নিপীড়নের শিকার হয়ে আসছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ‘মিয়ানমারের সেনাবাহিনী রাশিয়া ও বেলারুশের সঙ্গে সম্পর্ক স্থাপন করার পর সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনকে যারাই সমর্থন করবে তাদের ওপর আমরা নিষেধাজ্ঞা অব্যাহত রাখব।’
এর আগে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিয়ানমারের সাবেক পুলিশপ্রধান এবং উপস্বরাষ্ট্রমন্ত্রী থান হ্লাইংকের ওপরেরও নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর।
আইনি পরামর্শক সংস্থা জাস্টিস ফর মিয়ানমারের মুখপাত্র ইয়াদানার মং বলেছেন, ‘সামরিক প্রশাসনের অর্থ ও সামরিক অস্ত্রের উৎস বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি কিছু করতে হবে।’
ডাইনেস্টি ইন্টারন্যাশনালের ওপর নিষেধাজ্ঞা মিয়ানমার জান্তার মূল সক্ষমতাকে ব্যাহত করতে সাহায্য করবে বলেও মন্তব্য করেছেন তিনি।
গত বছরের ফেব্রুয়ারিতে অং সান সু চির গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর বিক্ষোভ শুরু হলে সহিংস কায়দায় তা দমন করে জান্তা সরকার। মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে অভ্যুত্থানের পর থেকে ২ হাজার ৩০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং অন্তত ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

মিয়ানমারের জান্তা সরকারকে রাশিয়ার তৈরি অস্ত্র সরবরাহের অভিযোগে দেশটির একটি ব্যবসায়ী গ্রুপ ও তাদের প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ (রাজস্ব বিভাগ) জানিয়েছে, ডাইনেস্টি ইন্টারন্যাশনালের মালিক অং মো মিন্ট ও হ্লাইং মো মিন্ট এবং কোম্পানির পরিচালক মায়ো থিসারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই ব্যবসায়ীরা জান্তা সরকারের জন্য বেলারুশ থেকে অস্ত্র ও উড়োজাহাজ কিনতে চান। তাঁরা যাতে অস্ত্র কিনতে না পারেন, এ জন্য তাঁদের নিষেধাজ্ঞার কালো তালিকায় রাখা হয়েছে। কারণ, এসব অস্ত্র মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নমূলক কাজে সহযোগিতা করবে।
ট্রেজারি বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা মিয়ানমারের জনগণের ওপর দেওয়া হয়নি, যারা দীর্ঘদিন ধরে জান্তা শাসকদের নিপীড়নের শিকার হয়ে আসছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ‘মিয়ানমারের সেনাবাহিনী রাশিয়া ও বেলারুশের সঙ্গে সম্পর্ক স্থাপন করার পর সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনকে যারাই সমর্থন করবে তাদের ওপর আমরা নিষেধাজ্ঞা অব্যাহত রাখব।’
এর আগে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিয়ানমারের সাবেক পুলিশপ্রধান এবং উপস্বরাষ্ট্রমন্ত্রী থান হ্লাইংকের ওপরেরও নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর।
আইনি পরামর্শক সংস্থা জাস্টিস ফর মিয়ানমারের মুখপাত্র ইয়াদানার মং বলেছেন, ‘সামরিক প্রশাসনের অর্থ ও সামরিক অস্ত্রের উৎস বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি কিছু করতে হবে।’
ডাইনেস্টি ইন্টারন্যাশনালের ওপর নিষেধাজ্ঞা মিয়ানমার জান্তার মূল সক্ষমতাকে ব্যাহত করতে সাহায্য করবে বলেও মন্তব্য করেছেন তিনি।
গত বছরের ফেব্রুয়ারিতে অং সান সু চির গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর বিক্ষোভ শুরু হলে সহিংস কায়দায় তা দমন করে জান্তা সরকার। মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে অভ্যুত্থানের পর থেকে ২ হাজার ৩০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং অন্তত ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
২ ঘণ্টা আগে
দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৩ ঘণ্টা আগে
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এই বাসিন্দা অবাক হয়ে দেখেন, তাঁর বয়সী পুরুষেরা ইন্টারনেটে উপহাসের পাত্র হয়ে উঠেছেন। জেন-জি এবং তুলনামূলক তরুণ মিলেনিয়ালদের ফ্যাশন অনুকরণ করার জন্যই তাঁদের নিয়ে ঠাট্টা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে