
মন্ত্রিসভার রদবদলে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব হারিয়ে পদত্যাগ করেছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্ণপ্রী বাহিদ্ধা-নুকারা। আজ রোববার তিনি পদত্যাগের ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
থাই সরকারের মুখপাত্র চাই ওয়াচারোঙ্কে রয়টার্সকে জানিয়েছেন যে, পর্ণপ্রীর পদত্যাগপত্র পেয়েছেন থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন।
চাই ওয়াচারোঙ্কে আরও বলেন যে, পর্ণপ্রীর পদত্যাগ পররাষ্ট্র বিষয়ক সরকারি কাজে প্রভাব ফেলবে না কারণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব এবং কর্মকর্তারা তার পরিবর্তে কাজ করতে পারেন।
পদত্যাগের ব্যাপারে মন্তব্যের জন্য পর্ণপ্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।
থাইল্যান্ডের রাজার দ্বারা অনুমোদিত এবং সরকারি রয়্যাল গেজেটে প্রকাশিত স্রেথা থাভিসিনের নতুন মন্ত্রিসভায় পর্ণপ্রী বাহিদ্ধা-নুকারাকে শুধুমাত্র পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তালিকাভুক্ত দেখানো হয়েছে। উপ-প্রধানমন্ত্রী হিসেবে সেখানে পর্ণপ্রীকে রাখা হয়নি।
স্থানীয় গণমাধ্যম অনুসারে, পর্ণপ্রীর পদত্যাগপত্রে বলা হয়েছে যে, তিনি বিশ্বাস করেন তাকে উপ-প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়েছে তার পারফরম্যান্সের কারণে নয়। গত বছর মন্ত্রিসভায় যোগদানের পর থেকে তিনি কৃতিত্বের সাক্ষর রেখেছেন।
পর্ণপ্রী বাহিদ্ধা-নুকারা বলেছেন যে, তিনি সততার সঙ্গে আন্তর্জাতিক বিষয়াবলি এবং আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে ভালোভাবে কাজ করেছেন, সরকার কর্তৃক ঘোষিত বেশি সংখ্যক বিদেশিদের বিনিয়োগে আকৃষ্ট করেছেন এবং দেশের বাণিজ্যের দ্বার উন্মুক্ত করতে সরকারের অর্থনৈতিক কূটনীতিকে কার্যকরভাবে বাস্তবায়ন করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান। আজ রোববার স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে স্রেথা থাভিসিনের মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন পর্ণপ্রী। তিনি বলেছেন যে, নীতি বজায় রাখা এবং উভয় ভূমিকাতেই নিজের কাজের প্রতি তার সম্পূর্ণ আস্থা রয়েছে।

মন্ত্রিসভার রদবদলে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব হারিয়ে পদত্যাগ করেছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্ণপ্রী বাহিদ্ধা-নুকারা। আজ রোববার তিনি পদত্যাগের ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
থাই সরকারের মুখপাত্র চাই ওয়াচারোঙ্কে রয়টার্সকে জানিয়েছেন যে, পর্ণপ্রীর পদত্যাগপত্র পেয়েছেন থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন।
চাই ওয়াচারোঙ্কে আরও বলেন যে, পর্ণপ্রীর পদত্যাগ পররাষ্ট্র বিষয়ক সরকারি কাজে প্রভাব ফেলবে না কারণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব এবং কর্মকর্তারা তার পরিবর্তে কাজ করতে পারেন।
পদত্যাগের ব্যাপারে মন্তব্যের জন্য পর্ণপ্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।
থাইল্যান্ডের রাজার দ্বারা অনুমোদিত এবং সরকারি রয়্যাল গেজেটে প্রকাশিত স্রেথা থাভিসিনের নতুন মন্ত্রিসভায় পর্ণপ্রী বাহিদ্ধা-নুকারাকে শুধুমাত্র পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তালিকাভুক্ত দেখানো হয়েছে। উপ-প্রধানমন্ত্রী হিসেবে সেখানে পর্ণপ্রীকে রাখা হয়নি।
স্থানীয় গণমাধ্যম অনুসারে, পর্ণপ্রীর পদত্যাগপত্রে বলা হয়েছে যে, তিনি বিশ্বাস করেন তাকে উপ-প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়েছে তার পারফরম্যান্সের কারণে নয়। গত বছর মন্ত্রিসভায় যোগদানের পর থেকে তিনি কৃতিত্বের সাক্ষর রেখেছেন।
পর্ণপ্রী বাহিদ্ধা-নুকারা বলেছেন যে, তিনি সততার সঙ্গে আন্তর্জাতিক বিষয়াবলি এবং আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে ভালোভাবে কাজ করেছেন, সরকার কর্তৃক ঘোষিত বেশি সংখ্যক বিদেশিদের বিনিয়োগে আকৃষ্ট করেছেন এবং দেশের বাণিজ্যের দ্বার উন্মুক্ত করতে সরকারের অর্থনৈতিক কূটনীতিকে কার্যকরভাবে বাস্তবায়ন করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান। আজ রোববার স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে স্রেথা থাভিসিনের মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন পর্ণপ্রী। তিনি বলেছেন যে, নীতি বজায় রাখা এবং উভয় ভূমিকাতেই নিজের কাজের প্রতি তার সম্পূর্ণ আস্থা রয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় নেতানিয়াহুর দপ্তর জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে...
১৫ মিনিট আগে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহের চীন সফর করবেন। এই সময়ে ব্রিটেন ও চীন ব্যবসায়িক সংলাপে এক ‘সোনালি যুগ’ পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছে। এ উদ্যোগ সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে। উভয় দেশের শীর্ষ নির্বাহীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে