
ইলন মাস্কের সঙ্গে হাইপ্রোফাইল সব বৈঠক দেখা যাচ্ছে তাঁর ছোট ছেলে ‘এক্স’কে। সপ্তাহ খানেক আগে, মাস্ক তাঁর ছেলেকে নিয়ে গিয়েছিলেন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয়ে। আর সেই দিনের পর ট্রাম্প ওভাল অফিসের আইকনিক রেজোলিউট ডেস্কটি সংস্কারের জন্য সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইলন মাস্কের ৪ বছর বয়সী ছেলে এক্স গত সপ্তাহে ওভাল অফিসে লাইভ টিভিতে নাক খুঁটে সেই হাত রেজোলিউট ডেস্কে মোছার পর।
মাস্কের ছোট সন্তান, যার পুরো নাম এক্স এ-১২, তাঁর বাবার সঙ্গে ট্রাম্পের ওভাল অফিসে উপস্থিত হয়েছিল সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) কাজ সম্পর্কে একটি যৌথ প্রশ্নোত্তর সেশনে। সেখানে সে অস্থিরভাবে ঘুরে বেড়ায়, বকবক করে এবং একপর্যায়ে নাক খুঁটে সেই হাত ডেস্কে মোছে।
ট্রাম্পের জীবাণুভীতি সর্বজনবিদিত। এই ঘটনার পর, ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রকাশ করেন যে, রেজোলিউট ডেস্কটি সাময়িকভাবে সি অ্যান্ড ও ডেস্ক দিয়ে প্রতিস্থাপিত হয়েছে।
এই সি অ্যান্ড ও ডেস্কটি বর্তমান প্রেসিডেন্টের জন্য সংরক্ষিত ছয়টি ডেস্কের একটি। ট্রাম্প লিখেছেন, ‘এই সি অ্যান্ড ও ডেস্কটি সুপরিচিত এবং প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ এবং অন্য প্রেসিডেন্টরা এটি ব্যবহার করেছেন। এটিকে সাময়িকভাবে হোয়াইট হাউসে আনা হয়েছে। রেজোলিউট ডেস্কটি সংস্কার করা হচ্ছে, এটি একটি খুব গুরুত্বপূর্ণ কাজ। বর্তমান ডেস্কটি সুন্দর হলেও এটি সাময়িক প্রতিস্থাপন!’
সি অ্যান্ড ও—মূলত চেসাপিক অ্যান্ড ওহিও রেলওয়ের সংক্ষিপ্ত রূপ। এই কোম্পানির জন্যই টেবিলটি তৈরি করা হয়েছিল এবং এটি প্রথমে ১৯৭৫ সালে ওভাল অফিস স্টাডিতে ব্যবহৃত হয়। পরে ১৯৮৭ সালে রেল কোম্পানি জিএসএক্স এটি হোয়াইট হাউসে দান করে।
রেজোলিউট ডেস্কটি সম্ভবত ওভাল অফিসের সবচেয়ে বিখ্যাত এবং সুপরিচিত ডেস্ক, যা ব্রিটিশ আর্কটিক এক্সপ্লোরেশন জাহাজ এইচএমএস রেজোলিউটের অবশেষ থেকে তৈরি করা হয়েছিল এবং ১৮৮০ সালে রানি ভিক্টোরিয়া প্রেসিডেন্ট রাদারফোর্ড বি হেইসকে উপহার দিয়েছিলেন।
আরও খবর পড়ুন:

ইলন মাস্কের সঙ্গে হাইপ্রোফাইল সব বৈঠক দেখা যাচ্ছে তাঁর ছোট ছেলে ‘এক্স’কে। সপ্তাহ খানেক আগে, মাস্ক তাঁর ছেলেকে নিয়ে গিয়েছিলেন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয়ে। আর সেই দিনের পর ট্রাম্প ওভাল অফিসের আইকনিক রেজোলিউট ডেস্কটি সংস্কারের জন্য সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইলন মাস্কের ৪ বছর বয়সী ছেলে এক্স গত সপ্তাহে ওভাল অফিসে লাইভ টিভিতে নাক খুঁটে সেই হাত রেজোলিউট ডেস্কে মোছার পর।
মাস্কের ছোট সন্তান, যার পুরো নাম এক্স এ-১২, তাঁর বাবার সঙ্গে ট্রাম্পের ওভাল অফিসে উপস্থিত হয়েছিল সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) কাজ সম্পর্কে একটি যৌথ প্রশ্নোত্তর সেশনে। সেখানে সে অস্থিরভাবে ঘুরে বেড়ায়, বকবক করে এবং একপর্যায়ে নাক খুঁটে সেই হাত ডেস্কে মোছে।
ট্রাম্পের জীবাণুভীতি সর্বজনবিদিত। এই ঘটনার পর, ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রকাশ করেন যে, রেজোলিউট ডেস্কটি সাময়িকভাবে সি অ্যান্ড ও ডেস্ক দিয়ে প্রতিস্থাপিত হয়েছে।
এই সি অ্যান্ড ও ডেস্কটি বর্তমান প্রেসিডেন্টের জন্য সংরক্ষিত ছয়টি ডেস্কের একটি। ট্রাম্প লিখেছেন, ‘এই সি অ্যান্ড ও ডেস্কটি সুপরিচিত এবং প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ এবং অন্য প্রেসিডেন্টরা এটি ব্যবহার করেছেন। এটিকে সাময়িকভাবে হোয়াইট হাউসে আনা হয়েছে। রেজোলিউট ডেস্কটি সংস্কার করা হচ্ছে, এটি একটি খুব গুরুত্বপূর্ণ কাজ। বর্তমান ডেস্কটি সুন্দর হলেও এটি সাময়িক প্রতিস্থাপন!’
সি অ্যান্ড ও—মূলত চেসাপিক অ্যান্ড ওহিও রেলওয়ের সংক্ষিপ্ত রূপ। এই কোম্পানির জন্যই টেবিলটি তৈরি করা হয়েছিল এবং এটি প্রথমে ১৯৭৫ সালে ওভাল অফিস স্টাডিতে ব্যবহৃত হয়। পরে ১৯৮৭ সালে রেল কোম্পানি জিএসএক্স এটি হোয়াইট হাউসে দান করে।
রেজোলিউট ডেস্কটি সম্ভবত ওভাল অফিসের সবচেয়ে বিখ্যাত এবং সুপরিচিত ডেস্ক, যা ব্রিটিশ আর্কটিক এক্সপ্লোরেশন জাহাজ এইচএমএস রেজোলিউটের অবশেষ থেকে তৈরি করা হয়েছিল এবং ১৮৮০ সালে রানি ভিক্টোরিয়া প্রেসিডেন্ট রাদারফোর্ড বি হেইসকে উপহার দিয়েছিলেন।
আরও খবর পড়ুন:

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৪ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৫ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৫ ঘণ্টা আগে