Ajker Patrika

করোনায় দৈনিক শনাক্তের শীর্ষে যুক্তরাষ্ট্র, মৃত্যুতে ইন্দোনেশিয়া

করোনায় দৈনিক শনাক্তের শীর্ষে যুক্তরাষ্ট্র, মৃত্যুতে ইন্দোনেশিয়া

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ২৭০ জন; যা আগের দিনের তুলনায় প্রায় আড়াইশো জন বেশি। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছেন ৬ লাখ ৯৭ হাজার ৩৬৬ জন; যা আগের দিনের তুলনায় প্রায় ১৭ হাজার জন বেশি। 
 
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ২৮৮ জন। এ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৬২ লাখ ৯৮ হাজার ৮৭ জনের। মোট মারা গেছেন ৬ লাখ ৩১ হাজার ৮৬০ জন। 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ১ হাজার ৭৩৯ জনের। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ৭৬৪ জন। এ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩৫ লাখ ৬৮ হাজার ৩৩১ জনের। আর মারা গেছেন ১ লাখ ২ হাজার ৩৭৫ জন। 
 
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৪২৩ জনের। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ লাখ ৭৯ হাজার ৩৪৬ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ১৪ লাখ ৯ হাজার ৬২২ জন। 
 
উল্লেখ্য, ২০১৯ সালের শেষদিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত