আজকের পত্রিকা ডেস্ক

আটলান্টিক মহাসাগরে টানা ১৪ দিন ধাওয়ার পর ভেনেজুয়েলা সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে মার্কিন বিশেষ বাহিনী। রুশ পতাকা লাগিয়ে এবং নাম পরিবর্তন করে পার পাওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি ‘মেরিনেরা’ (আগর নাম বেলা-১) নামক এই বিশাল জাহাজটির। আজ বুধবার (৭ জানুয়ারি) মার্কিন ইউরোপীয় কমান্ড (ইউকম) এই অভিযানের কথা নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্স আজ বুধবার প্রথম এই খবর প্রকাশ করে। রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, অভিযানে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ও সামরিক বাহিনী অংশ নেয়।
এর আগে এই অভিযানকে কেন্দ্র করে উত্তর আটলান্টিকের আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল। তখন থেকে রাশিয়ার একটি সাবমেরিন ও যুদ্ধজাহাজ ট্যাংকারটিকে পাহারা দিলেও মার্কিন কমান্ডোরা শেষ পর্যন্ত সেটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।
মার্কিন প্রশাসন জানায়, ‘বেলা-১’ নামের এই জাহাজটি মূলত ভেনেজুয়েলার তেল পাচারের কাজে নিয়োজিত একটি ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া বহরের অংশ। গত মাসে ভেনেজুয়েলা উপকূলে মার্কিন কোস্ট গার্ড এটিকে থামানোর চেষ্টা করলে এটি দ্রুত গতিপথ পরিবর্তন করে আটলান্টিকের দিকে পালিয়ে যায়।
ধাওয়ার মুখে থাকা অবস্থায় জাহাজের কর্মীরা রাতারাতি সেটির নাম পরিবর্তন করে ‘মেরিনেরা’ রাখেন এবং জাহাজের গায়ে কাঁচা হাতে রাশিয়ার পতাকা এঁকে দেন। এমনকি রুশ সরকার তড়িঘড়ি করে জাহাজটিকে নিজেদের নামে নিবন্ধন করে। তবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই পরিবর্তনকে স্বীকৃতি না দিয়ে জাহাজটিকে ‘পতাকাহীন’ বা রাষ্ট্রহীন হিসেবে গণ্য করে অভিযান চালানোর নির্দেশ দেয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি ব্যবহার করে এই বিশাল অভিযান পরিচালনা করা হয়। প্রথমে ইংল্যান্ডের মিলডেনহল ও ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন পি-৮ সার্ভেইল্যান্স বিমান, এসি-১৩০ গানশিপ এবং ভি-২২ অস্প্রে হেলিকপ্টার আকাশে ওড়ে। অন্তত ১২টি সি-১৭ গ্লোবমাস্টার পরিবহন বিমান এই অভিযানে রসদ জোগায়।
পরবর্তীতে মার্কিন কোস্ট গার্ডের কাটার ও বিশেষ বাহিনীর সদস্যরা হেলিকপ্টারের মাধ্যমে চলন্ত জাহাজে অবতরণ করেন। আইসল্যান্ড ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের মাঝামাঝি এলাকায় প্রচণ্ড প্রতিকূল আবহাওয়ার মধ্যেই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মার্কিন কমান্ডোরা জাহাজটিতে চড়াও হন এবং ক্রুদের জিম্মি করে নিয়ন্ত্রণ নেন।

আটলান্টিক মহাসাগরে টানা ১৪ দিন ধাওয়ার পর ভেনেজুয়েলা সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে মার্কিন বিশেষ বাহিনী। রুশ পতাকা লাগিয়ে এবং নাম পরিবর্তন করে পার পাওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি ‘মেরিনেরা’ (আগর নাম বেলা-১) নামক এই বিশাল জাহাজটির। আজ বুধবার (৭ জানুয়ারি) মার্কিন ইউরোপীয় কমান্ড (ইউকম) এই অভিযানের কথা নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্স আজ বুধবার প্রথম এই খবর প্রকাশ করে। রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, অভিযানে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ও সামরিক বাহিনী অংশ নেয়।
এর আগে এই অভিযানকে কেন্দ্র করে উত্তর আটলান্টিকের আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল। তখন থেকে রাশিয়ার একটি সাবমেরিন ও যুদ্ধজাহাজ ট্যাংকারটিকে পাহারা দিলেও মার্কিন কমান্ডোরা শেষ পর্যন্ত সেটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।
মার্কিন প্রশাসন জানায়, ‘বেলা-১’ নামের এই জাহাজটি মূলত ভেনেজুয়েলার তেল পাচারের কাজে নিয়োজিত একটি ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া বহরের অংশ। গত মাসে ভেনেজুয়েলা উপকূলে মার্কিন কোস্ট গার্ড এটিকে থামানোর চেষ্টা করলে এটি দ্রুত গতিপথ পরিবর্তন করে আটলান্টিকের দিকে পালিয়ে যায়।
ধাওয়ার মুখে থাকা অবস্থায় জাহাজের কর্মীরা রাতারাতি সেটির নাম পরিবর্তন করে ‘মেরিনেরা’ রাখেন এবং জাহাজের গায়ে কাঁচা হাতে রাশিয়ার পতাকা এঁকে দেন। এমনকি রুশ সরকার তড়িঘড়ি করে জাহাজটিকে নিজেদের নামে নিবন্ধন করে। তবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই পরিবর্তনকে স্বীকৃতি না দিয়ে জাহাজটিকে ‘পতাকাহীন’ বা রাষ্ট্রহীন হিসেবে গণ্য করে অভিযান চালানোর নির্দেশ দেয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি ব্যবহার করে এই বিশাল অভিযান পরিচালনা করা হয়। প্রথমে ইংল্যান্ডের মিলডেনহল ও ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন পি-৮ সার্ভেইল্যান্স বিমান, এসি-১৩০ গানশিপ এবং ভি-২২ অস্প্রে হেলিকপ্টার আকাশে ওড়ে। অন্তত ১২টি সি-১৭ গ্লোবমাস্টার পরিবহন বিমান এই অভিযানে রসদ জোগায়।
পরবর্তীতে মার্কিন কোস্ট গার্ডের কাটার ও বিশেষ বাহিনীর সদস্যরা হেলিকপ্টারের মাধ্যমে চলন্ত জাহাজে অবতরণ করেন। আইসল্যান্ড ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের মাঝামাঝি এলাকায় প্রচণ্ড প্রতিকূল আবহাওয়ার মধ্যেই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মার্কিন কমান্ডোরা জাহাজটিতে চড়াও হন এবং ক্রুদের জিম্মি করে নিয়ন্ত্রণ নেন।

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর আটলান্টিকের দুই তীরের সম্পর্কের ফাটল এখন প্রকাশ্যে। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটনের বর্তমান আচরণ বিশ্বব্যবস্থাকে একটি ‘ডাকাতের আস্তানায়’ পরিণত...
৯ মিনিট আগে
ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির শাসকগোষ্ঠী সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতির জন্য বিদেশে বিকল্প পরিকল্পনা (কনটিনজেন্সি প্ল্যান) প্রস্তুত করছে কি না—এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা তীব্র হয়েছে। একাধিক পশ্চিমা গণমাধ্যম ও রাজনৈতিক সূত্রে উঠে আসা প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের নেতৃত্ব সম্পদ...
৩০ মিনিট আগে
জাহাজটি আগে ‘বেলা-১’ নামে পরিচিত ছিল এবং গায়ানার পতাকাবাহী হিসেবে চলাচল করত। মার্কিন কোস্ট গার্ডের নজরদারি এড়াতে কয়েক সপ্তাহ ধরে জাহাজটি সাগরে লুকোচুরি খেলছিল। এমনকি নজরদারি এড়াতে জাহাজটির গায়ে নতুন রং মাখিয়ে ‘মেরিনেরা’ নাম দেওয়া হয় এবং রাশিয়ার পতাকা ব্যবহার শুরু করা হয়।
২ ঘণ্টা আগে
রেনি নিকোল গুড ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালে ‘একাডেমি অব আমেরিকান পোয়েটস’ থেকে তিনি একটি আন্ডারগ্র্যাজুয়েট পুরস্কারও জিতেছিলেন।
২ ঘণ্টা আগে