আজকের পত্রিকা ডেস্ক

গাজায় থামছেই না মৃত্যুর মিছিল। ইসরায়েলি হামলায় প্রতিদিনই সেই মিছিলে বাড়ছে মানুষের সংখ্যা। গতকাল সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় গাজাজুড়ে নিহত হয়েছে আরও প্রায় এক শ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার ইসরায়েলের হামলায় গাজাজুড়ে নিহত হয়েছে অন্তত ৯৫ জন। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা।
আল-জাজিরার তথ্য অনুযায়ী, ক্যাফে, স্কুলের মতো বেসামরিক স্থাপনাগুলোয় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। হামলা চালিয়েছে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোত, যা আইডিএফ নিয়মিতই করছে। নিহতদের মধ্যে ৬২ জনই গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, গাজা সিটির উত্তরাংশে সমুদ্রের কাছে অবস্থিত আল-বাকা নামক একটি ক্যাফেতে হামলা চালিয়ে ৩৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নিহতদের মধ্যে রয়েছেন এক গণমাধ্যমকর্মীও। নিহত ওই গণমাধ্যমকর্মীর নাম ইসমাইল আবু হাতাব। ওই হামলায় নিহত হয়েছে তার স্ত্রী ও সন্তানও।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ক্যাফেটিতে মূলত এক শিশুর জন্মদিনের আয়োজন চলছিল। যেকারণে সেখানে অনেক ভিড় ছিল। হঠাৎ ইসরায়েলি বোমা এসে উড়িয়ে দেয় সবকিছু। তিনি প্রশ্ন তোলেন, ‘এখানে তো কোনো রাজনৈতিক বা সামরিক কার্যকলাপ চলছিল না। জন্মদিনের অনুষ্ঠানের সঙ্গে সেসবের কোনো সম্পর্ক নেই। তাহলে কেন এখানে হামলা চালানো হলো?’
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বিস্ফোরণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ক্যাফেটি। গাজা শহর থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ক্যাফেটিতে এই হামলা চালানো হয়। তার তথ্যমতে, বিস্ফোরণে অনেকের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। তিনি বলেন, ‘বিস্ফোরণের তীব্রতা এত ভয়াবহ ছিল যে মানুষের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে রক্তের দাগ। মৃতদেহ এবং মাংসের টুকরো সরিয়েছে উদ্ধারকর্মীরা।’
গতকাল ওই ক্যাফে ছাড়াও গাজা শহরের ইয়াফা স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি। স্থানীয়দের অভিযোগ—এক ঘোষণায় ওই স্কুলটি ছাড়তে মাত্র ৫ মিনিট সময় দেওয়া হয়েছিল তাদের। কোনোমতে জীবন নিয়ে পালিয়েছেন তারা।
হামলা হয়েছে আল-আকসা হাসপাতাল প্রাঙ্গণেও। হামলার স্থান থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুম জানান, ভয়াবহ বিস্ফোরণে আগে ন্যূনতম কোনো সতর্কতা জারি করেনি ইসরায়েলি বাহিনী। তিনি বলেন, ‘হামলার স্থানটি আমাদের সম্প্রচারের পয়েন্ট থেকে মাত্র ১০ মিটার দূরে। যুদ্ধ শুরুর পর থেকে কমপক্ষে ১০ বার আল-আকসায় সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল।’

গাজায় থামছেই না মৃত্যুর মিছিল। ইসরায়েলি হামলায় প্রতিদিনই সেই মিছিলে বাড়ছে মানুষের সংখ্যা। গতকাল সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় গাজাজুড়ে নিহত হয়েছে আরও প্রায় এক শ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার ইসরায়েলের হামলায় গাজাজুড়ে নিহত হয়েছে অন্তত ৯৫ জন। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা।
আল-জাজিরার তথ্য অনুযায়ী, ক্যাফে, স্কুলের মতো বেসামরিক স্থাপনাগুলোয় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। হামলা চালিয়েছে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোত, যা আইডিএফ নিয়মিতই করছে। নিহতদের মধ্যে ৬২ জনই গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, গাজা সিটির উত্তরাংশে সমুদ্রের কাছে অবস্থিত আল-বাকা নামক একটি ক্যাফেতে হামলা চালিয়ে ৩৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নিহতদের মধ্যে রয়েছেন এক গণমাধ্যমকর্মীও। নিহত ওই গণমাধ্যমকর্মীর নাম ইসমাইল আবু হাতাব। ওই হামলায় নিহত হয়েছে তার স্ত্রী ও সন্তানও।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ক্যাফেটিতে মূলত এক শিশুর জন্মদিনের আয়োজন চলছিল। যেকারণে সেখানে অনেক ভিড় ছিল। হঠাৎ ইসরায়েলি বোমা এসে উড়িয়ে দেয় সবকিছু। তিনি প্রশ্ন তোলেন, ‘এখানে তো কোনো রাজনৈতিক বা সামরিক কার্যকলাপ চলছিল না। জন্মদিনের অনুষ্ঠানের সঙ্গে সেসবের কোনো সম্পর্ক নেই। তাহলে কেন এখানে হামলা চালানো হলো?’
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বিস্ফোরণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ক্যাফেটি। গাজা শহর থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ক্যাফেটিতে এই হামলা চালানো হয়। তার তথ্যমতে, বিস্ফোরণে অনেকের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। তিনি বলেন, ‘বিস্ফোরণের তীব্রতা এত ভয়াবহ ছিল যে মানুষের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে রক্তের দাগ। মৃতদেহ এবং মাংসের টুকরো সরিয়েছে উদ্ধারকর্মীরা।’
গতকাল ওই ক্যাফে ছাড়াও গাজা শহরের ইয়াফা স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি। স্থানীয়দের অভিযোগ—এক ঘোষণায় ওই স্কুলটি ছাড়তে মাত্র ৫ মিনিট সময় দেওয়া হয়েছিল তাদের। কোনোমতে জীবন নিয়ে পালিয়েছেন তারা।
হামলা হয়েছে আল-আকসা হাসপাতাল প্রাঙ্গণেও। হামলার স্থান থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুম জানান, ভয়াবহ বিস্ফোরণে আগে ন্যূনতম কোনো সতর্কতা জারি করেনি ইসরায়েলি বাহিনী। তিনি বলেন, ‘হামলার স্থানটি আমাদের সম্প্রচারের পয়েন্ট থেকে মাত্র ১০ মিটার দূরে। যুদ্ধ শুরুর পর থেকে কমপক্ষে ১০ বার আল-আকসায় সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল।’

স্পেনের দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্পেনের সিভিল গার্ড এ তথ্য জানিয়েছে। এটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
১৫ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্র দায়মুক্তির মনোভাব নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক আইনের চেয়ে নিজ শক্তি ও ‘গায়ের জোরকেই’ বেশি গুরুত্ব দিচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ওয়াশিংটনের কাছে বহুপক্ষীয় সমাধান কার্যত অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।
২৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা এবং পুনর্গঠন তদারকি করার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছে।
২ ঘণ্টা আগে