আজকের পত্রিকা ডেস্ক

দক্ষিণ এশিয়ার দুই চির বৈরী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে বলা চলে পূর্ণমাত্রায় সামরিক সংঘাত শুরু হয়েছে। ভারত পাকিস্তানের অন্তত ৯টি স্থানে হামলা চালানোর দাবি করেছে। বিপরীতে পাকিস্তানও দাবি করেছে, তারা ভারতের ৩টি রাফালসহ পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় পক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য দেয়নি এই বিষয়ে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে গত দুই দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে তীব্র লড়াইয়ে পাকিস্তান দাবি করেছে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা এ পর্যন্ত স্বীকার করেছেন যে, তাদের তিনটি যুদ্ধবিমান জম্মু-কাশ্মীরে বিধ্বস্ত হয়েছে।
এই পরস্পরবিরোধী বক্তব্য চিরবৈরী দুই দেশের চলমান উত্তেজনার আবহ নিজেদের নিয়ন্ত্রণে রাখার চিরাচরিত প্রচেষ্টারই প্রতিফলন। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আইএসপিআর-এর এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘এখন পর্যন্ত আমি নিশ্চিত করতে পারি যে—৩টি রাফাল, একটি সুখোই-৩০, একটি মিগ-২৯ সহ ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া, একটি ড্রোনও গুলি করে নামানো হয়েছে।’
ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে, এই বিমানগুলো পাকিস্তানি ভূখণ্ডে গুলি চালানোর পরেই এসব পদক্ষেপ আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে।’ তিনি যোগ করেছেন, ভারতীয় বিমানগুলো তাদের নিজস্ব আকাশসীমা থেকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে গুলি চালাচ্ছিল।
তবে জম্মু-কাশ্মীরের ৪ স্থানীয় সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারতের ভূখণ্ডে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাকিস্তান যে বিমান ভূপাতিত করার দাবি করেছে, ভারত এখনো তা নিশ্চিত করেনি।
আরও খবর পড়ুন:

দক্ষিণ এশিয়ার দুই চির বৈরী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে বলা চলে পূর্ণমাত্রায় সামরিক সংঘাত শুরু হয়েছে। ভারত পাকিস্তানের অন্তত ৯টি স্থানে হামলা চালানোর দাবি করেছে। বিপরীতে পাকিস্তানও দাবি করেছে, তারা ভারতের ৩টি রাফালসহ পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় পক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য দেয়নি এই বিষয়ে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে গত দুই দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে তীব্র লড়াইয়ে পাকিস্তান দাবি করেছে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা এ পর্যন্ত স্বীকার করেছেন যে, তাদের তিনটি যুদ্ধবিমান জম্মু-কাশ্মীরে বিধ্বস্ত হয়েছে।
এই পরস্পরবিরোধী বক্তব্য চিরবৈরী দুই দেশের চলমান উত্তেজনার আবহ নিজেদের নিয়ন্ত্রণে রাখার চিরাচরিত প্রচেষ্টারই প্রতিফলন। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আইএসপিআর-এর এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘এখন পর্যন্ত আমি নিশ্চিত করতে পারি যে—৩টি রাফাল, একটি সুখোই-৩০, একটি মিগ-২৯ সহ ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া, একটি ড্রোনও গুলি করে নামানো হয়েছে।’
ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে, এই বিমানগুলো পাকিস্তানি ভূখণ্ডে গুলি চালানোর পরেই এসব পদক্ষেপ আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে।’ তিনি যোগ করেছেন, ভারতীয় বিমানগুলো তাদের নিজস্ব আকাশসীমা থেকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে গুলি চালাচ্ছিল।
তবে জম্মু-কাশ্মীরের ৪ স্থানীয় সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারতের ভূখণ্ডে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাকিস্তান যে বিমান ভূপাতিত করার দাবি করেছে, ভারত এখনো তা নিশ্চিত করেনি।
আরও খবর পড়ুন:

সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
১ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
২ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
৩ ঘণ্টা আগে