আজকের পত্রিকা ডেস্ক

আজ রোববার ইরানের ধর্মীয় নগরী মাশহাদে আরেকটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে। এ ছাড়া দেশটির কুম শহরেও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, মাশহাদ থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, সেখানে একটি বিস্ফোরণ হয়েছে। স্থানীয় সূত্রগুলোর তথ্যমতে, বিস্ফোরণের স্থানটিকে একটি মোটরসাইকেল উৎপাদনের কারখানা বলে উল্লেখ করা হয়েছে। তবে এই তথ্য এখনো স্বতন্ত্রভাবে যাচাই করা হয়নি এবং ইরান সরকারের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এ ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণও অস্পষ্ট রয়ে গেছে।
এদিকে মাশহাদে বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই ইরানের কুম শহরে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর গতকাল শনিবার রাতে দেশটির কারাজ শহরের একটি বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে। একই সময় কারাজ শহরে ৪ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্পও অনুভূত হয়। বিস্ফোরণ ও ভূমিকম্পের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
গত এপ্রিলে ইরানের বৃহত্তম সমুদ্রবন্দর বন্দর আব্বাসে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ৭০ জন নিহত এবং ১ হাজারের বেশি মানুষ আহত হন। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, একটি শিপিং কনটেইনারে রাসায়নিক আগুন লাগার ফলে ওই বিস্ফোরণ হয়। ভিজ্যুয়াল প্রমাণ ও বিস্ফোরক বিশেষজ্ঞদের বিশ্লেষণ থেকে এমনটি নিশ্চিত হওয়া গেছে।
ওই ঘটনাগুলোর প্রকৃত কারণ ও পারস্পরিক সম্পর্ক নিয়ে এখনো তদন্ত চলছে।

আজ রোববার ইরানের ধর্মীয় নগরী মাশহাদে আরেকটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে। এ ছাড়া দেশটির কুম শহরেও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, মাশহাদ থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, সেখানে একটি বিস্ফোরণ হয়েছে। স্থানীয় সূত্রগুলোর তথ্যমতে, বিস্ফোরণের স্থানটিকে একটি মোটরসাইকেল উৎপাদনের কারখানা বলে উল্লেখ করা হয়েছে। তবে এই তথ্য এখনো স্বতন্ত্রভাবে যাচাই করা হয়নি এবং ইরান সরকারের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এ ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণও অস্পষ্ট রয়ে গেছে।
এদিকে মাশহাদে বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই ইরানের কুম শহরে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর গতকাল শনিবার রাতে দেশটির কারাজ শহরের একটি বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে। একই সময় কারাজ শহরে ৪ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্পও অনুভূত হয়। বিস্ফোরণ ও ভূমিকম্পের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
গত এপ্রিলে ইরানের বৃহত্তম সমুদ্রবন্দর বন্দর আব্বাসে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ৭০ জন নিহত এবং ১ হাজারের বেশি মানুষ আহত হন। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, একটি শিপিং কনটেইনারে রাসায়নিক আগুন লাগার ফলে ওই বিস্ফোরণ হয়। ভিজ্যুয়াল প্রমাণ ও বিস্ফোরক বিশেষজ্ঞদের বিশ্লেষণ থেকে এমনটি নিশ্চিত হওয়া গেছে।
ওই ঘটনাগুলোর প্রকৃত কারণ ও পারস্পরিক সম্পর্ক নিয়ে এখনো তদন্ত চলছে।

সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
৩ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
৪ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
৫ ঘণ্টা আগে