
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট দেশ ছেড়ে চলে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে, বিদ্রোহীরা বাশার আল-আসাদের দেশত্যাগের বিষয়টি দাবি করলেও এর পক্ষে কোনো শক্ত প্রমাণ হাজির করেনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আল-আসাদ ক্ষমতা ছেড়ে দেশ ছেড়েছেন এবং দেশ ত্যাগের আগে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেনি আসাদ বর্তমানে কোথায় অবস্থান করছেন এবং জানিয়েছে যে তাঁর প্রস্থানের আলোচনায় রাশিয়া কোনো অংশ নেয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটিগুলো উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে, তবে এই মুহূর্তে সেখানে কোনো গুরুতর হুমকি নেই। মস্কো জানিয়েছে, তারা সিরিয়ার সব বিরোধী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছে এবং সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
এর আগে, বাশার আল-আসাদের পতনের সশস্ত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) সিরিয়াকে ‘মুক্ত’ ঘোষণা করেছে। তারা জানিয়েছে, স্বৈরাচারী প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ত্যাগ করেছেন। এটি একটি অন্ধকার যুগের সমাপ্তি এবং একটি নতুন যুগের সূচনা, টেলিগ্রাম চ্যানেলে এমন বার্তা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস।
বিদ্রোহীরা বলেছে, আসাদের শাসনের অর্ধ-শতাব্দী ধরে যারা বাস্তুচ্যুত বা বন্দী হয়েছিলেন, তাঁরা এখন ঘরে ফিরতে পারবেন। এইচটিএস বলেছে, এটি হবে একটি ‘নতুন সিরিয়া’ যেখানে ‘সবাই শান্তিতে বসবাস করবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের একজন কূটনৈতিক উপদেষ্টা বলেছেন, তিনি নিশ্চিত নন, আসাদ আরব আমিরাতে রয়েছেন কিনা। বাহরাইনে মানামা ডায়ালগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আসাদের প্রসঙ্গে আসে। সাংবাদিকেরা আসাদের আরব আমিরাতে আশ্রয় নেওয়ার বিষয়ে জল্পনা নিয়ে জানতে চাইলে উপদেষ্টা আনোয়ার গারগাশ মন্তব্য করতে অস্বীকার করেন।
তিনি বলেন, ‘যখন মানুষ জিজ্ঞেস করে, বাশার আল-আসাদ কোথায় যাচ্ছেন?, এটি সত্যিই, দিনের শেষে, ইতিহাসে একটি ফুটনোট মাত্র।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ নয়। যেমন আমি বলেছি, শেষ পর্যন্ত এটি বড় ঘটনাগুলোর তুলনায় একটি ফুটনোট মাত্র।’ গারগাশ আরও উল্লেখ করেন, সিরিয়া এখনও ‘ঝুঁকিমুক্ত নয়’ এবং সন্ত্রাসবাদ ও চরমপন্থার উত্থানের শঙ্কা রয়েই গেছে।
অপরদিকে, সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল-জালালি সম্প্রচার মাধ্যম আল-আরাবিয়া চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সাক্ষাৎকারে সিরিয়ার প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন, তিনি বিদ্রোহী কমান্ডার আবু মোহাম্মদ আল-জাওলানির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেন। তাঁদের আলোচনায় ক্ষমতা হস্তান্তর ও অন্তর্বর্তী সময় নিয়ে কথা হয়েছে।
আজ রোববার সকালে আল-আরাবিয়া চ্যানেল প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেছে, তাঁর বাশার আল-আসাদের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছে ‘গতকাল সন্ধ্যায়’। আসাদের বর্তমান অবস্থান সম্পর্কে তাঁর কাছে কোনো তথ্য নেই। আজ ভোরে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বক্তব্যে বলেছেন, তিনি জনগণের জন্য সর্বোত্তম কাজটি করতে প্রস্তুত।

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট দেশ ছেড়ে চলে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে, বিদ্রোহীরা বাশার আল-আসাদের দেশত্যাগের বিষয়টি দাবি করলেও এর পক্ষে কোনো শক্ত প্রমাণ হাজির করেনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আল-আসাদ ক্ষমতা ছেড়ে দেশ ছেড়েছেন এবং দেশ ত্যাগের আগে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেনি আসাদ বর্তমানে কোথায় অবস্থান করছেন এবং জানিয়েছে যে তাঁর প্রস্থানের আলোচনায় রাশিয়া কোনো অংশ নেয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটিগুলো উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে, তবে এই মুহূর্তে সেখানে কোনো গুরুতর হুমকি নেই। মস্কো জানিয়েছে, তারা সিরিয়ার সব বিরোধী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছে এবং সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
এর আগে, বাশার আল-আসাদের পতনের সশস্ত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) সিরিয়াকে ‘মুক্ত’ ঘোষণা করেছে। তারা জানিয়েছে, স্বৈরাচারী প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ত্যাগ করেছেন। এটি একটি অন্ধকার যুগের সমাপ্তি এবং একটি নতুন যুগের সূচনা, টেলিগ্রাম চ্যানেলে এমন বার্তা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস।
বিদ্রোহীরা বলেছে, আসাদের শাসনের অর্ধ-শতাব্দী ধরে যারা বাস্তুচ্যুত বা বন্দী হয়েছিলেন, তাঁরা এখন ঘরে ফিরতে পারবেন। এইচটিএস বলেছে, এটি হবে একটি ‘নতুন সিরিয়া’ যেখানে ‘সবাই শান্তিতে বসবাস করবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের একজন কূটনৈতিক উপদেষ্টা বলেছেন, তিনি নিশ্চিত নন, আসাদ আরব আমিরাতে রয়েছেন কিনা। বাহরাইনে মানামা ডায়ালগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আসাদের প্রসঙ্গে আসে। সাংবাদিকেরা আসাদের আরব আমিরাতে আশ্রয় নেওয়ার বিষয়ে জল্পনা নিয়ে জানতে চাইলে উপদেষ্টা আনোয়ার গারগাশ মন্তব্য করতে অস্বীকার করেন।
তিনি বলেন, ‘যখন মানুষ জিজ্ঞেস করে, বাশার আল-আসাদ কোথায় যাচ্ছেন?, এটি সত্যিই, দিনের শেষে, ইতিহাসে একটি ফুটনোট মাত্র।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ নয়। যেমন আমি বলেছি, শেষ পর্যন্ত এটি বড় ঘটনাগুলোর তুলনায় একটি ফুটনোট মাত্র।’ গারগাশ আরও উল্লেখ করেন, সিরিয়া এখনও ‘ঝুঁকিমুক্ত নয়’ এবং সন্ত্রাসবাদ ও চরমপন্থার উত্থানের শঙ্কা রয়েই গেছে।
অপরদিকে, সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল-জালালি সম্প্রচার মাধ্যম আল-আরাবিয়া চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সাক্ষাৎকারে সিরিয়ার প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন, তিনি বিদ্রোহী কমান্ডার আবু মোহাম্মদ আল-জাওলানির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেন। তাঁদের আলোচনায় ক্ষমতা হস্তান্তর ও অন্তর্বর্তী সময় নিয়ে কথা হয়েছে।
আজ রোববার সকালে আল-আরাবিয়া চ্যানেল প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেছে, তাঁর বাশার আল-আসাদের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছে ‘গতকাল সন্ধ্যায়’। আসাদের বর্তমান অবস্থান সম্পর্কে তাঁর কাছে কোনো তথ্য নেই। আজ ভোরে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বক্তব্যে বলেছেন, তিনি জনগণের জন্য সর্বোত্তম কাজটি করতে প্রস্তুত।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
৫ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৫ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
৬ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
৭ ঘণ্টা আগে