আজকের পত্রিকা ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প আবারও রাশিয়াকে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তাঁর দাবি, রাশিয়াকে এই জোটে রাখা হলে ইউক্রেনে যুদ্ধ হতো না। কানাডায় জি-৭ সম্মেলনের প্রথম দিনের আলোচনার শুরুতে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন ট্রাম্প।
রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করলে প্রতিবাদ হিসেবে দেশটিকে জি-৮ থেকে বাদ দেওয়া হয়। সেই ঘটনার ১১ বছর পর ট্রাম্প রাশিয়ার পক্ষে এই মন্তব্য করলেন। এই প্রেক্ষাপটে ট্রাম্পের পক্ষ নেওয়ার একদিন পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের পর এই প্রথম দুই নেতার দেখা হতে যাচ্ছে।
জেলেনস্কি চাইছেন, রাশিয়া ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত না হওয়ায় মার্কিন সিনেট অনুমোদিত নিষেধাজ্ঞা কার্যকর করুক যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প এখনো কোনো তাড়াহুড়ো করতে রাজি নন। গতকাল সোমবার রাতে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে সমঝোতার সম্ভাবনা রয়েছে কি না, সেটা এখনো দেখার বিষয়।
তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা আমাদের অনেক টাকা খরচ করায়। যুক্তরাষ্ট্রের জন্য এটা অনেক ব্যয়বহুল। বিলিয়ন বিলিয়ন ডলার চলে যায়।’ গতকাল সোমবার দিনের শুরুতে তিনি আবারও বলেন, রাশিয়াকে জি-৮ থেকে বাদ দেওয়াটা ছিল ‘একটা বড় ভুল।’
ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ হতো না। আপনার শত্রু যদি আলোচনার টেবিলে থাকে, তাঁকে তখন শত্রু বলাও ঠিক না। আমি তো ওঁকে (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) তখন শত্রুই ভাবিনি।’ এই সিদ্ধান্তের জন্য তিনি কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করেন।
ট্রাম্প বলেন, ‘ওবামা ওঁকে (পুতিন) চাননি, আর আপনার দেশের প্রধানও চাননি।’ তিনি বারবার ট্রুডোর নাম নেন এবং রাশিয়াকে বাদ দেওয়াটাকে ভুল বলেন।
এদিকে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে জেলেনস্কি বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যা কিছু করছে (যুদ্ধ বন্ধে), তার সবকিছুকেই তাচ্ছিল্য করছে রাশিয়া।’ তিনি জানান, পুতিন ট্রাম্পকে ইরান-ইসরায়েল সংকটে মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার পরপরই রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে।
জেলেনস্কির ভাষায়, ‘এই যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেত, যদি বিশ্ব রাশিয়ার প্রতি নীতিনিষ্ঠ আচরণ করত এবং ধোঁকা-প্রতারণায় না পড়ত।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে ইউক্রেন রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালায়নি, কিন্তু রাশিয়া সেই রকম কোনো দায়িত্ব দেখাচ্ছে না।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

ডোনাল্ড ট্রাম্প আবারও রাশিয়াকে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তাঁর দাবি, রাশিয়াকে এই জোটে রাখা হলে ইউক্রেনে যুদ্ধ হতো না। কানাডায় জি-৭ সম্মেলনের প্রথম দিনের আলোচনার শুরুতে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন ট্রাম্প।
রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করলে প্রতিবাদ হিসেবে দেশটিকে জি-৮ থেকে বাদ দেওয়া হয়। সেই ঘটনার ১১ বছর পর ট্রাম্প রাশিয়ার পক্ষে এই মন্তব্য করলেন। এই প্রেক্ষাপটে ট্রাম্পের পক্ষ নেওয়ার একদিন পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের পর এই প্রথম দুই নেতার দেখা হতে যাচ্ছে।
জেলেনস্কি চাইছেন, রাশিয়া ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত না হওয়ায় মার্কিন সিনেট অনুমোদিত নিষেধাজ্ঞা কার্যকর করুক যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প এখনো কোনো তাড়াহুড়ো করতে রাজি নন। গতকাল সোমবার রাতে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে সমঝোতার সম্ভাবনা রয়েছে কি না, সেটা এখনো দেখার বিষয়।
তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা আমাদের অনেক টাকা খরচ করায়। যুক্তরাষ্ট্রের জন্য এটা অনেক ব্যয়বহুল। বিলিয়ন বিলিয়ন ডলার চলে যায়।’ গতকাল সোমবার দিনের শুরুতে তিনি আবারও বলেন, রাশিয়াকে জি-৮ থেকে বাদ দেওয়াটা ছিল ‘একটা বড় ভুল।’
ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ হতো না। আপনার শত্রু যদি আলোচনার টেবিলে থাকে, তাঁকে তখন শত্রু বলাও ঠিক না। আমি তো ওঁকে (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) তখন শত্রুই ভাবিনি।’ এই সিদ্ধান্তের জন্য তিনি কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করেন।
ট্রাম্প বলেন, ‘ওবামা ওঁকে (পুতিন) চাননি, আর আপনার দেশের প্রধানও চাননি।’ তিনি বারবার ট্রুডোর নাম নেন এবং রাশিয়াকে বাদ দেওয়াটাকে ভুল বলেন।
এদিকে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে জেলেনস্কি বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যা কিছু করছে (যুদ্ধ বন্ধে), তার সবকিছুকেই তাচ্ছিল্য করছে রাশিয়া।’ তিনি জানান, পুতিন ট্রাম্পকে ইরান-ইসরায়েল সংকটে মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার পরপরই রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে।
জেলেনস্কির ভাষায়, ‘এই যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেত, যদি বিশ্ব রাশিয়ার প্রতি নীতিনিষ্ঠ আচরণ করত এবং ধোঁকা-প্রতারণায় না পড়ত।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে ইউক্রেন রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালায়নি, কিন্তু রাশিয়া সেই রকম কোনো দায়িত্ব দেখাচ্ছে না।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

স্টেট ডিপার্টমেন্টের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী, যেসব আবেদনকারীর দুটি দেশের নাগরিকত্ব (দ্বৈত নাগরিক) রয়েছে এবং যাঁরা ভিসার জন্য আবেদন করছেন এমন একটি দেশের বৈধ পাসপোর্ট ব্যবহার করে, যে দেশটি নিষেধাজ্ঞার তালিকায় নেই—তাঁরা এই ভিসা স্থগিতের আওতায় পড়বেন না।
৬ মিনিট আগে
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের শীর্ষ নেতৃত্বে গভীর মতপার্থক্য ও ক্ষমতার দ্বন্দ্বের চিত্র উঠে এসেছে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে। এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। বাইরের হুমকির বদলে সরকারের ভেতরের বিভক্তিই এখন তাঁর সবচেয়ে বড় উদ্বেগের ক
৯ মিনিট আগে
২৬ বছর বয়সী ওই যুবকের নাম এরফান সোলতানি। তাঁকে ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) তেহরানের পশ্চিমে অবস্থিত শহর ফারদিসের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংগঠন হেনগাও জানায়, গ্রেপ্তারের কয়েক দিনের মধ্যেই কর্তৃপক্ষ তাঁর পরিবারকে জানায়, বুধবার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
১ ঘণ্টা আগে
দক্ষিণ চীন সাগরে মহড়া শেষ করে মার্কিন বিমানবাহী রণতরী সেখান থেকে সরে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে বলে জানা গেছে। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই খবরের ঠিক আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দেন।
৩ ঘণ্টা আগে