
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের একটি খনি শিবিরে সশস্ত্র হামলায় ৩০ থেকে ৫০ জন মানুষ নিহত হয়েছেন এবং অনেকে নিখোঁজ রয়েছেন। সুশীল সমাজের তিন নেতার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কঙ্গো সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগঙ্গো সিকুডি গতকাল রোববার বলেছেন, ‘পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরির মংওয়ালু শহরের কাছে একটি খনি শিবিরে মারাত্মক হামলা হয়েছে। হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। আশা করছি খুব শিগগিরই জানতে পারব। আমাদের সেনাবাহিনী সেখানে কাজ করছে।’
ইতুরির সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল করতে কঙ্গো সেনাবাহিনী রাতদিন কাজ করছে বলেও জানান তিনি।
খনিতে হামলায় ৩০ থেকে ৫০ জন নিহত হয়েছেন বলে অনুমান করছেন সুশীল সামজের নেতারা। একজন নেতা বলেছেন, স্থানীয় হাসপাতালে আহতদের সংখ্যা দেখে তিনি হতবাক হয়ে গেছেন। দাইউদোন লোসা নামের একজন নেতা এই হত্যাকাণ্ডের জন্য কোডেকো মিলিশিয়াকে দায়ী করেছেন।
কঙ্গো কর্তৃপক্ষ জানিয়েছে, এই সশস্ত্র বাহিনী বেসামরিক ক্যাম্পে হামলা চালানোর জন্য কুখ্যাত হয়ে উঠেছে। গত মাসে কোডোকো বাহিনীর হামলায় একটি গির্জায় ১৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া গত ফেব্রুয়ারিতে একটি শরণার্থী ক্যাম্পে হামলা চালিয়ে ৬০ জনকে হত্যা করেছে কোডোকো বাহিনী।
রয়টার্স জানিয়েছে, সশস্ত্র বাহিনীর কারও মন্তব্য নিতে পারেনি রয়টার্স।
কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে বেসামরিক নাগরিকদের ওপর হামলা প্রায় নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এসব অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কোডোকো, সেনাবাহিনী এবং ইসলামিক স্টেট গোষ্ঠীর মধ্যে প্রায় হামলার ঘটনা ঘটে।
সহিংসতা দমন করতে ইতুরি এবং এর প্রতিবেশী উত্তর কিভু প্রদেশে গত বছর সামরিক আইন জারি করেছিল কঙ্গো সরকার। এ মাসে সামরিক আইন জারির এক বছর পূর্ণ হতে যাচ্ছে।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের একটি খনি শিবিরে সশস্ত্র হামলায় ৩০ থেকে ৫০ জন মানুষ নিহত হয়েছেন এবং অনেকে নিখোঁজ রয়েছেন। সুশীল সমাজের তিন নেতার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কঙ্গো সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগঙ্গো সিকুডি গতকাল রোববার বলেছেন, ‘পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরির মংওয়ালু শহরের কাছে একটি খনি শিবিরে মারাত্মক হামলা হয়েছে। হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। আশা করছি খুব শিগগিরই জানতে পারব। আমাদের সেনাবাহিনী সেখানে কাজ করছে।’
ইতুরির সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল করতে কঙ্গো সেনাবাহিনী রাতদিন কাজ করছে বলেও জানান তিনি।
খনিতে হামলায় ৩০ থেকে ৫০ জন নিহত হয়েছেন বলে অনুমান করছেন সুশীল সামজের নেতারা। একজন নেতা বলেছেন, স্থানীয় হাসপাতালে আহতদের সংখ্যা দেখে তিনি হতবাক হয়ে গেছেন। দাইউদোন লোসা নামের একজন নেতা এই হত্যাকাণ্ডের জন্য কোডেকো মিলিশিয়াকে দায়ী করেছেন।
কঙ্গো কর্তৃপক্ষ জানিয়েছে, এই সশস্ত্র বাহিনী বেসামরিক ক্যাম্পে হামলা চালানোর জন্য কুখ্যাত হয়ে উঠেছে। গত মাসে কোডোকো বাহিনীর হামলায় একটি গির্জায় ১৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া গত ফেব্রুয়ারিতে একটি শরণার্থী ক্যাম্পে হামলা চালিয়ে ৬০ জনকে হত্যা করেছে কোডোকো বাহিনী।
রয়টার্স জানিয়েছে, সশস্ত্র বাহিনীর কারও মন্তব্য নিতে পারেনি রয়টার্স।
কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে বেসামরিক নাগরিকদের ওপর হামলা প্রায় নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এসব অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কোডোকো, সেনাবাহিনী এবং ইসলামিক স্টেট গোষ্ঠীর মধ্যে প্রায় হামলার ঘটনা ঘটে।
সহিংসতা দমন করতে ইতুরি এবং এর প্রতিবেশী উত্তর কিভু প্রদেশে গত বছর সামরিক আইন জারি করেছিল কঙ্গো সরকার। এ মাসে সামরিক আইন জারির এক বছর পূর্ণ হতে যাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আমিরহোসাম খোদায়ারি ফার্দ (২১)। তিনি ইরানের আধা সামরিক বাহিনী বাসিজের সদস্য ছিলেন। তবে বিক্ষোভ দমন করতে গিয়ে তিনি প্রাণ হারান বলে দাবি করা হলেও বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
৪ মিনিট আগে
বিশ্বমঞ্চে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে ভারতের অর্থনীতি। দেশটির সরকারের বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনা অনুযায়ী, মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিবেচনায় ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বর্তমানে ভারতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।
৩৫ মিনিট আগে
তলানিতে নামা জন্মহার টেনে তুলতে এবার এক বিচিত্র কৌশল নিয়েছে চীনা সরকার। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে দেশটিতে কনডমসহ সব ধরনের জন্মনিয়ন্ত্রণসামগ্রীর ওপর ১৩ শতাংশ বিক্রয় কর বা ভ্যাট কার্যকর করা হয়েছে। বিপরীতে, শিশুর যত্ন, বিবাহসংক্রান্ত ও বয়স্কদের সেবাকে ভ্যাটমুক্ত ঘোষণা করেছে বেইজিং।
১ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট ক্র্যান-মন্টানায় থার্টিফার্স্ট নাইটের এক জনাকীর্ণ বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ড পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে