ডা. মাজহারুল হক তানিম

গত দেড় বছরে চিকিৎসাসেবা নেওয়া ও দেওয়ার ধরন পাল্টেছে। কোভিড-১৯-এর কারণে অনেকে সরাসরি হাসপাতালে বা চিকিৎসকের কাছে যেতে ভয় পাচ্ছেন।
অনলাইনে এখন যেহেতু কেনাকাটা, পড়াশোনাসহ সব কাজ করা যাচ্ছে, তাহলে চিকিৎসাসেবা কেন নয়? এ থেকে আমাদের মাথায় আসে ভার্চুয়াল ক্লিনিক বা অনলাইনে চিকিৎসা দেওয়া বা চিকিৎসার পরামর্শ দেওয়ার চিন্তা।
চিকিৎসক ও পুষ্টিবিদেরা নিজেদের এবং রোগীদের সুরক্ষার কথা চিন্তা করে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে সেবা দিচ্ছেন এখন। চিকিৎসকের পরামর্শ ও রিপোর্ট দেখার কাজ এখন মোবাইলেই
করা যাচ্ছে।
রোগী দেখার প্রক্রিয়া
প্রথমে ফোন দিয়ে চিকিৎসকের অ্যাপে অ্যাপয়েন্টমেন্ট নেন রোগী। মোবাইল ব্যাংকিং বা অন্য অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় টাকা পাঠানোর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে হয়। চিকিৎসকের দেওয়া সময় অনুযায়ী, রোগীরা ভিডিও কলে তাঁদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকেরা তাঁদের সমস্যাগুলো শোনেন এবং সেই অনুসারে পরামর্শ দিয়ে থাকেন।
টেস্ট বা রিপোর্ট কীভাবে দেখানো যায়
যে টেস্টগুলো করতে হবে তা প্রেসক্রিপশনে লিখে দেন চিকিৎসক। রোগী তাঁর নিকটস্থ ভালো কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে নির্দিষ্ট টেস্টগুলো করান। রিপোর্টগুলো হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে চিকিৎসকের কাছে পাঠান। চিকিৎসক সেই রিপোর্ট দেখে রোগীকে চূড়ান্ত প্রেসক্রিপশন দেন এবং ফলোআপের তারিখ জানিয়ে দেন।
সুবিধা
অনলাইনে রোগী দেখার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে:
অসুবিধা
প্রতিটি নতুন নিয়মের কিছু সমস্যা থাকে। আবার সময়ের সঙ্গে সঙ্গে সমস্যাগুলো দূর হয়ে যায়। ভার্চুয়ালি চিকিৎসায় যেসব জায়গায় রোগীর তাৎক্ষণিক কিছু তথ্য দরকার, সেগুলো পাওয়ার সুবিধা নেই।
যেমন পালস রেট, জ্বরের তাপমাত্রা, রক্তচাপ মাপানোর সুযোগ, যেগুলো চিকিৎসকেরা চিকিৎসার জন্যই করতেন, সেগুলো অনলাইনের মাধ্যমে চিকিৎসায় সম্ভব নয়। এ ছাড়া চিকিৎসক এবং রোগীর নির্ভরশীলতার যে মানসিক সম্পর্ক, সেগুলো অনেকাংশে ভার্চুয়াল চিকিৎসায় সম্ভব না-ও হতে পারে। যেমন রোগীদের রোগ প্রতিরোধে মানসিকভাবে উদ্দীপ্ত করা। ভার্চুয়ালি চিকিৎসার মূল মাধ্যম ইন্টারনেট ও ভালো মানের ডিভাইস। এগুলো সবার যে কেনার ক্ষমতা থাকবে, সে রকম না-ও হতে পারে।
রোগী দেখার ডিভাইস
অনলাইনে রোগী দেখার জন্য উচ্চগতির ইন্টারনেট ও হাই রেজল্যুশন ক্যামেরাসম্পন্ন মোবাইল প্রয়োজন। অনেকে অ্যাপের মাধ্যমে রোগী দেখেন। অনেকে আবার অ্যাপ ছাড়াই ইমো ও ম্যাসেঞ্জারের মাধ্যমে রোগী দেখেন।
যাঁরা এ সেবা পাচ্ছেন
শহর-গ্রাম সব জায়গার মানুষই এ সেবা নিচ্ছেন। যাঁরা শহর থেকে দূরে থাকেন, বড় শহরে আসতে পারছেন না, তাঁরা অনলাইনে সেবা নিচ্ছেন। বয়স্করাও কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়াতে অনলাইনে সেবা নিচ্ছেন। গর্ভবতী যাঁরা হাসপাতালে আসতে পারছেন না, তাঁরাও অনলাইনে ফলোআপ সেরে ফেলছেন। সবকিছুরই ভালো-মন্দ দুটি দিক আছে, সুবিধা-অসুবিধা আছে। অনলাইনে রোগী দেখাও এর ব্যতিক্রম নয়। অনলাইন চিকিৎসাসেবার প্রসারের সঙ্গে সঙ্গে এর অসুবিধাগুলোও ধীরে ধীরে দূর হবে।
লেখক: হরমোন ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ

গত দেড় বছরে চিকিৎসাসেবা নেওয়া ও দেওয়ার ধরন পাল্টেছে। কোভিড-১৯-এর কারণে অনেকে সরাসরি হাসপাতালে বা চিকিৎসকের কাছে যেতে ভয় পাচ্ছেন।
অনলাইনে এখন যেহেতু কেনাকাটা, পড়াশোনাসহ সব কাজ করা যাচ্ছে, তাহলে চিকিৎসাসেবা কেন নয়? এ থেকে আমাদের মাথায় আসে ভার্চুয়াল ক্লিনিক বা অনলাইনে চিকিৎসা দেওয়া বা চিকিৎসার পরামর্শ দেওয়ার চিন্তা।
চিকিৎসক ও পুষ্টিবিদেরা নিজেদের এবং রোগীদের সুরক্ষার কথা চিন্তা করে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে সেবা দিচ্ছেন এখন। চিকিৎসকের পরামর্শ ও রিপোর্ট দেখার কাজ এখন মোবাইলেই
করা যাচ্ছে।
রোগী দেখার প্রক্রিয়া
প্রথমে ফোন দিয়ে চিকিৎসকের অ্যাপে অ্যাপয়েন্টমেন্ট নেন রোগী। মোবাইল ব্যাংকিং বা অন্য অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় টাকা পাঠানোর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে হয়। চিকিৎসকের দেওয়া সময় অনুযায়ী, রোগীরা ভিডিও কলে তাঁদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকেরা তাঁদের সমস্যাগুলো শোনেন এবং সেই অনুসারে পরামর্শ দিয়ে থাকেন।
টেস্ট বা রিপোর্ট কীভাবে দেখানো যায়
যে টেস্টগুলো করতে হবে তা প্রেসক্রিপশনে লিখে দেন চিকিৎসক। রোগী তাঁর নিকটস্থ ভালো কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে নির্দিষ্ট টেস্টগুলো করান। রিপোর্টগুলো হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে চিকিৎসকের কাছে পাঠান। চিকিৎসক সেই রিপোর্ট দেখে রোগীকে চূড়ান্ত প্রেসক্রিপশন দেন এবং ফলোআপের তারিখ জানিয়ে দেন।
সুবিধা
অনলাইনে রোগী দেখার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে:
অসুবিধা
প্রতিটি নতুন নিয়মের কিছু সমস্যা থাকে। আবার সময়ের সঙ্গে সঙ্গে সমস্যাগুলো দূর হয়ে যায়। ভার্চুয়ালি চিকিৎসায় যেসব জায়গায় রোগীর তাৎক্ষণিক কিছু তথ্য দরকার, সেগুলো পাওয়ার সুবিধা নেই।
যেমন পালস রেট, জ্বরের তাপমাত্রা, রক্তচাপ মাপানোর সুযোগ, যেগুলো চিকিৎসকেরা চিকিৎসার জন্যই করতেন, সেগুলো অনলাইনের মাধ্যমে চিকিৎসায় সম্ভব নয়। এ ছাড়া চিকিৎসক এবং রোগীর নির্ভরশীলতার যে মানসিক সম্পর্ক, সেগুলো অনেকাংশে ভার্চুয়াল চিকিৎসায় সম্ভব না-ও হতে পারে। যেমন রোগীদের রোগ প্রতিরোধে মানসিকভাবে উদ্দীপ্ত করা। ভার্চুয়ালি চিকিৎসার মূল মাধ্যম ইন্টারনেট ও ভালো মানের ডিভাইস। এগুলো সবার যে কেনার ক্ষমতা থাকবে, সে রকম না-ও হতে পারে।
রোগী দেখার ডিভাইস
অনলাইনে রোগী দেখার জন্য উচ্চগতির ইন্টারনেট ও হাই রেজল্যুশন ক্যামেরাসম্পন্ন মোবাইল প্রয়োজন। অনেকে অ্যাপের মাধ্যমে রোগী দেখেন। অনেকে আবার অ্যাপ ছাড়াই ইমো ও ম্যাসেঞ্জারের মাধ্যমে রোগী দেখেন।
যাঁরা এ সেবা পাচ্ছেন
শহর-গ্রাম সব জায়গার মানুষই এ সেবা নিচ্ছেন। যাঁরা শহর থেকে দূরে থাকেন, বড় শহরে আসতে পারছেন না, তাঁরা অনলাইনে সেবা নিচ্ছেন। বয়স্করাও কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়াতে অনলাইনে সেবা নিচ্ছেন। গর্ভবতী যাঁরা হাসপাতালে আসতে পারছেন না, তাঁরাও অনলাইনে ফলোআপ সেরে ফেলছেন। সবকিছুরই ভালো-মন্দ দুটি দিক আছে, সুবিধা-অসুবিধা আছে। অনলাইনে রোগী দেখাও এর ব্যতিক্রম নয়। অনলাইন চিকিৎসাসেবার প্রসারের সঙ্গে সঙ্গে এর অসুবিধাগুলোও ধীরে ধীরে দূর হবে।
লেখক: হরমোন ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ

দেশের স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের সূচনা হলো। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে এবং ওষুধের বাজার নিয়ন্ত্রণে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি উপদেষ্টা পরিষদে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা (ইডিএল) সম্প্রসারণ এবং এগুলোর মূল্য নির্ধারণের নতুন গাইডলাইন অনুমোদন করা হয়েছে।
১ দিন আগে
কোষ্ঠকাঠিন্য নিয়ে আমাদের সবার কমবেশি জানাশোনা আছে। তবে এটি জেনে রাখা ভালো যে অন্যান্য ঋতুর চেয়ে শীতকালে কোষ্ঠকাঠিন্য বেশি হয়। এ ছাড়া বয়স্ক মানুষ ও নারীদের এটি হওয়ার হার বেশি। ফলে শীতকালে অন্য সময়ের চেয়ে বেশি সতর্ক থাকতে হয়। প্রশ্ন হলো, কোষ্ঠকাঠিন্য কেন হয়? এর অনেক কারণ রয়েছে।
২ দিন আগে
শীতের হিমেল হাওয়া আমাদের ত্বকে টান ধরায়। শুধু তা-ই নয়, এটি আমাদের কানের স্বাস্থ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শীতকালীন ঠান্ডা ও আর্দ্রতা কানে ইনফেকশন থেকে শুরু করে শ্রবণশক্তির দীর্ঘমেয়াদি ক্ষতিও করতে পারে।
২ দিন আগে
ঘুম ভালো হওয়া সুস্থ জীবনের অন্যতম শর্ত। কিন্তু বিভিন্ন কারণে বর্তমান জীবনে অনিদ্রা অনেকের সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অথচ পর্যাপ্ত ও সময়মতো ঘুম মানসিক স্বাস্থ্যের পাশাপাশি ত্বক এবং শরীরের জন্য উপকারী।
২ দিন আগে