Ajker Patrika

বঙ্গবন্ধু রেল জাদুঘরে দর্শনার্থীদের ভিড়

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
বঙ্গবন্ধু রেল জাদুঘরে দর্শনার্থীদের ভিড়

‘রেল জাদুঘরে বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি, সমাধিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর চশমা, মুজিব কোট, মুজিবনগর স্মৃতিসৌধ, শহীদ মিনারসহ অনেক কিছু দেখতে পেরেছি। মা আমাকে এসব চিনিয়ে দিয়েছেন। তা ছাড়া ভিডিও দেখেছি। আমার খুব ভালো লেগেছে। আমি বড় হয়ে এসব জায়গায় এগুলো দেখতে যাব।’

কথাগুলো পাশের ঈশ্বরদী উপজেলার রূপপুর থেকে আসা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ হোসেনের। গতকাল মঙ্গলবার সকালে মায়ের সঙ্গে ভেড়ামারা রেলস্টেশনে বঙ্গবন্ধু স্মৃতি রেল জাদুঘর দেখতে যায় সে।

কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনে গত রোববার থেকে চার দিনের জন্য বঙ্গবন্ধু স্মৃতি রেল জাদুঘর দর্শনার্থীদের জন্য বিনা মূল্যে উন্মুক্ত থাকে। বিভিন্ন এলাকার শিক্ষার্থীসহ শিশু থেকে বৃদ্ধ বয়সী দর্শনার্থীরা তা ঘুরে দেখেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ভেড়ামারা রেলস্টেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরটি নিয়ে আসা হয় গত শনিবার সন্ধ্যায়। রবি থেকে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত এটি রেলস্টেশনে অবস্থান করে। সকাল ৯টা থেকে দুপুর ১টা, আবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এটি। প্রতিদিনই ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।

ভ্রাম্যমাণ এই রেল জাদুঘরে ঢুকেই দর্শনার্থীরা ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পেরেছেন। পরিচিত হতে পেরেছেন জাতির পিতার শৈশবের দিনগুলোর সঙ্গে। পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর ছাত্রজীবন, বেড়ে ওঠা, অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমে গণমানুষের নেতা হয়ে ওঠার চিত্র।

জাদুঘর দেখতে আসা চতুর্থ শ্রেণির ছাত্রী সুরাইয়া আফরিন মাহি বলে, ‘এভাবে ভ্রাম্যমাণ জাদুঘরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে ও দেখতে পাব কখনো ভাবিনি। অনেক অজানা তথ্য জানতে পেরেছি।’

প্রতিভা মডেল একাডেমির প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ বলেন, এখানে বঙ্গবন্ধুর শিশুকাল থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও স্বাধীনতা সম্পর্কে নতুন প্রজন্ম অনেক ধারণা পেয়েছে। এটি বাংলাদেশ রেলওয়ের প্রশংসনীয় উদ্যোগ। আবেগ ও মনোযোগসহ জাদুঘর ঘুরে দেখেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত