আরিফ আহম্মেদ, গৌরীপুর

গৌরীপুরে দরিদ্র মানুষকে ঈদের আনন্দ দিতে প্রয়োজনীয় অর্থের সংস্থানে মজুরির বিনিময়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধান কাটছেন ফসলের মাঠে। সে ধান মাথায় করে পৌঁছে দিচ্ছেন কৃষকের বাড়িতে। ধান কাটার মজুরির টাকা তাঁরা জমা করছেন এলাকার দরিদ্র মানুষের ঈদের দিন আনন্দময় করে তুলতে। অর্থাভাবে যাঁরা স্ত্রী-সন্তানদের জন্য নতুন পোশাক, ভালো খাবার ও ঘুরতে নিয়ে যেতে পারেন না, তাদের জন্যই এই আয়োজন ‘বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘের।’
সরেজমিনে উপজেলার মাওহা ইউনিয়নের নয়ানগর গ্রামে গিয়ে দেখা যায়, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা ঈদের ছুটিতে বাড়িতে এসে পারিশ্রমিকের বিনিময়ে অন্যের জমিতে ধান কাটছেন। সে ধান মাথায় করে পৌঁছে দিচ্ছেন কৃষকের বাড়িতে। প্রচণ্ড রোদে ঘামে ভেজা তাঁদের শরীর। চেহারায় ক্লান্তি থাকলেও মুখজুড়ে ছড়িয়ে আছে তৃপ্তির হাসি। ১৫-২০ জনের দলটি প্রতিদিন ২৫-৩০ শতক জমির ধান কাটছেন বলে জানান সংগঠনের সদস্যরা।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমান বাদল বলেন, ‘ঈদের দিন আমরা এলাকার দরিদ্র মানুষের সঙ্গে আনন্দ করে কাটাব ভাবতেই ভালো লাগছে। গরমে ধান কাটতে কষ্ট হলেও তাঁদের একটি দিন অন্তত হাসিখুশি রাখতে পারব ভেবে কষ্টটাকে কষ্ট মনে হচ্ছে না।’
বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘের সমন্বয়ক নেত্রকোনা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আজহারুল করিম বলেন, ‘আমাদের এলাকাটি অনেক পশ্চাৎপদ। অনেক দরিদ্র পরিবার আছে ঈদের আনন্দ যাদের কোনো দিন স্পর্শ করে না। তাই বন্ধুরা মিলে এবার ঈদে তাঁদের আনন্দময় দিন উপহার দেওয়ার পরিকল্পনা করেছি।’
সংগঠনের সদস্যরা জানান, ঈদের দিন সকালে সবাইকে নতুন পোশাক পরানো হবে। তারপর তাঁদের নিয়ে যাওয়া হবে গৌরীপুর সরকারি কলেজে। সেখানে শিশুদের মধ্যে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হবে। দুপুরের খাবার খাওয়ার পর সবাইকে নিয়ে গৌরীপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়ানোর পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, ২০১৩ সালের ২২ এপ্রিল মাওহা ইউনিয়নে এক দল শিক্ষার্থীর হাত ধরে প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘ’। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনের সদস্যরা এলাকায় শীতবস্ত্র বিতরণ, দুস্থদের ঈদ উপহার, সড়ক সংস্কার, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করছে।

গৌরীপুরে দরিদ্র মানুষকে ঈদের আনন্দ দিতে প্রয়োজনীয় অর্থের সংস্থানে মজুরির বিনিময়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধান কাটছেন ফসলের মাঠে। সে ধান মাথায় করে পৌঁছে দিচ্ছেন কৃষকের বাড়িতে। ধান কাটার মজুরির টাকা তাঁরা জমা করছেন এলাকার দরিদ্র মানুষের ঈদের দিন আনন্দময় করে তুলতে। অর্থাভাবে যাঁরা স্ত্রী-সন্তানদের জন্য নতুন পোশাক, ভালো খাবার ও ঘুরতে নিয়ে যেতে পারেন না, তাদের জন্যই এই আয়োজন ‘বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘের।’
সরেজমিনে উপজেলার মাওহা ইউনিয়নের নয়ানগর গ্রামে গিয়ে দেখা যায়, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা ঈদের ছুটিতে বাড়িতে এসে পারিশ্রমিকের বিনিময়ে অন্যের জমিতে ধান কাটছেন। সে ধান মাথায় করে পৌঁছে দিচ্ছেন কৃষকের বাড়িতে। প্রচণ্ড রোদে ঘামে ভেজা তাঁদের শরীর। চেহারায় ক্লান্তি থাকলেও মুখজুড়ে ছড়িয়ে আছে তৃপ্তির হাসি। ১৫-২০ জনের দলটি প্রতিদিন ২৫-৩০ শতক জমির ধান কাটছেন বলে জানান সংগঠনের সদস্যরা।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমান বাদল বলেন, ‘ঈদের দিন আমরা এলাকার দরিদ্র মানুষের সঙ্গে আনন্দ করে কাটাব ভাবতেই ভালো লাগছে। গরমে ধান কাটতে কষ্ট হলেও তাঁদের একটি দিন অন্তত হাসিখুশি রাখতে পারব ভেবে কষ্টটাকে কষ্ট মনে হচ্ছে না।’
বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘের সমন্বয়ক নেত্রকোনা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আজহারুল করিম বলেন, ‘আমাদের এলাকাটি অনেক পশ্চাৎপদ। অনেক দরিদ্র পরিবার আছে ঈদের আনন্দ যাদের কোনো দিন স্পর্শ করে না। তাই বন্ধুরা মিলে এবার ঈদে তাঁদের আনন্দময় দিন উপহার দেওয়ার পরিকল্পনা করেছি।’
সংগঠনের সদস্যরা জানান, ঈদের দিন সকালে সবাইকে নতুন পোশাক পরানো হবে। তারপর তাঁদের নিয়ে যাওয়া হবে গৌরীপুর সরকারি কলেজে। সেখানে শিশুদের মধ্যে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হবে। দুপুরের খাবার খাওয়ার পর সবাইকে নিয়ে গৌরীপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়ানোর পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, ২০১৩ সালের ২২ এপ্রিল মাওহা ইউনিয়নে এক দল শিক্ষার্থীর হাত ধরে প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘ’। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনের সদস্যরা এলাকায় শীতবস্ত্র বিতরণ, দুস্থদের ঈদ উপহার, সড়ক সংস্কার, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫