Ajker Patrika

পুনীতের ৮ সিনেমা আমাজনে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৪৬
পুনীতের ৮ সিনেমা আমাজনে

আমাজন প্রাইম ভিডিও ঘোষণা দিয়েছে, পুনীত রাজকুমার প্রযোজিত শেষ তিনটি সিনেমা তাদের প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করে দেখা যাবে। সিনেমা তিনটির নাম ‘ম্যান অব দ্য ম্যাচ’, ‘ওয়ান কাট টু কাট’ ও ‘ফ্যামিলি প্যাক’। এ ছাড়া পুনীত অভিনীত আরও পাঁচটি সিনেমা এই প্ল্যাটফর্মে বিনামূল্যে দেখা যাবে। এই পাঁচটি সিনেমা হলো ‘ল’, ‘ফ্রেঞ্চ বিরিয়ানি’, ‘কাভালুধারি’, ‘মায়াবাজার’ ও ‘যুবরত্ন’। এর মাধ্যমে পুনীতের সিনেমাগুলো সারা বিশ্বের মানুষ ঘরে বসে দেখতে পাবেন।

আমাজন প্রাইম ভিডিওর হেড অব কনটেন্ট মনিশ মেনগানি বলেন, ‘আমরা গত কয়েক বছর পুনীতের প্রডাকশন হাউস পিআরকের সঙ্গে সফলভাবে কাজ করেছি। আমাদের এই উদ্যোগ তারই প্রতিফলন।’ পুনীতের স্ত্রী ও এই প্রডাকশন হাউসের অন্যতম কর্ণধার অশ্বিনী রাজকুমার বলেন, ‘পুনীত সব সময় চাইতেন এই ইন্ডাস্ট্রির সিনেমা সারা বিশ্বের মানুষ দেখুক। সারা বিশ্বকে দেখানোর জন্য এখন সবচেয়ে এগিয়ে থাকা পন্থা হচ্ছে ওটিটি।’

বেঙ্গালুরু হোক বা মহীশুর, রেলস্টেশন বা বিমানবন্দর থেকে নেমে অটো কিংবা ক্যাব ধরলে দেখা যায়, কোনো না কোনো অটোর উল্টোদিকে কিংবা রাস্তায় বড় করে ফিল্মের পোস্টার। এসব পোস্টারে প্রায়ই দেখা যেত পুনীত রাজকুমারকে। মনোরম বাগিচা শহর বেঙ্গালুরুতে যতই প্রবেশ করা যায়, স্টেশন কিংবা বিমানবন্দর থেকে যতই এগিয়ে যাওয়া যায়, ততই বাড়ে যানজট। তারই মাঝে খানিক মনোরঞ্জন দিতে পারে এই পোস্টারগুলো। পুনীত ছিলেন কন্নড়বাসীর আদরের ‘আপ্পু’। গত বছর ২৯ অক্টোবর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৪৬ বছরে মারা যান পুনীত রাজকুমার। পুনীতের মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। নানা সামাজিক কর্মকাণ্ডে পুনীতের সম্পৃক্ততা ছিল। অল্প বয়সে পুনীতের মৃত্যুতে ভারতজুড়ে শোকের ছায়া নেমে আসে। সর্বদা মুখে হাসি লেগে থাকা এই তারকার হঠাৎ চলে যাওয়া সহজভাবে নিতে পারেননি কেউ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ