ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারা দেশে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ হয়ে থাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। অথচ এ জেলাতেই এখন গ্যাসের চাপ নেই। দীর্ঘদিন এমন সমস্যা চলতে থাকায় রান্না করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে জেলাবাসীকে। এ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আন্দোলনে নেমেছেন নারীরা। গতকাল মঙ্গলবার সকালে তিতাস গ্যাসের সরবরাহকারী প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা কার্যালয়ের ফটক বন্ধ করে মানববন্ধন করেছেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা দেশে সরবরাহ হচ্ছে। অথচ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছে না। দিনের বেশির ভাগ সময় গ্যাসের চাপ থাকছে না। এ ছাড়া দীর্ঘদিন বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ বন্ধ আছে। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নারীদের। এ জন্য দ্রুত সময়ের মধ্যে বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতের দাবি জানানো হয়। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে নতুন করে বাসাবাড়িতে বৈধ গ্যাস সংযোগেরও দাবি জানানো হয়। দাবি মানা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনের উদ্যোগ নেন নারী নেত্রী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে জ্বালানি প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের আহ্বায়ক কমরেড নজরুল ইসলাম, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, জেলা যুব মহিলা লীগের সহসভাপতি তাহমিনা আক্তার পান্না, ইউপি সদস্য মহসিন খন্দকার প্রমুখ।
প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি বলেন, দ্রুত সময়ের মধ্যে বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের আহ্বায়ক কমরেড নজরুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আজ সারা দেশে সরবরাহ হচ্ছে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছে না। জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত বলেন, এই জেলা থেকে গ্যাস উৎপাদন হয়। কিন্তু এই জেলার বাসিন্দারা নিরবচ্ছিন্ন গ্যাস পায় না। পরে মানববন্ধন শেষে নারীরা বিক্ষোভ মিছিল করে বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতের দাবি জানান।
কণ্ঠশিল্পী রওনক পারভীন বলেন, গ্যাস-সংকটে সবচেয়ে বেশি কষ্ট করে নারীরা। প্রতিদিন বাসায় রান্না কাজে বিঘ্ন ঘটছে। রুমানা আক্তার জানান, এই সমস্যা বলে শেষ করা যাবে না। এই জেলায় গ্যাস উৎপাদন হলেও নেই নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ। এই সময় মিছিলটি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কার্যালয়ের সামনে থেকে বের হয়ে ঘাটুরা বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়।
ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষে এই কর্মসূচি আয়োজক সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত জানান, গ্যাস-সংকটের কারণে প্রতিদিন নারীরা অনেক কষ্ট করছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় গ্যাস থাকে না। ফলে রান্নাবান্না করতে বিলম্ব হয়। ফলে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে নারীরা রাস্তায় নেমেছে। আগামী ৩ দিনের মধ্যে এই সমস্যা সমাধান না করলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে উপমহাব্যবস্থাপক প্রকৌশলী রবিউল হক বলেন, গ্যাস সরবরাহ কম থাকায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বিক্ষুব্ধ হয়েছে। এ জন্য আন্দোলন করেছেন। শীতকালে গ্যাস সরবরাহ এমনিতেই কম হয়। এ ছাড়া অবৈধ সংযোগ ও আন্তঃকোম্পানি সমস্যার কারণে গ্রাহকেরা গ্যাস কম পাচ্ছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।

সারা দেশে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ হয়ে থাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। অথচ এ জেলাতেই এখন গ্যাসের চাপ নেই। দীর্ঘদিন এমন সমস্যা চলতে থাকায় রান্না করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে জেলাবাসীকে। এ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আন্দোলনে নেমেছেন নারীরা। গতকাল মঙ্গলবার সকালে তিতাস গ্যাসের সরবরাহকারী প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা কার্যালয়ের ফটক বন্ধ করে মানববন্ধন করেছেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা দেশে সরবরাহ হচ্ছে। অথচ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছে না। দিনের বেশির ভাগ সময় গ্যাসের চাপ থাকছে না। এ ছাড়া দীর্ঘদিন বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ বন্ধ আছে। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নারীদের। এ জন্য দ্রুত সময়ের মধ্যে বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতের দাবি জানানো হয়। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে নতুন করে বাসাবাড়িতে বৈধ গ্যাস সংযোগেরও দাবি জানানো হয়। দাবি মানা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনের উদ্যোগ নেন নারী নেত্রী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে জ্বালানি প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের আহ্বায়ক কমরেড নজরুল ইসলাম, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, জেলা যুব মহিলা লীগের সহসভাপতি তাহমিনা আক্তার পান্না, ইউপি সদস্য মহসিন খন্দকার প্রমুখ।
প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি বলেন, দ্রুত সময়ের মধ্যে বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের আহ্বায়ক কমরেড নজরুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আজ সারা দেশে সরবরাহ হচ্ছে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছে না। জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত বলেন, এই জেলা থেকে গ্যাস উৎপাদন হয়। কিন্তু এই জেলার বাসিন্দারা নিরবচ্ছিন্ন গ্যাস পায় না। পরে মানববন্ধন শেষে নারীরা বিক্ষোভ মিছিল করে বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতের দাবি জানান।
কণ্ঠশিল্পী রওনক পারভীন বলেন, গ্যাস-সংকটে সবচেয়ে বেশি কষ্ট করে নারীরা। প্রতিদিন বাসায় রান্না কাজে বিঘ্ন ঘটছে। রুমানা আক্তার জানান, এই সমস্যা বলে শেষ করা যাবে না। এই জেলায় গ্যাস উৎপাদন হলেও নেই নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ। এই সময় মিছিলটি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কার্যালয়ের সামনে থেকে বের হয়ে ঘাটুরা বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়।
ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষে এই কর্মসূচি আয়োজক সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত জানান, গ্যাস-সংকটের কারণে প্রতিদিন নারীরা অনেক কষ্ট করছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় গ্যাস থাকে না। ফলে রান্নাবান্না করতে বিলম্ব হয়। ফলে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে নারীরা রাস্তায় নেমেছে। আগামী ৩ দিনের মধ্যে এই সমস্যা সমাধান না করলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে উপমহাব্যবস্থাপক প্রকৌশলী রবিউল হক বলেন, গ্যাস সরবরাহ কম থাকায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বিক্ষুব্ধ হয়েছে। এ জন্য আন্দোলন করেছেন। শীতকালে গ্যাস সরবরাহ এমনিতেই কম হয়। এ ছাড়া অবৈধ সংযোগ ও আন্তঃকোম্পানি সমস্যার কারণে গ্রাহকেরা গ্যাস কম পাচ্ছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫