হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জমে উঠেছে প্রচার-প্রচারণা। প্রতিদিন নেতা-কর্মীরা মিছিল-মিটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এদিকে, শীতের এই সময়ে নেতা-কর্মীদের আপ্যায়ন করতে প্রার্থীরা বেছে নিয়েছেন সহজ উপায়—মুড়ির মোয়া।
হাতিয়া উপজেলা সদরের সোনালী ব্যাংকের নিচে ৩০ বছর ধরে মোয়া বিক্রি করে আসছেন দিলাল চন্দ্র সাহা। আলাপকালে দিলাল আজকের পত্রিকাকে জানান, প্রতিদিন তাঁর দোকান থেকে তিন-চার মণ মোয়া বিক্রি হয়। নির্বাচনকে কেন্দ্র করে অন্য সময়ের তুলনায় বিক্রি বেড়েছে কয়েক গুণ। এক কেজি মোয়া বিক্রি হয় ১৪০-১৫০ টাকা দরে। এক কেজিতে বড় সাইজের মোয়া পাওয়া যায় ৩৫-৩৭টি।
নোয়াখালী-৬ আসনে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। গত মঙ্গলবার দুপুরে তাঁর বাসায় গিয়ে দেখা যায়, নেতা-কর্মীদের মোয়া দিয়ে আপ্যায়ন করা হচ্ছে। বড় আকারের পাত্রে মোয়া নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকা কর্মীদের মধ্যে মোয়া বিতরণ করতে দেখা যায় কয়েকজনকে।
আলাপকালে আওয়ামী লীগ প্রার্থীর বাসার কর্মচারী জাবের হোসেন জানান, প্রতিদিন এক থেকে দেড় মণ মোয়া বিতরণ করেন তাঁরা। হাতিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মীরা মিছিল নিয়ে বাসায় এলে তাঁদের মোয়া দিয়ে আপ্যায়ন করা হয়।
হাতিয়ার প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ এনামুল হক জানান, নির্বাচন এলেই মোয়ার কদর বেড়ে যায়। গ্রামগঞ্জে মানুষ মোয়া খুব পছন্দ করে। যুগ যুগ ধরে এই দ্বীপে নির্বাচনে মোয়া খাওয়ানোর রীতি চলে আসছে। শুধু সংসদ নির্বাচন নয়, স্থানীয় যেকোনো নির্বাচনে জনসমাগম বেড়ে গেলে আপ্যায়নে মোয়ার ওপর নির্ভর করতে হয়। মিছিল করে আসা ক্লান্ত নেতা-কর্মীদের মোয়া দিয়ে আপ্যায়ন করা চিরাচরিত নিয়মে পরিণত হয়েছে এখানে।
প্রসঙ্গত, নোয়াখালী-৬ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। নৌকার প্রার্থী বাদে বাকি দুজন হলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (ছড়ি প্রতীক) প্রার্থী মোহাম্মদ মোজাম্মেল হক ও জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) মুশফিকুর রহমান। হাতিয়ার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ১৩২। ভোটকেন্দ্র রয়েছে ৯৬টি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জমে উঠেছে প্রচার-প্রচারণা। প্রতিদিন নেতা-কর্মীরা মিছিল-মিটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এদিকে, শীতের এই সময়ে নেতা-কর্মীদের আপ্যায়ন করতে প্রার্থীরা বেছে নিয়েছেন সহজ উপায়—মুড়ির মোয়া।
হাতিয়া উপজেলা সদরের সোনালী ব্যাংকের নিচে ৩০ বছর ধরে মোয়া বিক্রি করে আসছেন দিলাল চন্দ্র সাহা। আলাপকালে দিলাল আজকের পত্রিকাকে জানান, প্রতিদিন তাঁর দোকান থেকে তিন-চার মণ মোয়া বিক্রি হয়। নির্বাচনকে কেন্দ্র করে অন্য সময়ের তুলনায় বিক্রি বেড়েছে কয়েক গুণ। এক কেজি মোয়া বিক্রি হয় ১৪০-১৫০ টাকা দরে। এক কেজিতে বড় সাইজের মোয়া পাওয়া যায় ৩৫-৩৭টি।
নোয়াখালী-৬ আসনে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। গত মঙ্গলবার দুপুরে তাঁর বাসায় গিয়ে দেখা যায়, নেতা-কর্মীদের মোয়া দিয়ে আপ্যায়ন করা হচ্ছে। বড় আকারের পাত্রে মোয়া নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকা কর্মীদের মধ্যে মোয়া বিতরণ করতে দেখা যায় কয়েকজনকে।
আলাপকালে আওয়ামী লীগ প্রার্থীর বাসার কর্মচারী জাবের হোসেন জানান, প্রতিদিন এক থেকে দেড় মণ মোয়া বিতরণ করেন তাঁরা। হাতিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মীরা মিছিল নিয়ে বাসায় এলে তাঁদের মোয়া দিয়ে আপ্যায়ন করা হয়।
হাতিয়ার প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ এনামুল হক জানান, নির্বাচন এলেই মোয়ার কদর বেড়ে যায়। গ্রামগঞ্জে মানুষ মোয়া খুব পছন্দ করে। যুগ যুগ ধরে এই দ্বীপে নির্বাচনে মোয়া খাওয়ানোর রীতি চলে আসছে। শুধু সংসদ নির্বাচন নয়, স্থানীয় যেকোনো নির্বাচনে জনসমাগম বেড়ে গেলে আপ্যায়নে মোয়ার ওপর নির্ভর করতে হয়। মিছিল করে আসা ক্লান্ত নেতা-কর্মীদের মোয়া দিয়ে আপ্যায়ন করা চিরাচরিত নিয়মে পরিণত হয়েছে এখানে।
প্রসঙ্গত, নোয়াখালী-৬ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। নৌকার প্রার্থী বাদে বাকি দুজন হলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (ছড়ি প্রতীক) প্রার্থী মোহাম্মদ মোজাম্মেল হক ও জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) মুশফিকুর রহমান। হাতিয়ার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ১৩২। ভোটকেন্দ্র রয়েছে ৯৬টি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫