কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

ঘটনাটি ১৯৯৫ সালের ১৬ ডিসেম্বরের। আমার বয়স তখন চার বছর। ঢাকায় যাওয়ার পথে গাড়িসহ নিখোঁজ হোন বাবা। এরপর কেটে গেছে ২৬টি বছর। তবু ফিরে পেলাম না বাবাকে। বাবা হারানোর ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছি।
কথাগুলো বলছিলেন নিখোঁজ আব্দুল হান্নানের পুত্র শফিউল আলম সৌরভ। হান্নান মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উছলাপাড়ার বাসিন্দা মৃত আব্দুল ছত্তারের বড় ছেলে। হান্নানের সঙ্গে গাড়ি চালক জুড়ী মনতৈল গ্রামের বাসিন্দা গিয়াস মিয়াও নিখোঁজ হন।
আব্দুল হান্নানের পরিবার সূত্রে জানা যায়, সে সময় ১৬ ডিসেম্বর ঢাকা থেকে মৌলভীবাজারের মাধবকুণ্ডে আসেন সাতজন লোক। ফেরার পথে ওই তাঁরা কুলাউড়ার উত্তরবাজারের মাইক্রোবাস স্ট্যান্ডে ঢাকার উদ্দেশে মাইক্রোবাস ভাড়ার জন্য খোঁজেন। এ সময় হান্নানের গাড়ি চালক গিয়াস মিয়ার সঙ্গে কথা হয়। আব্দুল হান্নান ও গিয়াস মিয়া ৩ হাজার ৫০০ টাকা ভাড়ার বিনিময়ে তাঁদের ঢাকায় নিয়ে যাওয়ার চুক্তি করেন।হান্নান তাঁর বাড়িতে বলে যান ঢাকায় যাত্রী নিয়ে যাচ্ছেন। পরদিন চলে আসবেন। কিন্তু দুই দিন পেরিয়ে গেলেও চালকসহ আব্দুল হান্নান আর ফেরেননি।
আব্দুল হান্নানের ছোট ভাই তুতিউর রহমান জানান, ঘটনার দু’দিন পর অনুমান করা হয় তাঁরা অপহরণ হয়। পরে কুলাউড়া থানায় জিডি করা হয়। পরে মামলাও দায়ের করেন। মামলাটি পরে ডিবি মৌলভীবাজারে স্থানান্তরিত হয়। ডিবি থেকে মামলাটি সিআইডিতে স্থানান্তরিত করা হয়।
সিআইডি মৌলভীবাজার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (সাব ইন্সপেক্টর) বিকাশ চন্দ্র দাশ মোবাইলে বলেন, ঘটনাটি অনেক আগের।ওই সময় দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মামলাটির প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন হয়তো। আদালতে বিষয়টি খোঁজ নিলে মামলার পুরো ব্যাপারটি জানা যাবে।

ঘটনাটি ১৯৯৫ সালের ১৬ ডিসেম্বরের। আমার বয়স তখন চার বছর। ঢাকায় যাওয়ার পথে গাড়িসহ নিখোঁজ হোন বাবা। এরপর কেটে গেছে ২৬টি বছর। তবু ফিরে পেলাম না বাবাকে। বাবা হারানোর ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছি।
কথাগুলো বলছিলেন নিখোঁজ আব্দুল হান্নানের পুত্র শফিউল আলম সৌরভ। হান্নান মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উছলাপাড়ার বাসিন্দা মৃত আব্দুল ছত্তারের বড় ছেলে। হান্নানের সঙ্গে গাড়ি চালক জুড়ী মনতৈল গ্রামের বাসিন্দা গিয়াস মিয়াও নিখোঁজ হন।
আব্দুল হান্নানের পরিবার সূত্রে জানা যায়, সে সময় ১৬ ডিসেম্বর ঢাকা থেকে মৌলভীবাজারের মাধবকুণ্ডে আসেন সাতজন লোক। ফেরার পথে ওই তাঁরা কুলাউড়ার উত্তরবাজারের মাইক্রোবাস স্ট্যান্ডে ঢাকার উদ্দেশে মাইক্রোবাস ভাড়ার জন্য খোঁজেন। এ সময় হান্নানের গাড়ি চালক গিয়াস মিয়ার সঙ্গে কথা হয়। আব্দুল হান্নান ও গিয়াস মিয়া ৩ হাজার ৫০০ টাকা ভাড়ার বিনিময়ে তাঁদের ঢাকায় নিয়ে যাওয়ার চুক্তি করেন।হান্নান তাঁর বাড়িতে বলে যান ঢাকায় যাত্রী নিয়ে যাচ্ছেন। পরদিন চলে আসবেন। কিন্তু দুই দিন পেরিয়ে গেলেও চালকসহ আব্দুল হান্নান আর ফেরেননি।
আব্দুল হান্নানের ছোট ভাই তুতিউর রহমান জানান, ঘটনার দু’দিন পর অনুমান করা হয় তাঁরা অপহরণ হয়। পরে কুলাউড়া থানায় জিডি করা হয়। পরে মামলাও দায়ের করেন। মামলাটি পরে ডিবি মৌলভীবাজারে স্থানান্তরিত হয়। ডিবি থেকে মামলাটি সিআইডিতে স্থানান্তরিত করা হয়।
সিআইডি মৌলভীবাজার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (সাব ইন্সপেক্টর) বিকাশ চন্দ্র দাশ মোবাইলে বলেন, ঘটনাটি অনেক আগের।ওই সময় দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মামলাটির প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন হয়তো। আদালতে বিষয়টি খোঁজ নিলে মামলার পুরো ব্যাপারটি জানা যাবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫