নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো কোনো কেন্দ্রে সকালের আগেও ব্যালট পাঠানো যেতে পারে, তবে এ জন্য লাগবে কমিশনের অনুমতি। গতকাল বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।
নির্বাচনে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে মো. আলমগীর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও প্রশাসন যেভাবে শক্ত অবস্থানে ছিল, উপজেলা নির্বাচনেও তারা তেমন শক্ত অবস্থানে থাকবে। সম্প্রতি উপজেলা নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালা সংশোধনের বিষয়ে তিনি বলেন, ডিজিটাল প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এতে প্রার্থীর প্রচারের খরচ কমে যাবে। ইউটিউবে, ফেসবুকে প্রচারে ব্যয় কম হবে।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরসহ তালিকা জমা দেওয়ার বিধান বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ‘যে কেউ চাইলেই যেন প্রার্থী হতে না পারে, সে জন্য প্রার্থীর সমর্থনে স্বাক্ষর নেওয়ার বিধান করা হয়েছিল। কিন্তু এটা গণতন্ত্রের পরিপন্থী। এ ছাড়া যাঁরা সমর্থন দেন তাঁরা অনেক সময় নির্যাতনের শিকার হন বলে অভিযোগ আছে। ওই বিধান প্রতিপালন করতে গিয়ে সমর্থন দেখানোর জন্য প্রার্থীরা ছলচাতুরী বা মিথ্যার আশ্রয়ও নিতেন। প্রার্থী নিজেই ডান হাত, বাঁ হাত মিলিয়ে স্বাক্ষর করতেন। এই ধরনের আইন কেন থাকবে, যা ন্যায়ের পক্ষে না। তাই এটা তুলে দিয়েছি।’
জাতীয় সংসদসহ অন্যান্য নির্বাচনে স্বতন্ত্রদের একই সুযোগ দেওয়া হবে কি না—জানতে চাইলে মো. আলমগীর বলেন, ‘সে বিষয়ে আমাদের মধ্যে এখনো কোনো আলোচনা হয়নি। তাই এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৮ মে ১৫২, ২১ মে ১৬১টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার চার ধাপে এই ভোট সম্পন্ন করতে চায় ইসি। বুধবার এক বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে দলীয় মনোনয়ন দিতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরের তালিকা সাত দিনের মধ্যে রিটার্নিং অফিসারসহ ইসি সচিবালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো কোনো কেন্দ্রে সকালের আগেও ব্যালট পাঠানো যেতে পারে, তবে এ জন্য লাগবে কমিশনের অনুমতি। গতকাল বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।
নির্বাচনে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে মো. আলমগীর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও প্রশাসন যেভাবে শক্ত অবস্থানে ছিল, উপজেলা নির্বাচনেও তারা তেমন শক্ত অবস্থানে থাকবে। সম্প্রতি উপজেলা নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালা সংশোধনের বিষয়ে তিনি বলেন, ডিজিটাল প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এতে প্রার্থীর প্রচারের খরচ কমে যাবে। ইউটিউবে, ফেসবুকে প্রচারে ব্যয় কম হবে।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরসহ তালিকা জমা দেওয়ার বিধান বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ‘যে কেউ চাইলেই যেন প্রার্থী হতে না পারে, সে জন্য প্রার্থীর সমর্থনে স্বাক্ষর নেওয়ার বিধান করা হয়েছিল। কিন্তু এটা গণতন্ত্রের পরিপন্থী। এ ছাড়া যাঁরা সমর্থন দেন তাঁরা অনেক সময় নির্যাতনের শিকার হন বলে অভিযোগ আছে। ওই বিধান প্রতিপালন করতে গিয়ে সমর্থন দেখানোর জন্য প্রার্থীরা ছলচাতুরী বা মিথ্যার আশ্রয়ও নিতেন। প্রার্থী নিজেই ডান হাত, বাঁ হাত মিলিয়ে স্বাক্ষর করতেন। এই ধরনের আইন কেন থাকবে, যা ন্যায়ের পক্ষে না। তাই এটা তুলে দিয়েছি।’
জাতীয় সংসদসহ অন্যান্য নির্বাচনে স্বতন্ত্রদের একই সুযোগ দেওয়া হবে কি না—জানতে চাইলে মো. আলমগীর বলেন, ‘সে বিষয়ে আমাদের মধ্যে এখনো কোনো আলোচনা হয়নি। তাই এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৮ মে ১৫২, ২১ মে ১৬১টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার চার ধাপে এই ভোট সম্পন্ন করতে চায় ইসি। বুধবার এক বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে দলীয় মনোনয়ন দিতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরের তালিকা সাত দিনের মধ্যে রিটার্নিং অফিসারসহ ইসি সচিবালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫