নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর কৃতী সন্তান ও জনপ্রিয় প্লেব্যাক কণ্ঠশিল্পী প্রয়াত এন্ড্রু কিশোরের স্মৃতি ধরে রাখতে রাজশাহী নগরীর একটি সড়ক ‘এন্ড্রু কিশোর সরণি’ করার দাবি উঠেছে। গতকাল রোববার দুপুরে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এ দাবি তোলা হয়। এতে রাজশাহীর সাধারণ জনগণের পাশাপাশি বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।
রাজশাহীর সাধারণ জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং এন্ড্রু কিশোরভক্তরা অংশ নেন। ঘণ্টাব্যাপী আয়োজিত মানববন্ধনে বক্তারা রাজশাহী নগরীর যেকোনো একটি সড়ক অথবা স্থাপনা এন্ড্রু কিশোরের নামে করার দাবি তোলেন।
বক্তারা বলেন, এন্ড্রু কিশোর রাজশাহীর কৃতী সন্তান। তাঁকে ঘিরে রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গন বিস্তৃত। তাই নতুন প্রজন্মের মধ্যে এন্ড্রু কিশোরের স্মৃতি ধরে রাখতে তাঁর নামে যেকোনো একটি সড়ক বা স্থাপনার নামকরণ করা প্রয়োজন।
বক্তারা রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘নগরপিতা হিসেবে আপনার কাছে অনুরোধ রেখে বলতে চাই, রাজশাহীতে এন্ড্রু কিশোর সরণি স্থাপন এখন সময়ের দাবি। এন্ড্রু কিশোর শুধু রাজশাহীর কৃতী সন্তান নন, তিনি রাজশাহীর হয়ে সারা দেশের কোটি ভক্তের মধ্যে সুরের মূর্ছনা ছড়িয়ে গেছেন। তাই তাঁর নাম স্মরণীয় করে রাখতে রাজশাহীতে এন্ড্রু কিশোর সরণি প্রতিষ্ঠা করা জরুরি। ভবিষ্যতে এ দাবিতে রাজশাহীবাসীকে আরও সোচ্চার হয়ে আওয়াজ তোলার দাবি জানান বক্তারা।
মানববন্ধন কর্মসূচিতে রাজশাহী নগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি রাজশাহীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী বিশ্ববিদ্যালয় আওয়ামী কর্মকর্তা পরিষদের সভাপতি মিশফাক আলী টুটুল, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের সাবেক ভিপি রায়হান হালিম, ওসমান গণি প্রমুখ বক্তব্য দেন। তাঁরা এ দাবিতে শিগগিরই সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানান।

রাজশাহীর কৃতী সন্তান ও জনপ্রিয় প্লেব্যাক কণ্ঠশিল্পী প্রয়াত এন্ড্রু কিশোরের স্মৃতি ধরে রাখতে রাজশাহী নগরীর একটি সড়ক ‘এন্ড্রু কিশোর সরণি’ করার দাবি উঠেছে। গতকাল রোববার দুপুরে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এ দাবি তোলা হয়। এতে রাজশাহীর সাধারণ জনগণের পাশাপাশি বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।
রাজশাহীর সাধারণ জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং এন্ড্রু কিশোরভক্তরা অংশ নেন। ঘণ্টাব্যাপী আয়োজিত মানববন্ধনে বক্তারা রাজশাহী নগরীর যেকোনো একটি সড়ক অথবা স্থাপনা এন্ড্রু কিশোরের নামে করার দাবি তোলেন।
বক্তারা বলেন, এন্ড্রু কিশোর রাজশাহীর কৃতী সন্তান। তাঁকে ঘিরে রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গন বিস্তৃত। তাই নতুন প্রজন্মের মধ্যে এন্ড্রু কিশোরের স্মৃতি ধরে রাখতে তাঁর নামে যেকোনো একটি সড়ক বা স্থাপনার নামকরণ করা প্রয়োজন।
বক্তারা রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘নগরপিতা হিসেবে আপনার কাছে অনুরোধ রেখে বলতে চাই, রাজশাহীতে এন্ড্রু কিশোর সরণি স্থাপন এখন সময়ের দাবি। এন্ড্রু কিশোর শুধু রাজশাহীর কৃতী সন্তান নন, তিনি রাজশাহীর হয়ে সারা দেশের কোটি ভক্তের মধ্যে সুরের মূর্ছনা ছড়িয়ে গেছেন। তাই তাঁর নাম স্মরণীয় করে রাখতে রাজশাহীতে এন্ড্রু কিশোর সরণি প্রতিষ্ঠা করা জরুরি। ভবিষ্যতে এ দাবিতে রাজশাহীবাসীকে আরও সোচ্চার হয়ে আওয়াজ তোলার দাবি জানান বক্তারা।
মানববন্ধন কর্মসূচিতে রাজশাহী নগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি রাজশাহীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী বিশ্ববিদ্যালয় আওয়ামী কর্মকর্তা পরিষদের সভাপতি মিশফাক আলী টুটুল, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের সাবেক ভিপি রায়হান হালিম, ওসমান গণি প্রমুখ বক্তব্য দেন। তাঁরা এ দাবিতে শিগগিরই সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানান।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫