আক্তার হোসেন, দীঘিনালা (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির দীঘিনালায় গত শিক্ষাবর্ষে এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের কারণে স্নাতক পাস কোর্সে (ডিগ্রি) ভর্তি জটিলতায় পড়েছেন ২৯২ শিক্ষার্থী। দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে পর্যাপ্ত আসন না থাকায় এসব শিক্ষার্থীর এক বছর লেখাপড়া বন্ধ হওয়ার পথে। এদিকে কলেজটিতে ডিগ্রি উন্মুক্ত আসন সম্পূর্ণ হওয়ায় সেখানেও ভর্তি হতে পারবেন না এসব শিক্ষার্থী।
করোনার কারণে অটো প্রমোশন দেওয়ায় ২০২০-২১ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষায় পাসের হার শতভাগ। এর অংশ হিসেবে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ১ হাজার ২৪৮, কুজেন্দ্র মডার্ন কলেজে ৩৪ ও বাবুছড়া কলেজ ৭৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। এই শিক্ষার্থীরা দীঘিনালা ডিগ্রি কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করেছেন।
এদিকে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে এ বছর ডিগ্রিতে পড়ার জন্য আবেদন করেছেন ৭১২ জন। কিন্তু দীঘিনালা ডিগ্রি কলেজ আসনসংখ্যা আছে ৪২০। এর মধ্যে প্রথম মেধাতালিকায় ৩৯৯ শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছেন। পরবর্তী দ্বিতীয় মেধাতালিকায় ২১ জন শিক্ষার্থীকে ভর্তি অনুমোদন দেওয়া হবে। কলেজে আসনসংখ্যা সীমিত হওয়ায় ভর্তি জটিলতায় পড়েছেন ২৯২ জন শিক্ষার্থী। দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে ডিগ্রি উন্মুক্ত আসনসংখ্যায় ভর্তি সম্পূর্ণ হওয়ায় সেখানেও ভর্তি হতে পারবেন না এসব শিক্ষার্থী।
কলেজ সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের বিএ ৬০, বিএসএস ১০০ ও বিবিএস ২৬০ আসনসংখ্যা রয়েছে। এর মধ্যে বিএসএস ২৬০, বিএ ৫৬ ও বিবিএস ৮৩ জনকে কলেজে ভর্তি অনুমোদন দেওয়া হয়েছে। বিএ ৪ ও বিবিএস ১৭ জন শিক্ষার্থীকে দ্বিতীয় মেধাতালিকায় ভর্তির অনুমোদন দেওয়া হবে। এতে বিএসএসের ২৯২ শিক্ষার্থী ডিগ্রি ভর্তি জটিলতায় পড়েছেন।
দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাড়াও উপজেলায় বাবুছড়া কলেজ ও কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজ রয়েছে। এই দুটি কলেজে ডিগ্রি পাস কোর্সের কোনো বিষয় নেই। তাই এতসংখ্যক শিক্ষার্থীর ডিগ্রিতে ভর্তির জন্য দীঘিনালা সরকারি কলেজেই আসতে হয়।
উপজেলার তিনটি কলেজের এক-তৃতীয়াংশ শিক্ষার্থী পাহাড়ি দুর্গম এলাকার ৩০ থেকে ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পড়তে আসেন। তাঁদের মধ্যে সাজেক, দাঙ্গাবাজার, নাড়াইছড়ি বাবুছড়া, লম্বাছড়া এলাকার শিক্ষার্থীও রয়েছেন। তা ছাড়া দীঘিনালা কলেজ ছাড়াও খাগড়াছড়ি সদর, পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি ডিগ্রি কলেজ রয়েছে। সামর্থ্যের কারণে এত দূরে গিয়ে পড়ালেখা করা অসম্ভব মনে করছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী রূপম চন্দ্রনাথ বলেন, ‘আর্থিক সচ্ছলতা না থাকায় ও বাড়ির কাছাকাছি হওয়ায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে আবেদন করেছি। এখন কলেজে আসনসংখ্যার অতিরিক্ত ভর্তির সুযোগ না থাকায় দীঘিনালার বাইরে গিয়ে ডিগ্রির লেখাপড়া চালিয়ে নেওয়া সম্ভব হবে না। এমন জটিলতার কারণে আমরা ভর্তি হতে না পারলে আমাদের এক বছর পড়ালেখা বন্ধ থাকবে। সরকার আমাদের কথা বিবেচনা করে দীঘিনালা সরকারি কলেজে ডিগ্রিতে আসনসংখ্যা বাড়ালে ভর্তি হতে পারব।’
কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা জানান, কলেজের আসনসংখ্যা সীমিত রয়েছে। করোনাকালে ২০২০-২১ এইচএসসি পরীক্ষার্থী শতভাগ শিক্ষার্থী পাসের হার থাকায় ডিগ্রিতে ভর্তি আবেদন বেশি পড়েছে। এ কারণে ২০২১-২২ ডিগ্রি ভর্তি জটিলতা সৃষ্টি হয়েছে।
উপাধ্যক্ষ তরুণ কান্তি বলেন, ‘কলেজে ডিগ্রি আসনসংখ্যা ৪২০। এর অতিরিক্ত ভর্তি হওয়ার সুযোগ নেই। যদি জাতীয় বিশ্ববিদ্যালয় ২৯২ জন শিক্ষার্থীকে ডিগ্রিতে ভর্তি হওয়ার সুযোগে আসনসংখ্যা বৃদ্ধি করে, তাহলে ভর্তি করা সম্ভব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা বলেন, ‘আমরা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। কীভাবে এসব শিক্ষার্থীকে ডিগ্রিতে ভর্তি করানো যায়, তা আলোচনা করব।’

খাগড়াছড়ির দীঘিনালায় গত শিক্ষাবর্ষে এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের কারণে স্নাতক পাস কোর্সে (ডিগ্রি) ভর্তি জটিলতায় পড়েছেন ২৯২ শিক্ষার্থী। দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে পর্যাপ্ত আসন না থাকায় এসব শিক্ষার্থীর এক বছর লেখাপড়া বন্ধ হওয়ার পথে। এদিকে কলেজটিতে ডিগ্রি উন্মুক্ত আসন সম্পূর্ণ হওয়ায় সেখানেও ভর্তি হতে পারবেন না এসব শিক্ষার্থী।
করোনার কারণে অটো প্রমোশন দেওয়ায় ২০২০-২১ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষায় পাসের হার শতভাগ। এর অংশ হিসেবে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ১ হাজার ২৪৮, কুজেন্দ্র মডার্ন কলেজে ৩৪ ও বাবুছড়া কলেজ ৭৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। এই শিক্ষার্থীরা দীঘিনালা ডিগ্রি কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করেছেন।
এদিকে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে এ বছর ডিগ্রিতে পড়ার জন্য আবেদন করেছেন ৭১২ জন। কিন্তু দীঘিনালা ডিগ্রি কলেজ আসনসংখ্যা আছে ৪২০। এর মধ্যে প্রথম মেধাতালিকায় ৩৯৯ শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছেন। পরবর্তী দ্বিতীয় মেধাতালিকায় ২১ জন শিক্ষার্থীকে ভর্তি অনুমোদন দেওয়া হবে। কলেজে আসনসংখ্যা সীমিত হওয়ায় ভর্তি জটিলতায় পড়েছেন ২৯২ জন শিক্ষার্থী। দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে ডিগ্রি উন্মুক্ত আসনসংখ্যায় ভর্তি সম্পূর্ণ হওয়ায় সেখানেও ভর্তি হতে পারবেন না এসব শিক্ষার্থী।
কলেজ সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের বিএ ৬০, বিএসএস ১০০ ও বিবিএস ২৬০ আসনসংখ্যা রয়েছে। এর মধ্যে বিএসএস ২৬০, বিএ ৫৬ ও বিবিএস ৮৩ জনকে কলেজে ভর্তি অনুমোদন দেওয়া হয়েছে। বিএ ৪ ও বিবিএস ১৭ জন শিক্ষার্থীকে দ্বিতীয় মেধাতালিকায় ভর্তির অনুমোদন দেওয়া হবে। এতে বিএসএসের ২৯২ শিক্ষার্থী ডিগ্রি ভর্তি জটিলতায় পড়েছেন।
দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাড়াও উপজেলায় বাবুছড়া কলেজ ও কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজ রয়েছে। এই দুটি কলেজে ডিগ্রি পাস কোর্সের কোনো বিষয় নেই। তাই এতসংখ্যক শিক্ষার্থীর ডিগ্রিতে ভর্তির জন্য দীঘিনালা সরকারি কলেজেই আসতে হয়।
উপজেলার তিনটি কলেজের এক-তৃতীয়াংশ শিক্ষার্থী পাহাড়ি দুর্গম এলাকার ৩০ থেকে ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পড়তে আসেন। তাঁদের মধ্যে সাজেক, দাঙ্গাবাজার, নাড়াইছড়ি বাবুছড়া, লম্বাছড়া এলাকার শিক্ষার্থীও রয়েছেন। তা ছাড়া দীঘিনালা কলেজ ছাড়াও খাগড়াছড়ি সদর, পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি ডিগ্রি কলেজ রয়েছে। সামর্থ্যের কারণে এত দূরে গিয়ে পড়ালেখা করা অসম্ভব মনে করছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী রূপম চন্দ্রনাথ বলেন, ‘আর্থিক সচ্ছলতা না থাকায় ও বাড়ির কাছাকাছি হওয়ায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে আবেদন করেছি। এখন কলেজে আসনসংখ্যার অতিরিক্ত ভর্তির সুযোগ না থাকায় দীঘিনালার বাইরে গিয়ে ডিগ্রির লেখাপড়া চালিয়ে নেওয়া সম্ভব হবে না। এমন জটিলতার কারণে আমরা ভর্তি হতে না পারলে আমাদের এক বছর পড়ালেখা বন্ধ থাকবে। সরকার আমাদের কথা বিবেচনা করে দীঘিনালা সরকারি কলেজে ডিগ্রিতে আসনসংখ্যা বাড়ালে ভর্তি হতে পারব।’
কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা জানান, কলেজের আসনসংখ্যা সীমিত রয়েছে। করোনাকালে ২০২০-২১ এইচএসসি পরীক্ষার্থী শতভাগ শিক্ষার্থী পাসের হার থাকায় ডিগ্রিতে ভর্তি আবেদন বেশি পড়েছে। এ কারণে ২০২১-২২ ডিগ্রি ভর্তি জটিলতা সৃষ্টি হয়েছে।
উপাধ্যক্ষ তরুণ কান্তি বলেন, ‘কলেজে ডিগ্রি আসনসংখ্যা ৪২০। এর অতিরিক্ত ভর্তি হওয়ার সুযোগ নেই। যদি জাতীয় বিশ্ববিদ্যালয় ২৯২ জন শিক্ষার্থীকে ডিগ্রিতে ভর্তি হওয়ার সুযোগে আসনসংখ্যা বৃদ্ধি করে, তাহলে ভর্তি করা সম্ভব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা বলেন, ‘আমরা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। কীভাবে এসব শিক্ষার্থীকে ডিগ্রিতে ভর্তি করানো যায়, তা আলোচনা করব।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫