সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের মহিষালোহা জব্বারিয়া উচ্চবিদ্যালয় ও মহিষালোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানের জায়গা দখল করে ক্লাবঘর নির্মাণের অভিযোগ উঠেছে। তার আগে ওই জায়গার পাশের সরকারি গাছ কেটে বিক্রি করা হয়েছে। মহিষালোহা আইপিএম (সমন্বিত বালাই ব্যবস্থাপনা) কৃষক ক্লাবের সভাপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার ধানকোড়া ইউনিয়নের মহিষালোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন সরকারি বিধি মোতাবেক কিছুদিন আগে ভেঙে ফেলা হয়। ওই ঘরের পাশে এলজিইডির রাস্তায় মেহগনিসহ অন্তত ১০টি গাছ ছিল। সরকারি অনুমোদন ছাড়াই গোপনে সেই গাছ কেটে বিক্রি করেছে একটি মহল।
এরপর খালি পড়ে থাকা ওই জমিতে মহিষালোহা আইপিএম কৃষক ক্লাবের সভাপতি সাহাবুদ্দিন ও তাঁর সহযোগীরা ক্লাবঘর নির্মাণ করছেন।
মহিষালোহা জাব্বারিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন উদ্দিন বলেন, ‘উচ্চবিদ্যালয়ের নামে দক্ষিণ পাশে ১৬২ দাগে ১৫ শতাংশ জমিতে টিনের নতুন ঘর তুলে সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটি ব্যবহার করছে। ওই জমির বদলে অপসারণ করা পুরোনো ভবনের জমি উচ্চবিদ্যালয়কে মৌখিকভাবে দেয় প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি। এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ওই জমিতে পাকা ক্লাবঘর নির্মাণ শুরু করেছে একটি মহল।’
মহিষালোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান জানান, ‘উচ্চবিদ্যালয়ের জমিতে আমাদের টিনের ঘর আছে। দুই বিদ্যালয়ের সুবিধার্থে ভেঙে ফেলা পুরোনো ভবনের জমি উচ্চবিদ্যালয়কে মৌখিকভাবে দেওয়া হয়েছে। সেখানে কে বা কারা ক্লাবঘর নির্মাণ করছেন তা আমার জানা নেই।’
এ বিষয়ে জানতে চাইলে আইপিএম ক্লাবের সভাপতি সাহাবুদ্দিন কথা বলতে রাজি হননি।
সাটুরিয়া উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, ‘উচ্চবিদ্যালয়ের খেলার মাঠের সুবিধার্থে কর্তৃপক্ষ পূর্ব পাশের কিছু গাছ অপসারণের অনুমতি দিয়েছে। তবে এলজিইডিইর সড়কসংলগ্ন পশ্চিম পাশের কোনো গাছ কাটার অনুমতি দিয়েছে কিনা সেটা আমার জানা নেই।’
সাটুরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. জান্নাতুল ফেরদৌস বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গায় কোনো ক্লাব অথবা কোনো সংগঠনের কার্যালয় নির্মাণের বিধান নেই। এতে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটবে। ক্লাব নির্মাণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জের সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের মহিষালোহা জব্বারিয়া উচ্চবিদ্যালয় ও মহিষালোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানের জায়গা দখল করে ক্লাবঘর নির্মাণের অভিযোগ উঠেছে। তার আগে ওই জায়গার পাশের সরকারি গাছ কেটে বিক্রি করা হয়েছে। মহিষালোহা আইপিএম (সমন্বিত বালাই ব্যবস্থাপনা) কৃষক ক্লাবের সভাপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার ধানকোড়া ইউনিয়নের মহিষালোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন সরকারি বিধি মোতাবেক কিছুদিন আগে ভেঙে ফেলা হয়। ওই ঘরের পাশে এলজিইডির রাস্তায় মেহগনিসহ অন্তত ১০টি গাছ ছিল। সরকারি অনুমোদন ছাড়াই গোপনে সেই গাছ কেটে বিক্রি করেছে একটি মহল।
এরপর খালি পড়ে থাকা ওই জমিতে মহিষালোহা আইপিএম কৃষক ক্লাবের সভাপতি সাহাবুদ্দিন ও তাঁর সহযোগীরা ক্লাবঘর নির্মাণ করছেন।
মহিষালোহা জাব্বারিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন উদ্দিন বলেন, ‘উচ্চবিদ্যালয়ের নামে দক্ষিণ পাশে ১৬২ দাগে ১৫ শতাংশ জমিতে টিনের নতুন ঘর তুলে সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটি ব্যবহার করছে। ওই জমির বদলে অপসারণ করা পুরোনো ভবনের জমি উচ্চবিদ্যালয়কে মৌখিকভাবে দেয় প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি। এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ওই জমিতে পাকা ক্লাবঘর নির্মাণ শুরু করেছে একটি মহল।’
মহিষালোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান জানান, ‘উচ্চবিদ্যালয়ের জমিতে আমাদের টিনের ঘর আছে। দুই বিদ্যালয়ের সুবিধার্থে ভেঙে ফেলা পুরোনো ভবনের জমি উচ্চবিদ্যালয়কে মৌখিকভাবে দেওয়া হয়েছে। সেখানে কে বা কারা ক্লাবঘর নির্মাণ করছেন তা আমার জানা নেই।’
এ বিষয়ে জানতে চাইলে আইপিএম ক্লাবের সভাপতি সাহাবুদ্দিন কথা বলতে রাজি হননি।
সাটুরিয়া উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, ‘উচ্চবিদ্যালয়ের খেলার মাঠের সুবিধার্থে কর্তৃপক্ষ পূর্ব পাশের কিছু গাছ অপসারণের অনুমতি দিয়েছে। তবে এলজিইডিইর সড়কসংলগ্ন পশ্চিম পাশের কোনো গাছ কাটার অনুমতি দিয়েছে কিনা সেটা আমার জানা নেই।’
সাটুরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. জান্নাতুল ফেরদৌস বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গায় কোনো ক্লাব অথবা কোনো সংগঠনের কার্যালয় নির্মাণের বিধান নেই। এতে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটবে। ক্লাব নির্মাণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫