চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের, দুই সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
গত রোববার নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৭ নম্বর আমলি আদালতে ঘুষ দাবির অভিযোগে মামলার আবেদনটি করেন আবদুল ওয়াহেদ নামের এক ব্যক্তি। তিনি চাটখিল উপজেলার উত্তর বদলকোট গ্রামের বাসিন্দা। বিরোধপূর্ণ জমি দখলে সহযোগিতা ও ঘুষ দাবির অভিযোগে মামলার এই আবেদন করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন অপর পক্ষের মো. পারভেজ, মো. শহীদুল্লাহ, মো. মিজান, মো. সুমন, মো. শাহজাহান, মো. জাহাঙ্গীর, মো. আকবর, মো. শাহাদাত ও মো. রাজন।
আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ সাফায়েত বাদীর আবেদন আমলে নিয়ে তা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। আগামী ১৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
মামলার আবেদনে আবদুল ওয়াহেদ অভিযোগ করেন, চাটখিলের বদলকোট মৌজার বিএস ১২৪৬ খতিয়ানের ১০২৮ দাগে তাঁর দখলি জমি ১৩ জানুয়ারি সকালে প্রতিপক্ষ মো. শহিদুল্লাহ ও মো. পারভেজ দলবল নিয়ে দখল করতে আসেন। এ সময় তিনি ৯৯৯ নম্বরে ফোন দেন। যার ভিত্তিতে চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহেদ সেখানে গেলে দখলকারীরা পালিয়ে যান। পরে থানার দুই এএসআই জাকির হোসেন ও মো. সুমন গিয়ে ৯৯৯ নম্বরে ফোন করায় তাঁদের হুমকি-ধমকি দেন।
আবদুল ওয়াহেদ বলেন, দুই এএসআইয়ের কথা অনুযায়ী কাগজপত্র নিয়ে থানায় গেলে তাঁদের রাত ১০টা পর্যন্ত বসিয়ে রাখা হয়। বিপরীতে প্রতিপক্ষকে রাতে জমি দখলের সুযোগ করে দেওয়া হয়। পরদিন আবার থানায় গেলে দুই এএসআই তাঁদের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন।
চাটখিল থানার ওসি আবুল খায়ের বলেন, মামলার আবেদনটি তিনি দেখেছেন। তিনি আবদুল ওয়াহেদ নামের উল্লিখিত ব্যক্তিকে চেনেন না।
আদালতের পেশকার মতিউর রহমান জানান, আদালত পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
পিবিআইয়ের জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী আজকের পত্রিকাকে বলেন, আদালতের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের, দুই সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
গত রোববার নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৭ নম্বর আমলি আদালতে ঘুষ দাবির অভিযোগে মামলার আবেদনটি করেন আবদুল ওয়াহেদ নামের এক ব্যক্তি। তিনি চাটখিল উপজেলার উত্তর বদলকোট গ্রামের বাসিন্দা। বিরোধপূর্ণ জমি দখলে সহযোগিতা ও ঘুষ দাবির অভিযোগে মামলার এই আবেদন করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন অপর পক্ষের মো. পারভেজ, মো. শহীদুল্লাহ, মো. মিজান, মো. সুমন, মো. শাহজাহান, মো. জাহাঙ্গীর, মো. আকবর, মো. শাহাদাত ও মো. রাজন।
আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ সাফায়েত বাদীর আবেদন আমলে নিয়ে তা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। আগামী ১৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
মামলার আবেদনে আবদুল ওয়াহেদ অভিযোগ করেন, চাটখিলের বদলকোট মৌজার বিএস ১২৪৬ খতিয়ানের ১০২৮ দাগে তাঁর দখলি জমি ১৩ জানুয়ারি সকালে প্রতিপক্ষ মো. শহিদুল্লাহ ও মো. পারভেজ দলবল নিয়ে দখল করতে আসেন। এ সময় তিনি ৯৯৯ নম্বরে ফোন দেন। যার ভিত্তিতে চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহেদ সেখানে গেলে দখলকারীরা পালিয়ে যান। পরে থানার দুই এএসআই জাকির হোসেন ও মো. সুমন গিয়ে ৯৯৯ নম্বরে ফোন করায় তাঁদের হুমকি-ধমকি দেন।
আবদুল ওয়াহেদ বলেন, দুই এএসআইয়ের কথা অনুযায়ী কাগজপত্র নিয়ে থানায় গেলে তাঁদের রাত ১০টা পর্যন্ত বসিয়ে রাখা হয়। বিপরীতে প্রতিপক্ষকে রাতে জমি দখলের সুযোগ করে দেওয়া হয়। পরদিন আবার থানায় গেলে দুই এএসআই তাঁদের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন।
চাটখিল থানার ওসি আবুল খায়ের বলেন, মামলার আবেদনটি তিনি দেখেছেন। তিনি আবদুল ওয়াহেদ নামের উল্লিখিত ব্যক্তিকে চেনেন না।
আদালতের পেশকার মতিউর রহমান জানান, আদালত পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
পিবিআইয়ের জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী আজকের পত্রিকাকে বলেন, আদালতের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫