Ajker Patrika

আজ বাংলাদেশের ম্যাচ ঠিকঠাক হবে তো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ মে ২০২৩, ১৩: ০০
আজ বাংলাদেশের ম্যাচ ঠিকঠাক হবে তো

দেশের মাঠে গত মার্চে আয়ারল্যান্ড সিরিজে বৃষ্টির ইঁদুর-বিড়াল খেলা ছিল। ফিরতি সফরে আইরিশদের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ডে গিয়েও রেহাই নেই বাংলাদেশ দলের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই ইংল্যান্ডে গেছে বাংলাদেশ। তবে প্রকৃতির বাধায় পরিপূর্ণ অনুশীলনের আফসোস থেকেই গেল।

সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচটা ভাসিয়ে নিয়ে গেছে বৃষ্টি। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ থাকায় সিরিজের ভেন্যু চেমসফোর্ডে একটা মাত্র অনুশীলন সেশন ছিল। ম্যাচের আগের দিন গতকাল সেখানে শেষবার নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। তবে এ দিনও বৃষ্টি পিছু ছাড়েনি বাংলাদেশকে। কদিন উইকেট নিয়ে অন্ধকারে থাকলেও গতকাল কিছুটা ধারণা পাওয়া গেছে। কদিন আগে মেহেদী হাসান মিরাজ মাঠ নিয়ে বলেছিলেন, এক পাশে বেশ ছোট। তবে আরেক পাশে মাঠের আকার ভালোই বড়। হাথুরুসিংহে অবশ্য মাঠের আকার নিয়ে খুব একটা চিন্তিত নন, ‘এটা কঠিন কিছু না। দুই দলের জন্য একই। কোন লাইন-লেংথে বোলিং করতে হবে, সেটা আমাদেরই বের করতে হবে। এটা নিয়ে চিন্তার কিছু নেই, আমাদের সেরা বোলিংটাই করতে হবে।’ 

এর মধ্যে প্রথম ওয়ানডে হওয়া নিয়েও শঙ্কা আছে। ইংল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সকাল ৮টা থেকেই শুরু হতে পারে বৃষ্টি, সময় বাড়ার সঙ্গে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। শুধু প্রথম ম্যাচ নয়, সিরিজের বাকি দুই ওয়ানডেতে একই সম্ভাবনা আছে। তবে আবহাওয়া-কন্ডিশন নিয়ে খুব বেশি চিন্তিত নয় বাংলাদেশ। বরং সতীর্থদের মানসিক প্রস্তুতির দিকেই জোর দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশের জন্য এই সিরিজটা এক অর্থে গুরুত্বহীন। ওয়ানডে সুপার লিগের অংশ হলেও বাংলাদেশ আগেই ভারত বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। ওয়ানডে সুপার লিগের এই চক্রে এটি বাংলাদেশের শেষ সিরিজ। ফলের দিক থেকে অর্থবহ না হলেও বাংলাদেশ সিরিজটা একেবারেই হালকাভাবে নিচ্ছে না।

এর একটা কারণ অবশ্যই আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে দল গোছানো। কঠিন কন্ডিশনে তাওহীদ হৃদয়দের মতো নতুনরা কিংবা অভিজ্ঞরাও কীভাবে সাড়া দেন, সেটা দেখার বাকি আছে প্রধান কোচ হাথুরুর। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর দেশের বাইরে এটিই হাথুরুর প্রথম সিরিজ। দল নিয়ে এর মধ্যে কিছু কাটাছেঁড়া অবশ্য করেছেন হাথুরু। তবে বিশ্বকাপের আগে এমন একটি সিরিজকে বড় মঞ্চের প্রস্তুতি বলা যায় কি না প্রশ্নে হাথুরু স্পষ্ট বলেছেন, ‘ভারতে আমরা এ ধরনের কন্ডিশনে বিশ্বকাপ খেলব না। আমাদের সম্পূর্ণ মনোযোগ এই ধরনের কন্ডিশনে জেতা এবং কীভাবে আমরা খেলতে পারি। এ ধরনের কন্ডিশনে আমরা বিশ্বকাপ নিয়ে খুব বেশি ভাবছি না।’

ওয়ানডেতে দল হিসেবে এমনিতে বেশ গোছানো বাংলাদেশ। কয়েক বছরে এই সংস্করণে বাংলাদেশ দলের পারফরম্যান্সও এটাই প্রমাণ করে। দল নিয়ে এখন পর্যন্ত অসন্তুষ্টি নেই হাথুরুর, ‘তাদের সেরা পারফরম্যান্স, মানসিকতা ও প্রস্তুতি দেখতে চাই। এখন পর্যন্ত আমি তাদের নিয়ে খুশি। আমার চ্যালেঞ্জ হচ্ছে তাদের সুস্থ, ফিট ও ম্যাচ খেলতে দেওয়া। তাসকিনের যেটা হয়েছে, এটা আমাদের সবার চোখ খুলে দেওয়ার মতো। আমাদের নজর রাখতে হবে, ছেলেরা কতটুকু ক্রিকেট খেলছে। আমরা তাদের এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য কতটা ফিট রাখতে পারি।’

বাংলাদেশের হিসাব যখন এসব, আয়ারল্যান্ডের চিন্তা ভারত বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে। সেটি করতে হলে এই সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করতে হবে আইরিশদের। আর না হলে আগামী জুনে জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বের বাধার সামনে পড়তে হবে।

ম্যাচ দেখাবে কোথায় 
দেশের কোন টেলিভিশনে সরাসরি দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের ম্যাচ, গতকাল রাত ১০টায়ও নিশ্চিত হওয়া যায়নি ৷ এটির সমাধানে গতকাল রাতে দুই ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বসার কথা ছিল ৷ তবে বিসিবি জানিয়েছে, আইসিসি টিভির ওয়েবসাইটে সিরিজের ম্যাচ সম্প্রচার করা হবে ৷ সাইটে ম্যাচ দেখতে হলে দর্শকদের নিবন্ধন থাকতে হবে অথবা নিবন্ধন করতে হবে ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

এলাকার খবর
Loading...