Ajker Patrika

চার লেনের মহাসড়কের অর্ধেক অবৈধ দখলে

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২২, ১৩: ৩৫
চার লেনের মহাসড়কের অর্ধেক অবৈধ দখলে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনের। কিন্তু বাজার, গাড়ি পার্কিং, নির্মাণসামগ্রী ও বালুবাহী ট্রাক রেখে রাস্তার প্রায় অর্ধেক অর্থাৎ দুই লেন বেশির ভাগ জায়গা অবৈধ দখলে থাকে। এতে রাস্তা যায় সরু হয়ে, বেধে যায় যানজট। অনেক সময় দুর্ঘটনাও ঘটে।

গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, ময়মনসিংহ মহানগরীর চরপাড়া মোড় থেকে শিকারিকান্দা বাইপাস মোড়, চুরখাই চার রাস্তার মোড়, বইলর, ত্রিশাল, ভালুকা বাসস্ট্যান্ড, হবিরবাড়ি, জয়না বাজার, স্কয়ার মাস্টার বাড়ি হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন জায়গায় মহাসড়কের চার লেনের মধ্যে দুই লেনে রয়েছে পার্ক করা গাড়ি। ঢাকা-ময়মনসিংহগামী যানবাহন ছাড়াও শিল্পকারখানার স্টাফ বাস এবং মালামাল পরিবহনের যানবাহন সড়কে দাঁড় করিয়ে রাখতে দেখা যায়। কোথাও কোথাও ফেলে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। এ ছাড়া প্রায় সব জায়গায় রাস্তার একটা অংশ দখল করে বসে গেছে হাট। সেখানে কেনাবেচা চলছে, ভিড় করছে মানুষ।

গাড়িচালক মুকুল মিয়া বলেন, সড়কের ওপর গাড়ি পার্ক করে রাখার কারণে বেশির ভাগ সময় যানজট লেগে থাকে। এ ছাড়া রাস্তার ওপর বাজার বসানোর কারণে ধীরগতিতে গাড়ি চালাতে হয়। ঢাকা যেতে যেখানে সময় লাগত তিন ঘণ্টা, সেখানে যানজটের কারণে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগছে। এতে যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

আব্দুল কাদির মিয়া নামে ঢাকাগামী এক যাত্রী বলেন, সারা বছর মহাসড়কের চার লেনের প্রায় দুই লেন দখলে রাখা হয় যানবাহন পার্ক করে। বিভিন্ন কলকারখানার শত শত গাড়ি তাদের প্রতিষ্ঠানের সামনে সারা দিন পার্ক করা থাকে। এর ফলে যানজট লেগেই থাকে। এ নিয়ে প্রশাসনের তেমন একটা নজরদারি চোখে পড়ে না। নিত্যদিনের যানজট দূর করতে হলে মহাসড়ক থেকে পার্ক করা গাড়ি দ্রুত সরাতে হবে।

নিরাপদ সড়ক চাই আন্দোলন (নিসচা) ময়মনসিংহের সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না বলেন, ‘মহাসড়কে যখন গাড়ি চলাচল বাধাগ্রস্ত হয়, তখন দুর্ঘটনা বেড়ে যায়। আর একটি দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না হয়ে থাকে। আমরা চাই সড়ক নিরাপদ রাখতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।’

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, ঢাকা-ময়মনসিংহে মহাসড়কের দুই পাশে নীতিমালা না মেনে যত্রতত্র ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তিগত স্থাপনা গড়ে উঠেছে। এগুলোর কারণে নিয়মিত যানজট লেগে থাকে এবং দুর্ঘটনা ঘটে। মহাসড়কের পাশে স্থাপনা গড়ে তুলতে অনুমতি লাগে। সেই অনুমতি জেলা প্রশাসন দেয়। তাই বিষয়টি আমাদের দেখার বিষয় না। প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে একটু কঠোর হলে এই সমস্যার সমাধান হবে।

মহাসড়ক সম্পর্কিত পড়তে - এখানে ক্লিক করুন

জেলা প্রশাসক এনামুল হকও স্বীকার করলেন, মহাসড়কে অবৈধভাবে পার্কিং এবং বাজার বসানোর জন্য প্রায় সময় যানজট লাগে। তিনি বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আসায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। মহাসড়ক যানজটমুক্ত রাখতে আমাদের অভিযান চলমান থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত