সবুর শুভ, চট্টগ্রাম

বাসায় গ্যাস নেই, চুলা জ্বলছে না। অন্য উপায়ে রান্না করার সুযোগও নেই। ঘুম থেকে উঠে সকালের নাশতা আনার জন্য বাইরে ছুটলেন মো. খোরশেদ আলম। অন্তত ১০টি রেস্তোরাঁ ঘুরে নাশতা পেলেন না চট্টগ্রাম নগরীর ঘাটফরহাদবেগ এলাকার এই বাসিন্দা।
খোরশেদ জানান, তিনি যাওয়ার আগেই সব রেস্তোরাঁয় বানানো নাশতা বিক্রি শেষ। অনেক হোটেল-রেস্তোরাঁর দরজাই বন্ধ এখন। গ্যাস-সংকটের কারণে পুরো চট্টগ্রাম নগরীর চিত্র এখন এমন।
নগরীর বড় মিয়ার মসজিদ এলাকার গৃহিণী কোহিনুর আক্তার বলেন, ‘গ্যাস না থাকায় রান্নাবান্না কিছুই করতে পারছি না। হোটেল-রেস্টুরেন্টে গেলেও খাবার নেই।’
সমস্যার কিন্তু এখানেই শেষ নয়। গ্যাস না থাকায় গতকাল রোববার চট্টগ্রাম নগরী ও উপজেলাগুলোতে অটোরিকশাসহ সিএনজিচালিত বিভিন্ন যানবাহনের চাকাও বন্ধ রয়েছে।
জানা গেছে, ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারের মহেশখালীর নিকটবর্তী সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকায় গ্যাস-সংকট দেখা দিয়েছে চট্টগ্রামে।
এ বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক আমিনুর রহমান জানান, মোখার প্রভাবে দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ আছে। আজ সোমবার রাত নাগাদ গ্যাস সরবরাহ শুরু করার আশাবাদ এই কর্মকর্তার।
এদিকে গ্যাস-সংকটের সুযোগে এলপিজি ব্যবসায়ীরা সিলিন্ডারপ্রতি দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভোক্তা পর্যায়ে ১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ১৭৮ টাকা হলেও অসাধু ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে দেড় হাজার টাকা নিচ্ছেন বলে জানান চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় বসবাসকারী চট্টগ্রাম আদালতের আইনজীবী আশরাফ উদ্দিন খন্দকার।

বাসায় গ্যাস নেই, চুলা জ্বলছে না। অন্য উপায়ে রান্না করার সুযোগও নেই। ঘুম থেকে উঠে সকালের নাশতা আনার জন্য বাইরে ছুটলেন মো. খোরশেদ আলম। অন্তত ১০টি রেস্তোরাঁ ঘুরে নাশতা পেলেন না চট্টগ্রাম নগরীর ঘাটফরহাদবেগ এলাকার এই বাসিন্দা।
খোরশেদ জানান, তিনি যাওয়ার আগেই সব রেস্তোরাঁয় বানানো নাশতা বিক্রি শেষ। অনেক হোটেল-রেস্তোরাঁর দরজাই বন্ধ এখন। গ্যাস-সংকটের কারণে পুরো চট্টগ্রাম নগরীর চিত্র এখন এমন।
নগরীর বড় মিয়ার মসজিদ এলাকার গৃহিণী কোহিনুর আক্তার বলেন, ‘গ্যাস না থাকায় রান্নাবান্না কিছুই করতে পারছি না। হোটেল-রেস্টুরেন্টে গেলেও খাবার নেই।’
সমস্যার কিন্তু এখানেই শেষ নয়। গ্যাস না থাকায় গতকাল রোববার চট্টগ্রাম নগরী ও উপজেলাগুলোতে অটোরিকশাসহ সিএনজিচালিত বিভিন্ন যানবাহনের চাকাও বন্ধ রয়েছে।
জানা গেছে, ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারের মহেশখালীর নিকটবর্তী সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকায় গ্যাস-সংকট দেখা দিয়েছে চট্টগ্রামে।
এ বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক আমিনুর রহমান জানান, মোখার প্রভাবে দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ আছে। আজ সোমবার রাত নাগাদ গ্যাস সরবরাহ শুরু করার আশাবাদ এই কর্মকর্তার।
এদিকে গ্যাস-সংকটের সুযোগে এলপিজি ব্যবসায়ীরা সিলিন্ডারপ্রতি দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভোক্তা পর্যায়ে ১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ১৭৮ টাকা হলেও অসাধু ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে দেড় হাজার টাকা নিচ্ছেন বলে জানান চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় বসবাসকারী চট্টগ্রাম আদালতের আইনজীবী আশরাফ উদ্দিন খন্দকার।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫