চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চলতি মৌসুমে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বোরো ধানের আবাদ কমেছে। গত মৌসুমে ৩ হাজার ৪১৫ হেক্টর জমিতে বোরো আবাদ হলেও চলতি বছর সেটা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ২৫০ হেক্টরে। সে হিসাবে গত বছরের তুলনায় এবার ১৬৫ হেক্টর জমিতে বোরো চাষ কমেছে। তবে কৃষি কর্মকর্তার ভাষ্য, বোরো ধানের আবাদ কমলেও অন্য ফসলের বেড়েছে।
স্থানীয় বাসিন্দা সোহেল হোসেন মন্টু বলেন, ‘মাটিদস্যুরা রাতের আঁধারে ফসলি জমির টপ সয়েল কেটে সাবাড় করে দিচ্ছে। এতে ফসলি জমি ডোবায় পরিণত হচ্ছে। প্রতিবছর শুষ্ক মৌসুম এলেই শুরু হয় মাটি কাটার রমরমা ব্যবসা। ইটভাটার কাঁচামাল হিসেবে মাটির ব্যবহার রোধ করা না গেলে এ দেশ ডোবায় পরিণত হবে। কমে যাবে ফসলের আবাদ।
আরেক বাসিন্দা নবাব আলী জানান, মানুষ অপরিকল্পিতভাবে যেখানে সেখানে ফসলি জমি ভরাট করে ঘরবাড়ি, দালানকোঠা গড়ে তুলছে। যার ফলে পানি চলাচলের সেতু, কালভার্ট বন্ধ হয়ে যাচ্ছে। তাই সেচের পানি ওই এলাকাগুলোতে পৌঁছাতে পারে না।
চাষি আবদুস সবুর জানান, গত বছর তিনি তিন একর জমিতে বোরো ধানের চাষ করেন। তবে এ বছর কোনো চাষ করেননি। বোরো চাষে সেচ খরচ, শ্রমিকের মজুরি, সার ও কীটনাশকের দাম বাড়তি বিধায় উৎপাদন ব্যয় বাড়ছে। খরচের তুলনায় উৎপাদিত ধানের মূল্য কম।
সাতবাড়িয়া ছলিয়ার পাড়ার কৃষক আদিত্য নাথ জানান, পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্প নিয়মিত পানি না দেওয়ায় বর্তমান বোরো ধানের অবস্থা খুব খারাপ।
বিভিন্ন এলাকার মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা বলছেন, বাকি জমিতে অন্যান্য সবজি চাষ হয়েছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় নতুন করে ভুট্টা, মসুর ডাল, গম, ফ্রান্স বিম, ফেলন, ড্রাগনসহ নানা ধরনের বাগানের দিকে ঝুঁকছেন কৃষক।
কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার আজকের পত্রিকাকে বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে কম চাষ হয়েছে বিষয়টি এমন নয়। কারণ বাকি জমিতে বিভিন্ন রকমের পর্যাপ্ত সবজি চাষ হয়েছে।
উপজেলার পানি উন্নয়ন উপসহকারী প্রকৌশলী আজমানুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ড ১১টি বারেক পাইপ (সেচ প্রকল্প) স্থাপন করা হয়। ১টি বারেক পাইপে ১ কিমি জমি সেচের আওতায় আসে। এই পাইপের ফলে পানি সাশ্রয়, পরিত্যক্ত জমিতে চাষ, সহজে পানি সরবরাহ করা যায়। এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। একবার বসালে পরবর্তীতে তেমন কোনো খরচ নেই।

চলতি মৌসুমে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বোরো ধানের আবাদ কমেছে। গত মৌসুমে ৩ হাজার ৪১৫ হেক্টর জমিতে বোরো আবাদ হলেও চলতি বছর সেটা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ২৫০ হেক্টরে। সে হিসাবে গত বছরের তুলনায় এবার ১৬৫ হেক্টর জমিতে বোরো চাষ কমেছে। তবে কৃষি কর্মকর্তার ভাষ্য, বোরো ধানের আবাদ কমলেও অন্য ফসলের বেড়েছে।
স্থানীয় বাসিন্দা সোহেল হোসেন মন্টু বলেন, ‘মাটিদস্যুরা রাতের আঁধারে ফসলি জমির টপ সয়েল কেটে সাবাড় করে দিচ্ছে। এতে ফসলি জমি ডোবায় পরিণত হচ্ছে। প্রতিবছর শুষ্ক মৌসুম এলেই শুরু হয় মাটি কাটার রমরমা ব্যবসা। ইটভাটার কাঁচামাল হিসেবে মাটির ব্যবহার রোধ করা না গেলে এ দেশ ডোবায় পরিণত হবে। কমে যাবে ফসলের আবাদ।
আরেক বাসিন্দা নবাব আলী জানান, মানুষ অপরিকল্পিতভাবে যেখানে সেখানে ফসলি জমি ভরাট করে ঘরবাড়ি, দালানকোঠা গড়ে তুলছে। যার ফলে পানি চলাচলের সেতু, কালভার্ট বন্ধ হয়ে যাচ্ছে। তাই সেচের পানি ওই এলাকাগুলোতে পৌঁছাতে পারে না।
চাষি আবদুস সবুর জানান, গত বছর তিনি তিন একর জমিতে বোরো ধানের চাষ করেন। তবে এ বছর কোনো চাষ করেননি। বোরো চাষে সেচ খরচ, শ্রমিকের মজুরি, সার ও কীটনাশকের দাম বাড়তি বিধায় উৎপাদন ব্যয় বাড়ছে। খরচের তুলনায় উৎপাদিত ধানের মূল্য কম।
সাতবাড়িয়া ছলিয়ার পাড়ার কৃষক আদিত্য নাথ জানান, পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্প নিয়মিত পানি না দেওয়ায় বর্তমান বোরো ধানের অবস্থা খুব খারাপ।
বিভিন্ন এলাকার মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা বলছেন, বাকি জমিতে অন্যান্য সবজি চাষ হয়েছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় নতুন করে ভুট্টা, মসুর ডাল, গম, ফ্রান্স বিম, ফেলন, ড্রাগনসহ নানা ধরনের বাগানের দিকে ঝুঁকছেন কৃষক।
কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার আজকের পত্রিকাকে বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে কম চাষ হয়েছে বিষয়টি এমন নয়। কারণ বাকি জমিতে বিভিন্ন রকমের পর্যাপ্ত সবজি চাষ হয়েছে।
উপজেলার পানি উন্নয়ন উপসহকারী প্রকৌশলী আজমানুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ড ১১টি বারেক পাইপ (সেচ প্রকল্প) স্থাপন করা হয়। ১টি বারেক পাইপে ১ কিমি জমি সেচের আওতায় আসে। এই পাইপের ফলে পানি সাশ্রয়, পরিত্যক্ত জমিতে চাষ, সহজে পানি সরবরাহ করা যায়। এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। একবার বসালে পরবর্তীতে তেমন কোনো খরচ নেই।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫