সম্পাদকীয়

মূলত রাজনীতিবিদ হিসেবে পরিচিত হলেও, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে সাইফউদ্দিন আহমেদ মানিকের সুনাম আছে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ১৯৩৯ সালের ২৪ জুন জন্মগ্রহণ করেন তিনি।
দেশ বিভাগের পর সাইফউদ্দিন মানিক ১৯৪৮ সালে পিতামাতার সঙ্গে ঢাকায় এসে গোপীবাগে বসবাস শুরু করেন। তিনি ঢাকার মুসলিম গভর্নমেন্ট হাইস্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবন কাটিয়েছেন। স্কুলজীবন থেকেই খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অনুরাগী ছিলেন। তিনি ছিলেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এবং সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’-এর অন্যতম প্রতিষ্ঠাতা। ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।
গত শতকের ষাটের দশকে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানের বিরুদ্ধে যে ছাত্র-গণ-আন্দোলন গড়ে ওঠে, তার সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত হন। একপর্যায়ে তিনি আন্দোলনের প্রথম সারির নেতা হয়ে ওঠেন। তিনি ১৯৬৫ সালে প্রগতিশীল ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং ১৯৬৬ সালে ছাত্র ইউনিয়নের এক অংশের সভাপতি নির্বাচিত হন। তিনি ছিলেন ১১ দফা কর্মসূচির অন্যতম প্রণেতা, ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা এবং উনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক।
১৯৬৯ সালে তিনি শ্রমিক আন্দোলনে যোগ দেন। ডেমরার বাওয়ানী পাটকল শ্রমিক ইউনিয়ন তাঁকে সভাপতি নির্বাচিত করে। পরবর্তীকালে তিনি দীর্ঘ সময় ট্রেড ইউনিয়ন কেন্দ্র নামের শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদেরও তিনি ছিলেন অন্যতম নেতা।
বীর মুক্তিযোদ্ধা সাইফউদ্দিন মানিক ছিলেন ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়নের কর্মীদের নিয়ে গঠিত যৌথ গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক। স্বাধীনতার পর তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য, সাধারণ সম্পাদক এবং পরে সভাপতি নির্বাচিত হন। ১৯৯৪ সালে ‘গণফোরাম’ নামের রাজনৈতিক দল গঠনে তিনি উদ্যোগী ভূমিকা নেন এবং ১৯৯৬ সাল থেকে আমৃত্যু তিনি এই দলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৮ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকায় তাঁর মৃত্যু হয়।

মূলত রাজনীতিবিদ হিসেবে পরিচিত হলেও, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে সাইফউদ্দিন আহমেদ মানিকের সুনাম আছে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ১৯৩৯ সালের ২৪ জুন জন্মগ্রহণ করেন তিনি।
দেশ বিভাগের পর সাইফউদ্দিন মানিক ১৯৪৮ সালে পিতামাতার সঙ্গে ঢাকায় এসে গোপীবাগে বসবাস শুরু করেন। তিনি ঢাকার মুসলিম গভর্নমেন্ট হাইস্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবন কাটিয়েছেন। স্কুলজীবন থেকেই খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অনুরাগী ছিলেন। তিনি ছিলেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এবং সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’-এর অন্যতম প্রতিষ্ঠাতা। ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।
গত শতকের ষাটের দশকে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানের বিরুদ্ধে যে ছাত্র-গণ-আন্দোলন গড়ে ওঠে, তার সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত হন। একপর্যায়ে তিনি আন্দোলনের প্রথম সারির নেতা হয়ে ওঠেন। তিনি ১৯৬৫ সালে প্রগতিশীল ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং ১৯৬৬ সালে ছাত্র ইউনিয়নের এক অংশের সভাপতি নির্বাচিত হন। তিনি ছিলেন ১১ দফা কর্মসূচির অন্যতম প্রণেতা, ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা এবং উনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক।
১৯৬৯ সালে তিনি শ্রমিক আন্দোলনে যোগ দেন। ডেমরার বাওয়ানী পাটকল শ্রমিক ইউনিয়ন তাঁকে সভাপতি নির্বাচিত করে। পরবর্তীকালে তিনি দীর্ঘ সময় ট্রেড ইউনিয়ন কেন্দ্র নামের শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদেরও তিনি ছিলেন অন্যতম নেতা।
বীর মুক্তিযোদ্ধা সাইফউদ্দিন মানিক ছিলেন ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়নের কর্মীদের নিয়ে গঠিত যৌথ গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক। স্বাধীনতার পর তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য, সাধারণ সম্পাদক এবং পরে সভাপতি নির্বাচিত হন। ১৯৯৪ সালে ‘গণফোরাম’ নামের রাজনৈতিক দল গঠনে তিনি উদ্যোগী ভূমিকা নেন এবং ১৯৯৬ সাল থেকে আমৃত্যু তিনি এই দলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৮ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকায় তাঁর মৃত্যু হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫